নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা থেকে সুরক্ষায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে আঠারো বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। গত বৃহস্পতিবার ১২০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে প্রথমে ঢাকা মহানগরীতে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গত বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, মাউশির আওতাধীন ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। তাই এসব প্রতিষ্ঠানের কম বয়সী সব শিক্ষার্থীর তথ্য ছক আকারে পূরণ করে ১৯ অক্টোবরের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
বিষয়টি অতি জরুরি উল্লেখ করে শিক্ষার্থীদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর, নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের কোড, জন্মতারিখ ও অভিভাবকের মোবাইল নম্বর দিতেও বলা হয়েছে।
যেসব শিক্ষার্থীর তথ্য বা ডেটা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে পৌঁছাবে, তাদেরই শুধু টিকা দেওয়া হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। এ জন্য রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকার বাইরেও দেওয়া হবে টিকা। সারা দেশে কেন্দ্র থাকবে ২১ টি।
বৃহস্পতিবার টিকা নেওয়া শিক্ষার্থীদের ১০-১৪ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। কোনো ধরনের জটিলতা দেখা না দিলে, চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে তাদের টিকাদান।
করোনা থেকে সুরক্ষায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে আঠারো বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। গত বৃহস্পতিবার ১২০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে প্রথমে ঢাকা মহানগরীতে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গত বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, মাউশির আওতাধীন ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। তাই এসব প্রতিষ্ঠানের কম বয়সী সব শিক্ষার্থীর তথ্য ছক আকারে পূরণ করে ১৯ অক্টোবরের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
বিষয়টি অতি জরুরি উল্লেখ করে শিক্ষার্থীদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর, নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের কোড, জন্মতারিখ ও অভিভাবকের মোবাইল নম্বর দিতেও বলা হয়েছে।
যেসব শিক্ষার্থীর তথ্য বা ডেটা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে পৌঁছাবে, তাদেরই শুধু টিকা দেওয়া হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। এ জন্য রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকার বাইরেও দেওয়া হবে টিকা। সারা দেশে কেন্দ্র থাকবে ২১ টি।
বৃহস্পতিবার টিকা নেওয়া শিক্ষার্থীদের ১০-১৪ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। কোনো ধরনের জটিলতা দেখা না দিলে, চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে তাদের টিকাদান।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবেন
১২ ঘণ্টা আগে২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
১৩ ঘণ্টা আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
১৪ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে