নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নানান আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের প্রতিপাদ্য ‘গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা।’
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উত্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘সবাইকে অন্তর্ভুক্ত না করতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। দক্ষ জনবল তৈরি করতে না পারলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না। ভবিষ্যতে উন্নয়ন হবে জ্ঞানভিত্তিক। তাই সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় অধিকতর উন্নতমানের শিক্ষাব্যবস্থা তৈরি করতে হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়, সরকার এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় এ অঞ্চলের মানুষের চিন্তায় বিরাট অবদান রেখেছে জানিয়ে কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘পাকিস্তান আমলেও দেশ স্বাধীন করার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে স্বাধীনতার পর দলীয় রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
কাজী খলীকুজ্জমান আহমদ আরও বলেন, ‘দেশের শিক্ষার মান নিয়ে সর্বক্ষেত্রে প্রশ্ন উঠছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা অনেকটাই অনুপস্থিত। দেশের সর্ববৃহৎ এবং প্রাচীন ঢাকা বিশ্ববিদ্যালয়েও গবেষণা অনেকটাই অনুপস্থিত। বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫৯টি গবেষণা কেন্দ্র আছে। কিন্তু এর বেশির ভাগই কার্যক্রমের দিক থেকে দুর্বল। সরকার ও শিল্পপ্রতিষ্ঠান ও নাগরিক সহায়তা পেলে এসব গবেষণাকেন্দ্র ও ব্যুরো ভালো করবে।’
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘শিল্প ও শিক্ষার সমন্বয়ের সঙ্গে আরও কিছু উপাদান রয়েছে। এ ক্ষেত্রে ত্রিপল হেলিক্স মডেল এবং কোয়াড্রিপল হেলিক্স মডেল গুরুত্বপূর্ণ। ত্রিপল হেলিক্স মডেলে শিক্ষা ও শিল্পের সঙ্গে সরকারের সহযোগিতা থাকবে। আরেকটি হলো, বিশ্ববিদ্যালয়, সরকার, শিল্প থাকবে এবং এসবের সঙ্গে আরেকটি উপাদান যুক্ত হবে। সেটি হলো নাগরিক সমাজ। এই মডেলগুলো এখন বিবেচনায় নেওয়া দরকার।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আলম, চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি মোবারক হোসেন প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবি খেলার মাঠে ১০২ পাউন্ডের কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন ও পায়রা উড়ান উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহকারে শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে সমবেত হন।
নানান আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের প্রতিপাদ্য ‘গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা।’
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উত্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘সবাইকে অন্তর্ভুক্ত না করতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। দক্ষ জনবল তৈরি করতে না পারলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না। ভবিষ্যতে উন্নয়ন হবে জ্ঞানভিত্তিক। তাই সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় অধিকতর উন্নতমানের শিক্ষাব্যবস্থা তৈরি করতে হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়, সরকার এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় এ অঞ্চলের মানুষের চিন্তায় বিরাট অবদান রেখেছে জানিয়ে কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘পাকিস্তান আমলেও দেশ স্বাধীন করার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে স্বাধীনতার পর দলীয় রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
কাজী খলীকুজ্জমান আহমদ আরও বলেন, ‘দেশের শিক্ষার মান নিয়ে সর্বক্ষেত্রে প্রশ্ন উঠছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা অনেকটাই অনুপস্থিত। দেশের সর্ববৃহৎ এবং প্রাচীন ঢাকা বিশ্ববিদ্যালয়েও গবেষণা অনেকটাই অনুপস্থিত। বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫৯টি গবেষণা কেন্দ্র আছে। কিন্তু এর বেশির ভাগই কার্যক্রমের দিক থেকে দুর্বল। সরকার ও শিল্পপ্রতিষ্ঠান ও নাগরিক সহায়তা পেলে এসব গবেষণাকেন্দ্র ও ব্যুরো ভালো করবে।’
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘শিল্প ও শিক্ষার সমন্বয়ের সঙ্গে আরও কিছু উপাদান রয়েছে। এ ক্ষেত্রে ত্রিপল হেলিক্স মডেল এবং কোয়াড্রিপল হেলিক্স মডেল গুরুত্বপূর্ণ। ত্রিপল হেলিক্স মডেলে শিক্ষা ও শিল্পের সঙ্গে সরকারের সহযোগিতা থাকবে। আরেকটি হলো, বিশ্ববিদ্যালয়, সরকার, শিল্প থাকবে এবং এসবের সঙ্গে আরেকটি উপাদান যুক্ত হবে। সেটি হলো নাগরিক সমাজ। এই মডেলগুলো এখন বিবেচনায় নেওয়া দরকার।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আলম, চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি মোবারক হোসেন প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবি খেলার মাঠে ১০২ পাউন্ডের কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন ও পায়রা উড়ান উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহকারে শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে সমবেত হন।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবেন
৬ ঘণ্টা আগে২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
৮ ঘণ্টা আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
৮ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে