সিলেট প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৪ হাজার ২১০ জনের। এর মধ্যে ২ হাজার ১৬৫ জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির হার ছিল ৫১.৪৩ শতাংশ, আর অনুপস্থিতির হার ৪৮.৫৭ শতাংশ। ভর্তি পরীক্ষার ফল ৩০ অক্টোবর প্রকাশ করা হবে। এ বছর সিকৃবিতে ৪৩১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। পরীক্ষা শেষে সিকৃবির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রায় অর্ধেক পরীক্ষার্থী অনুপস্থিতির ব্যাপারে ভর্তি পরীক্ষা কমিটি-২০২৪ এর আহবায়ক ও সিকৃবির কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা হয় সবার শেষে। আর এর আগে সকল ভার্সিটির ভর্তি কার্যক্রম শেষ হয়ে ক্লাসও শুরু হয়ে যায়। এ ছাড়া অনেক শিক্ষার্থী তখন প্রাইভেটেও ভর্তি হয়ে যায়। যে কারণে এখানে আবেদন করলেও আর শিক্ষার্থীরা আগ্রহ দেখায় না পরীক্ষা দিতে। এজন্য মূলত পরীক্ষার্থী কম উপস্থিত হয়।
এ বছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭১৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন সিকৃবির শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৪ হাজার ২১০ জনের। এর মধ্যে ২ হাজার ১৬৫ জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির হার ছিল ৫১.৪৩ শতাংশ, আর অনুপস্থিতির হার ৪৮.৫৭ শতাংশ। ভর্তি পরীক্ষার ফল ৩০ অক্টোবর প্রকাশ করা হবে। এ বছর সিকৃবিতে ৪৩১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। পরীক্ষা শেষে সিকৃবির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রায় অর্ধেক পরীক্ষার্থী অনুপস্থিতির ব্যাপারে ভর্তি পরীক্ষা কমিটি-২০২৪ এর আহবায়ক ও সিকৃবির কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা হয় সবার শেষে। আর এর আগে সকল ভার্সিটির ভর্তি কার্যক্রম শেষ হয়ে ক্লাসও শুরু হয়ে যায়। এ ছাড়া অনেক শিক্ষার্থী তখন প্রাইভেটেও ভর্তি হয়ে যায়। যে কারণে এখানে আবেদন করলেও আর শিক্ষার্থীরা আগ্রহ দেখায় না পরীক্ষা দিতে। এজন্য মূলত পরীক্ষার্থী কম উপস্থিত হয়।
এ বছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭১৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন সিকৃবির শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
১৫ ঘণ্টা আগেমেরিন ফিশারিজ একাডেমি (এমএফএ) বা বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি (বিএমএফএ) মৎস্য শিল্প, বণিক জাহাজ এবং অন্যান্য সংশ্লিষ্ট মেরিটাইম শিল্পগুলোতে প্রবেশ করতে আগ্রহী ক্যাডেটদের জন্য বাংলাদেশ সরকারের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বা
২০ ঘণ্টা আগে২০২৪–২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম ফয়সাল বাতেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে