মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ৮ হাজার ৬৮৭ জন ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য ৩৮ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গতকাল শনিবার বিকেলে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য ও সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে। এতে বিজ্ঞান, প্রকৌশল, জীব ও কৃষি অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২২৮ সিটের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৮ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। তিনটির মধ্যে ‘এ’ ইউনিটে ১৫০ টি, ‘বি’ ইউনিটে ২৭ টি, ‘সি’ ইউনিটে ২৭টি ও বাকি ২৪টি কোটায় আসন রয়েছে।
ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ‘এ’ ইউনিটে আবেদন করেছেন। ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ৬ হাজার ৭১৮ টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২৭৮টি ও ‘সি’ ইউনিটে ৬৯৩ টি।
এ বিষয়ে মো. হুমায়ূন কবির বলেন, ভর্তি আবেদনের সময় শেষ হয়েছে। ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন ৮ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথম মেধাতালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন শুরু হয়। আবেদনের সময়সীমা গত বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ছিল।
২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ৮ হাজার ৬৮৭ জন ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য ৩৮ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গতকাল শনিবার বিকেলে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য ও সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে। এতে বিজ্ঞান, প্রকৌশল, জীব ও কৃষি অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২২৮ সিটের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৮ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। তিনটির মধ্যে ‘এ’ ইউনিটে ১৫০ টি, ‘বি’ ইউনিটে ২৭ টি, ‘সি’ ইউনিটে ২৭টি ও বাকি ২৪টি কোটায় আসন রয়েছে।
ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ‘এ’ ইউনিটে আবেদন করেছেন। ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ৬ হাজার ৭১৮ টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২৭৮টি ও ‘সি’ ইউনিটে ৬৯৩ টি।
এ বিষয়ে মো. হুমায়ূন কবির বলেন, ভর্তি আবেদনের সময় শেষ হয়েছে। ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন ৮ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথম মেধাতালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন শুরু হয়। আবেদনের সময়সীমা গত বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ছিল।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবেন
৯ ঘণ্টা আগে২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
১০ ঘণ্টা আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
১১ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে