জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা শুধু বড় বড় ভবনের মধ্যে সীমাবদ্ধ, বড় বড় বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ। এসব থেকে বেরিয়ে এসে নজরুলকে নিয়ে নতুন করে গবেষণা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নজরুল গবেষক প্রফেসর ড. সৌমিত্র শেখর।
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের সেমিনার কক্ষে আয়োজিত ‘মোস্লেম ভারত এবং নজরুল ও তাঁর অগ্রন্থিত রচনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নজরুল বক্তৃতামালা-৬ এর ধারাবাহিকতায় সেমিনারটির আয়োজন করা হয়।
প্রফেসর ড. সৌমিত্র বলেন, নজরুলকে খণ্ডিতভাবে তুলে ধরা হয়। নজরুল কিন্তু খণ্ডিত হওয়ার মানুষ নন। নজরুল একজন পরিপূর্ণ মানুষ। নজরুলকে নিয়ে যারা মাঠঘাটে কাজ করছেন তাঁদের খুঁজে বের করে প্রাতিষ্ঠানিকভাবে সম্মানিত করা দরকার।
নজরুলকে নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা নির্মোহভাবে অব্যাহত থাকবে জানিয়ে উপাচার্য বলেন, আমরা নজরুলকে নিয়ে আরও বৃহৎ পরিসরে কাজ করার চেষ্টা করব। কেননা এখনো খুঁজলে নজরুলের অনেক কিছু পাওয়া যাবে। নজরুলের চিঠি, ডায়েরি এগুলো যদি আমরা পাই তাহলে সেটি বিশাল কাজ হবে। ছাত্রছাত্রীরা যে গবেষণা প্রস্তাব আমাদের জমা দিয়েছেন সেটি সত্যিই প্রশংসাযোগ্য। কেননা এর মধ্যে কিছু বিষয় আছে যা একদমই নতুন।
ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনামের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন-গবেষণা ও সম্প্রসারণ দপ্তর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীরসহ গবেষক তত্ত্বাবধায়কবৃন্দ এবং অন্য শিক্ষকেরা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা শুধু বড় বড় ভবনের মধ্যে সীমাবদ্ধ, বড় বড় বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ। এসব থেকে বেরিয়ে এসে নজরুলকে নিয়ে নতুন করে গবেষণা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নজরুল গবেষক প্রফেসর ড. সৌমিত্র শেখর।
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের সেমিনার কক্ষে আয়োজিত ‘মোস্লেম ভারত এবং নজরুল ও তাঁর অগ্রন্থিত রচনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নজরুল বক্তৃতামালা-৬ এর ধারাবাহিকতায় সেমিনারটির আয়োজন করা হয়।
প্রফেসর ড. সৌমিত্র বলেন, নজরুলকে খণ্ডিতভাবে তুলে ধরা হয়। নজরুল কিন্তু খণ্ডিত হওয়ার মানুষ নন। নজরুল একজন পরিপূর্ণ মানুষ। নজরুলকে নিয়ে যারা মাঠঘাটে কাজ করছেন তাঁদের খুঁজে বের করে প্রাতিষ্ঠানিকভাবে সম্মানিত করা দরকার।
নজরুলকে নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা নির্মোহভাবে অব্যাহত থাকবে জানিয়ে উপাচার্য বলেন, আমরা নজরুলকে নিয়ে আরও বৃহৎ পরিসরে কাজ করার চেষ্টা করব। কেননা এখনো খুঁজলে নজরুলের অনেক কিছু পাওয়া যাবে। নজরুলের চিঠি, ডায়েরি এগুলো যদি আমরা পাই তাহলে সেটি বিশাল কাজ হবে। ছাত্রছাত্রীরা যে গবেষণা প্রস্তাব আমাদের জমা দিয়েছেন সেটি সত্যিই প্রশংসাযোগ্য। কেননা এর মধ্যে কিছু বিষয় আছে যা একদমই নতুন।
ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনামের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন-গবেষণা ও সম্প্রসারণ দপ্তর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীরসহ গবেষক তত্ত্বাবধায়কবৃন্দ এবং অন্য শিক্ষকেরা।
সাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
৩ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোহা চত্বরে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন তিন শিক্ষার্থী। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যুক্ত হন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৭ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
২০ ঘণ্টা আগে