গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী জুবায়ের ইবনে কামাল। এবারের বইমেলায় তিনি লিখেছেন একাধিক বই। একটির নাম ‘অথবা হয়নি ঘুম বহুকাল’। পড়াশোনা করতে গিয়ে বইয়ের মূল চরিত্র ঋতুর পরিচয় হয়েছে এমন একজনের সঙ্গে, যিনি টাকার বিনিময়ে নিয়ে আসেন নতুন সব গল্প। সহকারী গবেষককে নিয়ে তিনি ঘুরে বেড়ান ঢাকা শহরের এমন কিছু জায়গায়, যেখানকার অতীত রহস্যে মোড়া। হোসেনি দালানের পুকুর থেকে উঠে আসা অদ্ভুত দর্শন জন্তু কিংবা মোগলদের সময়ে গড়ে ওঠা প্রাসাদ কী কারণে মানুষশূন্য হয়ে পড়ল—এসব প্রশ্ন খুঁজতে যখন সবাই ব্যস্ত, তখনই সামনে এল গা শিউরে ওঠা এক অদ্ভুত নতুন চরিত্র। অথবা হয়নি ঘুম বহুকাল বইটি আপনাকে পরিচয় করিয়ে দেবে রহস্যময় সেই ব্যক্তির সঙ্গে।
জুবায়ের ইবনে কামাল বলেন, ‘এই বইটাতে আমি এমন একটা গল্প ফেঁদেছি, যেটা রোমাঞ্চ গল্পের আদলে আমাদের শহরের চেনা গল্প বলেছে।’ বইটি প্রকাশ করেছে বাতিঘর। মেলার ৪৫৫-৫৬ স্টলে বইটি পাওয়া যাবে। এ ছাড়া জুবায়েরের ‘যে গল্প শোনা হয়নি আগে’ নামের আরেকটি বই প্রকাশ করেছে সময় প্রকাশন। ৩০ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি। জুবায়েরের লেখা দুটি বইয়ের মূল্য ২২০ টাকা করে।
উপন্যাসের বাইরেও তরুণ শিক্ষার্থীদের অনেকে লিখছেন ছোটগল্প। তাঁদেরই একজন সামিয়াতুল সামি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তিনি। সতীর্থ প্রকাশনা থেকে এসেছে সামির লেখা প্রথম ছোটগল্পের সংকলন ‘ওই সন্ধ্যা আসে, যেন কি শঙ্কা সন্দেহে’। নামটা কি একটু বেশিই জটিল—এমন প্রশ্নে সরল উত্তর দিলেন সামি, ‘গল্পগুলোর সঙ্গে মিল রেখেই নামটা রাখা। কারণ, সন্ধ্যার সঙ্গে তো কিছুটা আশঙ্কাও থাকতে পারে, তাই না?’
বইটিতে রয়েছে ১০টি গল্প। এসব গল্পে দেখানো সময়কে আরও বেশি জীবন্ত করতে কাজ করেছেন সামি। ‘বাংলাদেশ আইসিসি ট্রফি জিতেছিল ১৯৯৭ সালে, ওই দিন অজপাড়াগাঁয়ে রেডিও ধারাভাষ্যে ট্রফি জেতার আনন্দ কেমন ছিল, তা জানতে আমি খুঁজে খুঁজে ওই সময়ের মানুষদের সঙ্গে কথা বলেছি। এরপর সেই ইতিহাসকে আশ্রয় করে ফিকশন লিখেছি।’ মেলার ৪৩৯ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
মৌলিক গল্প-উপন্যাসের পাশাপাশি বিদেশি বইগুলোকে বাংলাদেশি পাঠকের কাছে ছড়িয়ে দিতে কাজ করছেন অনেক তরুণ শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় দালাই লামার লেখা বিখ্যাত বই ‘বিয়ন্ড রিলিজিয়ন, এথিকস ফর আ হোল ওয়ার্ল্ড’ নামের বইটি অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম। বিশ্বায়নের যুগে এই পৃথিবী ধর্ম বিশ্বাসী বা অবিশ্বাসী—সবার। তাই একজন ধর্মগুরু হয়েও ধর্মের বাইরে গিয়ে নৈতিকতা, মূল্যবোধ ইত্যাদির আলোকে কীভাবে পৃথিবীকে আরেকটু বাসযোগ্য হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়ে আলোকপাত করেছেন বর্তমান দালাই লামা তেনজিন গিয়াৎসো। বইটিতে বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে মানুষের আচরণ, চাহিদা ইত্যাদির ব্যাখ্যা দেওয়া হয়েছে। কীভাবে নেতিবাচক চিন্তা, আচরণ দূরে রেখে ইতিবাচক অভ্যাসগুলো গড়ে তোলা যায় এবং এর প্রয়োজনীয়তা কী, সেসব নিয়েও কথা বলা হয়েছে।
‘একজন ধর্মীয় গুরু শুধু তাঁর নিজ ধর্মে আটকে না থেকে সর্বজনীন নৈতিকতা ও বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, বিষয়টি বেশ কৌতূহলোদ্দীপক। তাই বইটি অনুবাদ করা।’ বলছিলেন আনিকা। বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী।
বিশ্ববিদ্যালয়ে নিজেদের পঠিত বিষয়ে লিখতেও দেখা গেছে অনেক শিক্ষার্থীকে। তাঁদেরই একজন রুবাইয়াৎ ইয়ানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিষয়ের এই শিক্ষার্থী লিখে ফেলেছেন অপরাধজগৎ নিয়ে জমজমাট এক রহস্য উপন্যাস। ‘মৃত্যুর পাশে মৃত্যুর ছায়া’ বইটির গল্প গড়ে উঠেছে সদ্য গোয়েন্দা জগৎ থেকে অবসর নিতে ইচ্ছুক একটি চরিত্রের আকস্মিক রহস্যের মুখোমুখি হওয়া থেকে। যেখানে গল্প এগোতে থাকলে বেরিয়ে আসতে থাকে এমন সব সত্য, যা পাঠক গল্পের শুরুতে আশা করেননি।
নিজের বই নিয়ে রুবাইয়াৎ ইয়ানা বলেন, ‘আমরা খোলা চোখে যা দেখি, তা সব সময় সত্যি হয় না। এ বইটিও ঠিক সেভাবেই আপনার মস্তিষ্ককে চিন্তা ও বাস্তবতার গোলকধাঁধায় ফেলে দেবে।’ বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী।
গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী জুবায়ের ইবনে কামাল। এবারের বইমেলায় তিনি লিখেছেন একাধিক বই। একটির নাম ‘অথবা হয়নি ঘুম বহুকাল’। পড়াশোনা করতে গিয়ে বইয়ের মূল চরিত্র ঋতুর পরিচয় হয়েছে এমন একজনের সঙ্গে, যিনি টাকার বিনিময়ে নিয়ে আসেন নতুন সব গল্প। সহকারী গবেষককে নিয়ে তিনি ঘুরে বেড়ান ঢাকা শহরের এমন কিছু জায়গায়, যেখানকার অতীত রহস্যে মোড়া। হোসেনি দালানের পুকুর থেকে উঠে আসা অদ্ভুত দর্শন জন্তু কিংবা মোগলদের সময়ে গড়ে ওঠা প্রাসাদ কী কারণে মানুষশূন্য হয়ে পড়ল—এসব প্রশ্ন খুঁজতে যখন সবাই ব্যস্ত, তখনই সামনে এল গা শিউরে ওঠা এক অদ্ভুত নতুন চরিত্র। অথবা হয়নি ঘুম বহুকাল বইটি আপনাকে পরিচয় করিয়ে দেবে রহস্যময় সেই ব্যক্তির সঙ্গে।
জুবায়ের ইবনে কামাল বলেন, ‘এই বইটাতে আমি এমন একটা গল্প ফেঁদেছি, যেটা রোমাঞ্চ গল্পের আদলে আমাদের শহরের চেনা গল্প বলেছে।’ বইটি প্রকাশ করেছে বাতিঘর। মেলার ৪৫৫-৫৬ স্টলে বইটি পাওয়া যাবে। এ ছাড়া জুবায়েরের ‘যে গল্প শোনা হয়নি আগে’ নামের আরেকটি বই প্রকাশ করেছে সময় প্রকাশন। ৩০ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি। জুবায়েরের লেখা দুটি বইয়ের মূল্য ২২০ টাকা করে।
উপন্যাসের বাইরেও তরুণ শিক্ষার্থীদের অনেকে লিখছেন ছোটগল্প। তাঁদেরই একজন সামিয়াতুল সামি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তিনি। সতীর্থ প্রকাশনা থেকে এসেছে সামির লেখা প্রথম ছোটগল্পের সংকলন ‘ওই সন্ধ্যা আসে, যেন কি শঙ্কা সন্দেহে’। নামটা কি একটু বেশিই জটিল—এমন প্রশ্নে সরল উত্তর দিলেন সামি, ‘গল্পগুলোর সঙ্গে মিল রেখেই নামটা রাখা। কারণ, সন্ধ্যার সঙ্গে তো কিছুটা আশঙ্কাও থাকতে পারে, তাই না?’
