প্রতিনিধি, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের শীর্ষ পদে প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ১১তম কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষক।
গত বছরের ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে মেয়াদ পূর্ণ করেন আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা। ২০১৬ সালের ২১ আগস্ট পরবর্তী চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। দীর্ঘ সাড়ে আট মাস ধরে পদটি খালি থাকার পর বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ নিয়োগ দেয় সরকার।
গত (৫ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ সংশোধিত আইন ২০১০ এর আইন ১২ (১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হল।
তিনি অর্থনীতি বিভাগের ২য় ব্যাচের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি প্রভাষক হিসেবে অর্থনীতি বিভাগে কর্মজীবন শুরু করেন। পালন করেছিলেন বিভাগীয় সভাপতির দায়িত্ব। এর আগে তিনি বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ’আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের শীর্ষ পদে প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ১১তম কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষক।
গত বছরের ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে মেয়াদ পূর্ণ করেন আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা। ২০১৬ সালের ২১ আগস্ট পরবর্তী চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। দীর্ঘ সাড়ে আট মাস ধরে পদটি খালি থাকার পর বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ নিয়োগ দেয় সরকার।
গত (৫ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ সংশোধিত আইন ২০১০ এর আইন ১২ (১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হল।
তিনি অর্থনীতি বিভাগের ২য় ব্যাচের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি প্রভাষক হিসেবে অর্থনীতি বিভাগে কর্মজীবন শুরু করেন। পালন করেছিলেন বিভাগীয় সভাপতির দায়িত্ব। এর আগে তিনি বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ’আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’
বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অফুরন্ত সম্ভাবনার কেন্দ্রে পরিণত হয়েছে হাঙ্গেরি। দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা গ্রহণের পাশাপাশি ক্যারিয়ার গঠনেরও সুযোগ পাচ্ছেন।
২১ ঘণ্টা আগেসংস্কৃতির গুরুত্বপূর্ণ আয়োজন হলো বিতর্ক। ক্রমেই এটি জনপ্রিয় হচ্ছে। সব প্রতিযোগিতায় জয়-পরাজয় রয়েছে। বিতর্কও এর ব্যতিক্রম নয়। একজন উঁচুমানের বিতার্কিকও পরাজয়ের সম্মুখীন হতে পারেন।
২১ ঘণ্টা আগেআমেরিকান ব্যবসায়ী এবং লেখক রবার্ট তোরু কিয়োসাকির লেখা ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইটি ১৯৯৭ সালে প্রথম প্রকাশিত হয়। বইটি প্রকাশ হওয়ার পর থেকে ব্যক্তিগত আর্থিক উন্নতির বইয়ের ক্যাটাগরিতে বিশ্বের সর্বাধিক বিক্রীত হিসেবে স্বীকৃত।
২১ ঘণ্টা আগেরাশেদ হোসেন রনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। ক্রিকেটার হওয়ার স্বপ্ন বদলে একসময় বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বোনা শুরু করেন তিনি। নানা চড়াই-উতরাই পেরিয়ে রনি সফলও হয়েছেন।
২১ ঘণ্টা আগে