নাজমুল ইসলাম
পরীক্ষার আগে করণীয়
পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, বলপয়েন্ট কলম, পেনসিল, রাবার, স্কেল ও প্রয়োজনে ক্যালকুলেটর গুছিয়ে নেবে। পাশাপাশি প্রবেশপত্রে দেওয়া পরীক্ষার হলের নিয়মকানুন একবার হলেও আগে পড়ে নিতে হবে। চলমান তাপপ্রবাহের কথা মাথায় রেখে সঙ্গে পানির বোতল ও রুমাল বা টিস্যু রাখতে পার।
পরীক্ষার হলে করণীয়
পরীক্ষার দিন সবার আগে সঠিক সময়ের মধ্যে হলে পৌঁছানো জরুরি। খাতা পাওয়ার পর সতর্কতার সঙ্গে রোল ও রেজিস্ট্রেশন নম্বর, সেট কোডসহ আনুষঙ্গিক সব তথ্য পূরণ করবে। প্রশ্ন পাওয়ার পর সঠিক নিয়ম মেনে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এক লাইনের মধ্যে শেষ করার চেষ্টা করবে। অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে কোনো অপ্রাসঙ্গিক তথ্য না লিখে জ্ঞানের অংশটুকু ৪ থেকে ৫ লাইনে সঠিকভাবে প্রকাশ করার চেষ্টা করবে। আর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তরে অবশ্যই চেষ্টা করবে জ্ঞান ও অনুধাবণের মূলভাব ধরে উত্তর লেখার জন্য। প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের শেষে অবশ্যই সংশ্লিষ্ট বিশ্লেষণ বা যৌক্তিকতা দিয়ে উত্তর শেষ করবে। সাধারণত প্রয়োগমূলক প্রশ্ন ১০ থেকে ১২ বাক্যে এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ১৪ থেকে ১৮ বাক্যের মধ্যে শেষ করার চেষ্টা করবে।
প্রশ্নের উত্তরের ধারাবাহিকতা বজায় রাখাও খুব জরুরি। মনে রাখবে, পরীক্ষার খাতা সব সময় পরিপাটি রাখার চেষ্টা করবে, লেখায় কাটাকাটি বেশি নম্বর পাওয়ার অন্তরায়। গাণিতিক বিষয়সমূহে গাণিতিক প্রশ্নকে প্রাধান্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্নোত্তরে সংশ্লিষ্ট চিত্র অঙ্কন, রসায়ন পরীক্ষায় রাসায়নিক বিক্রিয়া লিখলে ভালো নম্বর পাওয়া যায়। প্রয়োজনে বাস্তবসম্মত উদাহরণ দিতে হবে। সবশেষে পরীক্ষার হলে অবশ্যই মাথা ঠান্ডা রেখে বুঝে–শুনে প্রশ্নের উত্তর করতে হবে। পরীক্ষার শেষে রিভিশন দেওয়ার জন্য সময় রাখতে হবে। তাই আগে থেকেই সময় ব্যবস্থাপনার বিষয়টি খেয়াল রাখতে হবে।
পরীক্ষার আগে করণীয়
পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, বলপয়েন্ট কলম, পেনসিল, রাবার, স্কেল ও প্রয়োজনে ক্যালকুলেটর গুছিয়ে নেবে। পাশাপাশি প্রবেশপত্রে দেওয়া পরীক্ষার হলের নিয়মকানুন একবার হলেও আগে পড়ে নিতে হবে। চলমান তাপপ্রবাহের কথা মাথায় রেখে সঙ্গে পানির বোতল ও রুমাল বা টিস্যু রাখতে পার।
পরীক্ষার হলে করণীয়
পরীক্ষার দিন সবার আগে সঠিক সময়ের মধ্যে হলে পৌঁছানো জরুরি। খাতা পাওয়ার পর সতর্কতার সঙ্গে রোল ও রেজিস্ট্রেশন নম্বর, সেট কোডসহ আনুষঙ্গিক সব তথ্য পূরণ করবে। প্রশ্ন পাওয়ার পর সঠিক নিয়ম মেনে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এক লাইনের মধ্যে শেষ করার চেষ্টা করবে। অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে কোনো অপ্রাসঙ্গিক তথ্য না লিখে জ্ঞানের অংশটুকু ৪ থেকে ৫ লাইনে সঠিকভাবে প্রকাশ করার চেষ্টা করবে। আর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তরে অবশ্যই চেষ্টা করবে জ্ঞান ও অনুধাবণের মূলভাব ধরে উত্তর লেখার জন্য। প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের শেষে অবশ্যই সংশ্লিষ্ট বিশ্লেষণ বা যৌক্তিকতা দিয়ে উত্তর শেষ করবে। সাধারণত প্রয়োগমূলক প্রশ্ন ১০ থেকে ১২ বাক্যে এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ১৪ থেকে ১৮ বাক্যের মধ্যে শেষ করার চেষ্টা করবে।
প্রশ্নের উত্তরের ধারাবাহিকতা বজায় রাখাও খুব জরুরি। মনে রাখবে, পরীক্ষার খাতা সব সময় পরিপাটি রাখার চেষ্টা করবে, লেখায় কাটাকাটি বেশি নম্বর পাওয়ার অন্তরায়। গাণিতিক বিষয়সমূহে গাণিতিক প্রশ্নকে প্রাধান্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্নোত্তরে সংশ্লিষ্ট চিত্র অঙ্কন, রসায়ন পরীক্ষায় রাসায়নিক বিক্রিয়া লিখলে ভালো নম্বর পাওয়া যায়। প্রয়োজনে বাস্তবসম্মত উদাহরণ দিতে হবে। সবশেষে পরীক্ষার হলে অবশ্যই মাথা ঠান্ডা রেখে বুঝে–শুনে প্রশ্নের উত্তর করতে হবে। পরীক্ষার শেষে রিভিশন দেওয়ার জন্য সময় রাখতে হবে। তাই আগে থেকেই সময় ব্যবস্থাপনার বিষয়টি খেয়াল রাখতে হবে।
সাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
৪ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোহা চত্বরে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন তিন শিক্ষার্থী। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যুক্ত হন।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
২১ ঘণ্টা আগে