শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষাব্যবস্থার শুধু রূপান্তর নয়, পরিবর্তন ঘটাতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে এই সোনার বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে তৈরি করতে নীলনকশা করেছে ওরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা শুরু হয়।’
আজ রোববার বিকেলে গাজীপুর শ্রীপুরে উপজেলার পিয়ার আলী কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। খেলাধুলার মধ্যে সততার চর্চা হয়, খেলার মাঠে হারজিত মেনে নেওয়ার মনমানসিকতা তৈরি হয় খেলার মাঠে থেকে। আড়াই হাজার বছর আগেও আমাদের পূর্বপুরুষেরা সভ্য জীবন যাপন করত, তবে আমরা তাদের উত্তরসূরি হয়ে কেন পারব না। স্মার্ট বাংলাদেশ ও গণতন্ত্রের অগ্রযাত্রার মহান সারথি আজকের প্রজন্মের শিক্ষার্থীরা।’
দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, আসনের তুলনায় বেশি শিক্ষার্থী ভর্তি করি। এরপর আমরা সঠিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করতে পারি না। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। আমরা একটি বীরের জাতি, আমাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে, আমাদের পক্ষে সম্ভব বিশ্বের বুকে আধুনিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে। নতুন শিক্ষা কার্যক্রমের জন্য ২৬ বই নতুন করে তৈরি করা সামান্য কথা নয়।’
পাঠ্যবই বিষয়ে মন্ত্রী বলেন, ‘একটি পক্ষ পাঠ্যবই নিয়ে তুলকালাম কাণ্ড করছে, শেখ হাসিনার সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে না পেরে পাঠ্যবই নিয়ে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। নতুন শিক্ষানীতি নিয়ে চারদিকে মিথ্যা ছড়ানো হচ্ছে।’ যারা এ ধরনের আগ্রাসন চালাচ্ছে, তাদের সাবধান হতে বলেন মন্ত্রী।
পিয়ার আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, পিয়ার আলী কলেজের অধ্যক্ষ আবুল খায়ের।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ, শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাছির মোড়লসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষাব্যবস্থার শুধু রূপান্তর নয়, পরিবর্তন ঘটাতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে এই সোনার বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে তৈরি করতে নীলনকশা করেছে ওরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা শুরু হয়।’
আজ রোববার বিকেলে গাজীপুর শ্রীপুরে উপজেলার পিয়ার আলী কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। খেলাধুলার মধ্যে সততার চর্চা হয়, খেলার মাঠে হারজিত মেনে নেওয়ার মনমানসিকতা তৈরি হয় খেলার মাঠে থেকে। আড়াই হাজার বছর আগেও আমাদের পূর্বপুরুষেরা সভ্য জীবন যাপন করত, তবে আমরা তাদের উত্তরসূরি হয়ে কেন পারব না। স্মার্ট বাংলাদেশ ও গণতন্ত্রের অগ্রযাত্রার মহান সারথি আজকের প্রজন্মের শিক্ষার্থীরা।’
দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, আসনের তুলনায় বেশি শিক্ষার্থী ভর্তি করি। এরপর আমরা সঠিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করতে পারি না। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। আমরা একটি বীরের জাতি, আমাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে, আমাদের পক্ষে সম্ভব বিশ্বের বুকে আধুনিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে। নতুন শিক্ষা কার্যক্রমের জন্য ২৬ বই নতুন করে তৈরি করা সামান্য কথা নয়।’
পাঠ্যবই বিষয়ে মন্ত্রী বলেন, ‘একটি পক্ষ পাঠ্যবই নিয়ে তুলকালাম কাণ্ড করছে, শেখ হাসিনার সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে না পেরে পাঠ্যবই নিয়ে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। নতুন শিক্ষানীতি নিয়ে চারদিকে মিথ্যা ছড়ানো হচ্ছে।’ যারা এ ধরনের আগ্রাসন চালাচ্ছে, তাদের সাবধান হতে বলেন মন্ত্রী।
পিয়ার আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, পিয়ার আলী কলেজের অধ্যক্ষ আবুল খায়ের।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ, শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাছির মোড়লসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবেন
৫ ঘণ্টা আগে২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
৬ ঘণ্টা আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
৬ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
১২ ঘণ্টা আগে