নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাধীনতার ৫০ বছরের দীর্ঘ এ সময়ে দেশের অর্জন যেমন রয়েছে, তেমনি সমস্যাও রয়েছে অনেক। বিজয়ের মাসে এমন পাওয়া-না পাওয়ার গল্প নিয়েই আজ বুধবার গ্রিন ইউনিভার্সিটিতে মঞ্চস্থ হলো পালানাটক ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও ইংলিশ ক্লাব মডারেটর আশিক ইশতিয়াকের রচনা ও পরিচালনায় মঞ্চস্থ এ নাটকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অভিনয় করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, স্বাধীনতা যেকোনো জাতির জন্য গৌরবের, অহংকারের। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ৫০ বছর পর আমাদের অর্জন অনেক। মানুষের গড় আয়, আয়ু ও শিক্ষিতের হার বেড়েছে। শুধু তা-ই নয়, উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রাথমিক যোগ্যতাও অর্জন করেছে বাংলাদেশ। এসব অর্জনকে আরও অর্থবহ করে তুলতে ঘাটতি থাকা জায়গাগুলোয় নজর দিতে হবে। তবেই প্রাপ্তির ঝুলি আরও সমৃদ্ধ হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, বাঙালি জাতির শীর্ষ অর্জন হলো স্বাধীনতা। শহীদদের স্বপ্নের এই বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।
নাট্যনির্মাতা ও নির্দেশক আশিক ইশতিয়াক বলেন, পালানাটকটিতে বাংলার অতিপ্রাচীন, প্রাচীন ও সমকালীন বিষয়গুলো কোরিওগ্রাফির মাধ্যমে তুলে ধরে হয়েছে। এখানে যেমন অর্জনের গল্প রয়েছে, তেমনি হতাশা ও শঙ্কার কথাও তুলে ধরা হয়েছে।
ইংলিশ ক্লাব এর আগে উইলিয়াম শেক্সপিয়ারের পাঁচটি নাটক মঞ্চস্থ করলেও গ্রামবাংলার ধাঁচে মঞ্চস্থ করা নাটক এটাই প্রথম। এর আগে নাটকটি কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় নাট্যশালা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ মোট ছয়বার মঞ্চস্থ করা হয়।
স্বাধীনতার ৫০ বছরের দীর্ঘ এ সময়ে দেশের অর্জন যেমন রয়েছে, তেমনি সমস্যাও রয়েছে অনেক। বিজয়ের মাসে এমন পাওয়া-না পাওয়ার গল্প নিয়েই আজ বুধবার গ্রিন ইউনিভার্সিটিতে মঞ্চস্থ হলো পালানাটক ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও ইংলিশ ক্লাব মডারেটর আশিক ইশতিয়াকের রচনা ও পরিচালনায় মঞ্চস্থ এ নাটকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অভিনয় করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, স্বাধীনতা যেকোনো জাতির জন্য গৌরবের, অহংকারের। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ৫০ বছর পর আমাদের অর্জন অনেক। মানুষের গড় আয়, আয়ু ও শিক্ষিতের হার বেড়েছে। শুধু তা-ই নয়, উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রাথমিক যোগ্যতাও অর্জন করেছে বাংলাদেশ। এসব অর্জনকে আরও অর্থবহ করে তুলতে ঘাটতি থাকা জায়গাগুলোয় নজর দিতে হবে। তবেই প্রাপ্তির ঝুলি আরও সমৃদ্ধ হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, বাঙালি জাতির শীর্ষ অর্জন হলো স্বাধীনতা। শহীদদের স্বপ্নের এই বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।
নাট্যনির্মাতা ও নির্দেশক আশিক ইশতিয়াক বলেন, পালানাটকটিতে বাংলার অতিপ্রাচীন, প্রাচীন ও সমকালীন বিষয়গুলো কোরিওগ্রাফির মাধ্যমে তুলে ধরে হয়েছে। এখানে যেমন অর্জনের গল্প রয়েছে, তেমনি হতাশা ও শঙ্কার কথাও তুলে ধরা হয়েছে।
ইংলিশ ক্লাব এর আগে উইলিয়াম শেক্সপিয়ারের পাঁচটি নাটক মঞ্চস্থ করলেও গ্রামবাংলার ধাঁচে মঞ্চস্থ করা নাটক এটাই প্রথম। এর আগে নাটকটি কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় নাট্যশালা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ মোট ছয়বার মঞ্চস্থ করা হয়।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবেন
৭ ঘণ্টা আগে২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
৮ ঘণ্টা আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
৮ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে