খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সঙ্গে যৌথ গবেষণা করার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়। আজ শনিবার সকাল ১০টায় খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহ প্রকাশ করেন নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. ফুলকো লুডউইক।
এ সময় তাঁরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের সুন্দরবন, উপকূলীয় অঞ্চলের জলবায়ুগত অবস্থা ও ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি এবং এর প্রভাব বিশেষ গুরুত্ব পায়।
প্রফেসর ফুলকো কৃষিক্ষেত্রে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব মোকাবিলা করে ফল ও ফসল উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এর পর্যবেক্ষণ ও আগ্রহের বিষয়গুলো তুলে ধরেন। তিনি এসব বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণায় আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন সফররত প্রফেসর ফুলকোকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রকৃতপক্ষে সুন্দরবন উপকূল তথা এই অঞ্চলে জলবায়ুগত পরিবর্তনের ফলে ঝুঁকি বাড়ছে। উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রার ওপরও তা নেতিবাচক প্রভাব ফেলছে।’
তিনি আরও বলেন, ‘উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য এবং বিশেষ করে সুন্দরবন ও এর প্রভাবিত এলাকা নিয়ে শিক্ষা ও গবেষণার অনেক ক্ষেত্র রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এসম্পর্কিত অনেকগুলো বিষয় রয়েছে, যার সঙ্গে ওয়াগিনন বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণায় এগিয়ে এলে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে। একই সঙ্গে গবেষণার মাধ্যমে নতুন নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।’
এ সময় উপাচার্য সুন্দরবনের ওপর লিখিত তাঁর গবেষণাগ্রন্থের একটি কপি প্রফেসর ফুলকোকে উপহার দেন। এ সময় ওয়াগিনন বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক-শিক্ষার্থী উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেছেন, তাঁদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগের নেওয়া হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, প্রাক্তন শিক্ষার্থী গবেষক ড. উৎপল কুমার, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল মাসুদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খুবি উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সঙ্গে যৌথ গবেষণা করার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়। আজ শনিবার সকাল ১০টায় খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহ প্রকাশ করেন নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. ফুলকো লুডউইক।
এ সময় তাঁরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের সুন্দরবন, উপকূলীয় অঞ্চলের জলবায়ুগত অবস্থা ও ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি এবং এর প্রভাব বিশেষ গুরুত্ব পায়।
প্রফেসর ফুলকো কৃষিক্ষেত্রে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব মোকাবিলা করে ফল ও ফসল উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এর পর্যবেক্ষণ ও আগ্রহের বিষয়গুলো তুলে ধরেন। তিনি এসব বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণায় আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন সফররত প্রফেসর ফুলকোকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রকৃতপক্ষে সুন্দরবন উপকূল তথা এই অঞ্চলে জলবায়ুগত পরিবর্তনের ফলে ঝুঁকি বাড়ছে। উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রার ওপরও তা নেতিবাচক প্রভাব ফেলছে।’
তিনি আরও বলেন, ‘উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য এবং বিশেষ করে সুন্দরবন ও এর প্রভাবিত এলাকা নিয়ে শিক্ষা ও গবেষণার অনেক ক্ষেত্র রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এসম্পর্কিত অনেকগুলো বিষয় রয়েছে, যার সঙ্গে ওয়াগিনন বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণায় এগিয়ে এলে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে। একই সঙ্গে গবেষণার মাধ্যমে নতুন নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।’
এ সময় উপাচার্য সুন্দরবনের ওপর লিখিত তাঁর গবেষণাগ্রন্থের একটি কপি প্রফেসর ফুলকোকে উপহার দেন। এ সময় ওয়াগিনন বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক-শিক্ষার্থী উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেছেন, তাঁদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগের নেওয়া হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, প্রাক্তন শিক্ষার্থী গবেষক ড. উৎপল কুমার, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল মাসুদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খুবি উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবেন
১১ ঘণ্টা আগে২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
১২ ঘণ্টা আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
১২ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে