প্রতিনিধি, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস ফারুক। এক বছরের বেশি সময় ধরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নামক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন।
কৃষক বাবার দিনাজপুরের স্বপ্নবাজ ছেলে আনাস। শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করে পরিবারের হাল ধরার এক বুক আশা নিয়ে আছেন আনাস। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে বাবাও হাফ ছেড়েছিলেন। কিন্তু সব স্বপ্নই তাঁর ফিকে হতে যাচ্ছে।
আনাসের শরীরে রক্তশূন্যতা দেখা দেওয়ায় এ পর্যন্ত ৩৯ ব্যাগ রক্ত (এ পজিটিভ) তাঁর শরীরে দেওয়া হয়েছে। এ দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে তার উন্নত চিকিৎসায় ৩০ লাখ টাকা প্রয়োজন।
আনাস জানান, করোনার শুরুতে তাঁর শরীরে এ রোগ ধরা পড়ে। শরীরে নিয়মিত রক্ত না দিলে মাথা ঘোরা, দুর্বল ভাব, ঠোঁট, জিহ্বা, চোখের মণি এবং কণ্ঠনালীতে রক্ত জমাট বাঁধে। আবার রক্ত দিলেও কিছুদিনের মধ্যে তা ড্যামেজ হয়ে যায়।
চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসক বলেছেন, আনাসের মেরুদণ্ডের হাড় ট্রান্সফার করা প্রয়োজন। এ জন্য চিকিৎসা বাবদ ২০ লাখ টাকা খরচ হবে।
কিন্তু এত টাকা জোগাড় করতে না পেরে আনাস স্থানীয় হোমিও চিকিৎসা করাচ্ছেন। মেরুদণ্ডের হাড় ট্রান্সফার, ঋণ থেকে মুক্তি, চিকিৎসা ব্যয়, ওষুধপত্র কেনা ও ভারত যাতায়াতসহ সব মিলিয়ে এখন ৩০ লাখ টাকা প্রয়োজন আনাসের।
আনাসকে সহায়তা করতে বিভিন্ন মাধ্যমে যে কেউ এগিয়ে আসতে পারবেন তাঁর চিকিৎসায়। আনাসকে সহযোগিতা করতে পারেন-হিসাব নম্বর (মো. আনাস ফারুক) ০২০০০১৬৩৫৩৩২৬, অগ্রণী ব্যাংক লিমিটেড, মালদহ পট্টি শাখা, দিনাজপুর। বিকাশ (পার্সোনাল) ০১৭৮৩-২০০২৮৫ এবং রকেট (পার্সোনাল) ০১৭৮৩-২০০২৮৫৫।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস ফারুক। এক বছরের বেশি সময় ধরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নামক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন।
কৃষক বাবার দিনাজপুরের স্বপ্নবাজ ছেলে আনাস। শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করে পরিবারের হাল ধরার এক বুক আশা নিয়ে আছেন আনাস। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে বাবাও হাফ ছেড়েছিলেন। কিন্তু সব স্বপ্নই তাঁর ফিকে হতে যাচ্ছে।
আনাসের শরীরে রক্তশূন্যতা দেখা দেওয়ায় এ পর্যন্ত ৩৯ ব্যাগ রক্ত (এ পজিটিভ) তাঁর শরীরে দেওয়া হয়েছে। এ দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে তার উন্নত চিকিৎসায় ৩০ লাখ টাকা প্রয়োজন।
আনাস জানান, করোনার শুরুতে তাঁর শরীরে এ রোগ ধরা পড়ে। শরীরে নিয়মিত রক্ত না দিলে মাথা ঘোরা, দুর্বল ভাব, ঠোঁট, জিহ্বা, চোখের মণি এবং কণ্ঠনালীতে রক্ত জমাট বাঁধে। আবার রক্ত দিলেও কিছুদিনের মধ্যে তা ড্যামেজ হয়ে যায়।
চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসক বলেছেন, আনাসের মেরুদণ্ডের হাড় ট্রান্সফার করা প্রয়োজন। এ জন্য চিকিৎসা বাবদ ২০ লাখ টাকা খরচ হবে।
কিন্তু এত টাকা জোগাড় করতে না পেরে আনাস স্থানীয় হোমিও চিকিৎসা করাচ্ছেন। মেরুদণ্ডের হাড় ট্রান্সফার, ঋণ থেকে মুক্তি, চিকিৎসা ব্যয়, ওষুধপত্র কেনা ও ভারত যাতায়াতসহ সব মিলিয়ে এখন ৩০ লাখ টাকা প্রয়োজন আনাসের।
আনাসকে সহায়তা করতে বিভিন্ন মাধ্যমে যে কেউ এগিয়ে আসতে পারবেন তাঁর চিকিৎসায়। আনাসকে সহযোগিতা করতে পারেন-হিসাব নম্বর (মো. আনাস ফারুক) ০২০০০১৬৩৫৩৩২৬, অগ্রণী ব্যাংক লিমিটেড, মালদহ পট্টি শাখা, দিনাজপুর। বিকাশ (পার্সোনাল) ০১৭৮৩-২০০২৮৫ এবং রকেট (পার্সোনাল) ০১৭৮৩-২০০২৮৫৫।
বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অফুরন্ত সম্ভাবনার কেন্দ্রে পরিণত হয়েছে হাঙ্গেরি। দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা গ্রহণের পাশাপাশি ক্যারিয়ার গঠনেরও সুযোগ পাচ্ছেন।
১ দিন আগেসংস্কৃতির গুরুত্বপূর্ণ আয়োজন হলো বিতর্ক। ক্রমেই এটি জনপ্রিয় হচ্ছে। সব প্রতিযোগিতায় জয়-পরাজয় রয়েছে। বিতর্কও এর ব্যতিক্রম নয়। একজন উঁচুমানের বিতার্কিকও পরাজয়ের সম্মুখীন হতে পারেন।
১ দিন আগেআমেরিকান ব্যবসায়ী এবং লেখক রবার্ট তোরু কিয়োসাকির লেখা ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইটি ১৯৯৭ সালে প্রথম প্রকাশিত হয়। বইটি প্রকাশ হওয়ার পর থেকে ব্যক্তিগত আর্থিক উন্নতির বইয়ের ক্যাটাগরিতে বিশ্বের সর্বাধিক বিক্রীত হিসেবে স্বীকৃত।
১ দিন আগেরাশেদ হোসেন রনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। ক্রিকেটার হওয়ার স্বপ্ন বদলে একসময় বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বোনা শুরু করেন তিনি। নানা চড়াই-উতরাই পেরিয়ে রনি সফলও হয়েছেন।
১ দিন আগে