ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (স্নাতক) ভর্তি পরীক্ষায় পাসের হার ১১ দশমিক ৮৪ শতাংশ। অর্থাৎ উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫২৬ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৩১৭ জন। বিজ্ঞান থেকে ৫৭৭ জন ও মানবিক শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন ৬৩২ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
৪ হাজার ৫২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি আসন রয়েছে। আর বিজ্ঞানে ৯৫ ও মানবিক শাখায় ২৫টি আসন নির্ধারিত রয়েছে।
এই ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১০৫ দশমিক ৫৩ পেয়ে প্রথম হয়েছেন মেহেরাজ হোসাইন। মানবিক শাখা থেকে ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন আবদুল্লাহ ইভান মাসুদ। মেহেরাজ ও ইভান মাসুদ দুজনই আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। বিজ্ঞান শাখা থেকে ৯৮ দশমিক ৯১ পেয়ে প্রথম হয়েছেন গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী মো. জিলহাজ শেখ।
ভর্তি-ইচ্ছুকদের যা জানা দরকার
উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৮ জুন বেলা ৩টা থেকে ৬ জুলাইয়ের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
কোটায় আবেদনকারীদের ১১ থেকে ১৮ জুনের মধ্যে অফিস চলাকালে সংশ্লিষ্ট কোটার ফরম বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
ফলাফল পুনঃ যাচাইয়ের জন্য নির্ধারিত ফি দিয়ে ১১ থেকে ১৮ জুন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করতে হবে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ব্যবসায় শিক্ষা ইউনিটের সমন্বয়ক ও অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (স্নাতক) ভর্তি পরীক্ষায় পাসের হার ১১ দশমিক ৮৪ শতাংশ। অর্থাৎ উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫২৬ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৩১৭ জন। বিজ্ঞান থেকে ৫৭৭ জন ও মানবিক শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন ৬৩২ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
৪ হাজার ৫২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি আসন রয়েছে। আর বিজ্ঞানে ৯৫ ও মানবিক শাখায় ২৫টি আসন নির্ধারিত রয়েছে।
এই ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১০৫ দশমিক ৫৩ পেয়ে প্রথম হয়েছেন মেহেরাজ হোসাইন। মানবিক শাখা থেকে ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন আবদুল্লাহ ইভান মাসুদ। মেহেরাজ ও ইভান মাসুদ দুজনই আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। বিজ্ঞান শাখা থেকে ৯৮ দশমিক ৯১ পেয়ে প্রথম হয়েছেন গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী মো. জিলহাজ শেখ।
ভর্তি-ইচ্ছুকদের যা জানা দরকার
উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৮ জুন বেলা ৩টা থেকে ৬ জুলাইয়ের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
কোটায় আবেদনকারীদের ১১ থেকে ১৮ জুনের মধ্যে অফিস চলাকালে সংশ্লিষ্ট কোটার ফরম বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
ফলাফল পুনঃ যাচাইয়ের জন্য নির্ধারিত ফি দিয়ে ১১ থেকে ১৮ জুন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করতে হবে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ব্যবসায় শিক্ষা ইউনিটের সমন্বয়ক ও অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। গত ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোহা চত্বরে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন তিন শিক্ষার্থী। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যুক্ত হন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
১৮ ঘণ্টা আগে