বইটিতে রয়েছে ১০টি গল্প। এসব গল্পে দেখানো সময়কে আরও বেশি জীবন্ত করতে কাজ করেছেন সামি। ‘বাংলাদেশ আইসিসি ট্রফি জিতেছিল ১৯৯৭ সালে, ওই দিন অজপাড়াগাঁয়ে রেডিও ধারাভাষ্যে ট্রফি জেতার আনন্দ কেমন ছিল, তা জানতে আমি খুঁজে খুঁজে ওই সময়ের মানুষদের সঙ্গে কথা বলেছি। এরপর সেই ইতিহাসকে আশ্রয় করে ফিকশন লিখেছি।’ মেলার ৪৩৯ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
মৌলিক গল্প-উপন্যাসের পাশাপাশি বিদেশি বইগুলোকে বাংলাদেশি পাঠকের কাছে ছড়িয়ে দিতে কাজ করছেন অনেক তরুণ শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় দালাই লামার লেখা বিখ্যাত বই ‘বিয়ন্ড রিলিজিয়ন, এথিকস ফর আ হোল ওয়ার্ল্ড’ নামের বইটি অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম। বিশ্বায়নের যুগে এই পৃথিবী ধর্ম বিশ্বাসী বা অবিশ্বাসী—সবার। তাই একজন ধর্মগুরু হয়েও ধর্মের বাইরে গিয়ে নৈতিকতা, মূল্যবোধ ইত্যাদির আলোকে কীভাবে পৃথিবীকে আরেকটু বাসযোগ্য হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়ে আলোকপাত করেছেন বর্তমান দালাই লামা তেনজিন গিয়াৎসো। বইটিতে বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে মানুষের আচরণ, চাহিদা ইত্যাদির ব্যাখ্যা দেওয়া হয়েছে। কীভাবে নেতিবাচক চিন্তা, আচরণ দূরে রেখে ইতিবাচক অভ্যাসগুলো গড়ে তোলা যায় এবং এর প্রয়োজনীয়তা কী, সেসব নিয়েও কথা বলা হয়েছে।
‘একজন ধর্মীয় গুরু শুধু তাঁর নিজ ধর্মে আটকে না থেকে সর্বজনীন নৈতিকতা ও বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, বিষয়টি বেশ কৌতূহলোদ্দীপক। তাই বইটি অনুবাদ করা।’ বলছিলেন আনিকা। বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী।
বিশ্ববিদ্যালয়ে নিজেদের পঠিত বিষয়ে লিখতেও দেখা গেছে অনেক শিক্ষার্থীকে। তাঁদেরই একজন রুবাইয়াৎ ইয়ানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিষয়ের এই শিক্ষার্থী লিখে ফেলেছেন অপরাধজগৎ নিয়ে জমজমাট এক রহস্য উপন্যাস। ‘মৃত্যুর পাশে মৃত্যুর ছায়া’ বইটির গল্প গড়ে উঠেছে সদ্য গোয়েন্দা জগৎ থেকে অবসর নিতে ইচ্ছুক একটি চরিত্রের আকস্মিক রহস্যের মুখোমুখি হওয়া থেকে। যেখানে গল্প এগোতে থাকলে বেরিয়ে আসতে থাকে এমন সব সত্য, যা পাঠক গল্পের শুরুতে আশা করেননি।
নিজের বই নিয়ে রুবাইয়াৎ ইয়ানা বলেন, ‘আমরা খোলা চোখে যা দেখি, তা সব সময় সত্যি হয় না। এ বইটিও ঠিক সেভাবেই আপনার মস্তিষ্ককে চিন্তা ও বাস্তবতার গোলকধাঁধায় ফেলে দেবে।’ বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী।
সাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
৩ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোহা চত্বরে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন তিন শিক্ষার্থী। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যুক্ত হন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৭ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
২০ ঘণ্টা আগে