নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল প্রস্তাবের প্রতিবাদে আন্দোলনে নামার হুমকির পর আট সদস্যবিশিষ্ট পর্যালোচনা কমিটি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিটির আহ্বায়ক ইউজিসির সদস্য ড. বিশ্বজিৎ চন্দ।
আজ সোমবার ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আর্থিক বিষয়ে সৃষ্ট জটিলতা নিরসন এবং আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে ইউজিসি কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ‘অভিন্ন আর্থিক ও হিসাব ম্যানুয়াল’ প্রস্তুত করা হয়। যা কমিশনের ১৬৪তম সভায় বাস্তবায়নের জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। নীতিমালাটি পর্যালোচনা করে মতামত বা সুপারিশ পেশ করার জন্য কমিটি গঠন করা হলো।
ইউজিসি থেকে জানা যায়, কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া।
পর্যালোচনা কমিটি করার ফলে আগামী ১ জুলাই থেকে এ নীতিমালার বাস্তবায়ন শুরু হচ্ছে না। এ নিয়ে ২৫ জুন ‘আন্দোলনের হুমকিতে পিছু হটল ইউজিসি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
এর আগে ২২ জুন বিশ্ববিদ্যালয়ের আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বিবৃতিতে আগামী ৯ জুলাইয়ের মধ্যে এটি বাতিল করা না হলে সব বিশ্ববিদ্যালয়ে একযোগে আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়।
বিবৃতিতে প্রস্তাবিত নীতিমালাকে ‘দ্বাদশ জাতীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে সরকার ও শিক্ষকদের পরস্পর বিপরীতমুখী অবস্থানে দাঁড় করানোর অপতৎপরতা’ হিসেবে অভিহিত করা হয়।
এর আগে গত ১৯ মে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ জানিয়েছিলেন, অভিন্ন আর্থিক নীতিমালা এবং হিসাব ম্যানুয়াল আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে। তিনি বলেছিলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত ও অনিয়ম, ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করতে অভিন্ন আর্থিক নীতিমালা এবং হিসাব ম্যানুয়াল প্রণয়ন করা হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে।’
জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়ম ঠেকাতে নীতিমালা করতে ইউজিসি ২০১৯ সালে কমিটি করে। সম্প্রতি নীতিমালাটি অনুমোদন দেওয়া হয়। নীতিমালায় মূলত জাতীয় পে-স্কেলের আওতাধীন ব্যয় বাদে সম্মানী, ভাতা ও পারিতোষিকের হার প্রস্তাব করা হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল প্রস্তাবের প্রতিবাদে আন্দোলনে নামার হুমকির পর আট সদস্যবিশিষ্ট পর্যালোচনা কমিটি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিটির আহ্বায়ক ইউজিসির সদস্য ড. বিশ্বজিৎ চন্দ।
আজ সোমবার ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আর্থিক বিষয়ে সৃষ্ট জটিলতা নিরসন এবং আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে ইউজিসি কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ‘অভিন্ন আর্থিক ও হিসাব ম্যানুয়াল’ প্রস্তুত করা হয়। যা কমিশনের ১৬৪তম সভায় বাস্তবায়নের জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। নীতিমালাটি পর্যালোচনা করে মতামত বা সুপারিশ পেশ করার জন্য কমিটি গঠন করা হলো।
ইউজিসি থেকে জানা যায়, কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া।
পর্যালোচনা কমিটি করার ফলে আগামী ১ জুলাই থেকে এ নীতিমালার বাস্তবায়ন শুরু হচ্ছে না। এ নিয়ে ২৫ জুন ‘আন্দোলনের হুমকিতে পিছু হটল ইউজিসি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
এর আগে ২২ জুন বিশ্ববিদ্যালয়ের আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বিবৃতিতে আগামী ৯ জুলাইয়ের মধ্যে এটি বাতিল করা না হলে সব বিশ্ববিদ্যালয়ে একযোগে আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়।
বিবৃতিতে প্রস্তাবিত নীতিমালাকে ‘দ্বাদশ জাতীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে সরকার ও শিক্ষকদের পরস্পর বিপরীতমুখী অবস্থানে দাঁড় করানোর অপতৎপরতা’ হিসেবে অভিহিত করা হয়।
এর আগে গত ১৯ মে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ জানিয়েছিলেন, অভিন্ন আর্থিক নীতিমালা এবং হিসাব ম্যানুয়াল আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে। তিনি বলেছিলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত ও অনিয়ম, ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করতে অভিন্ন আর্থিক নীতিমালা এবং হিসাব ম্যানুয়াল প্রণয়ন করা হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে।’
জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়ম ঠেকাতে নীতিমালা করতে ইউজিসি ২০১৯ সালে কমিটি করে। সম্প্রতি নীতিমালাটি অনুমোদন দেওয়া হয়। নীতিমালায় মূলত জাতীয় পে-স্কেলের আওতাধীন ব্যয় বাদে সম্মানী, ভাতা ও পারিতোষিকের হার প্রস্তাব করা হয়েছে।
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
৯ মিনিট আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
২৮ মিনিট আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
২০ ঘণ্টা আগে