রবিউল আলম, ঢাকা
স্কুল-কলেজের পর এবার খুলছে বিশ্ববিদ্যালয়। করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ সরকারি আট বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহের মধ্যে খুলছে। পাশাপাশি দুই শর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বন্ধের সময় হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া অধিকাংশ বিশ্ববিদ্যালয় অনলাইন বা সশরীরে চূড়ান্ত পরীক্ষা নেয়নি। ফলে দেড় থেকে আড়াই বছরের সেশনজটে পড়েছেন শিক্ষার্থীরা। যেসব শিক্ষার্থী আগে থেকে জটে ছিলেন, তাঁদের অবস্থা আরও খারাপ।
টিকার নিবন্ধন শেষে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে—শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পর বিশ্ববিদ্যালয়গুলো নড়েচড়ে বসেছে।
গতকালের মধ্যে সব শিক্ষার্থীকে পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকার জন্য ইউজিসির ওয়েবলিংকে নিবন্ধন করতে বলা হয়েছে। উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী টিকা নিয়েছেন, এমন বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে ক্যাম্পাস ও আবাসিক হল খোলার দিনক্ষণ ঠিক করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
দেড় বছর বন্ধ থাকার পর গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খুলেছে। অন্তত এক ডোজ করোনার টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে গ্রন্থাগারে ঢুকতে পেরেছেন শিক্ষার্থীরা। আগামী ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলছে। খোলার পর প্রথম দিনে শুধু স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবাসিক হলে থাকতে পারবেন। ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিভিন্ন বর্ষের পরীক্ষা ও অনলাইন ক্লাস চলমান আছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৬ সেপ্টেম্বর সিন্ডিকেট সভা শেষে জানানো হয়, সব শিক্ষার্থী প্রথম ডোজের টিকা নিলে আগামী ১৭ অক্টোবরে এই বিশ্ববিদ্যালয়ের হল খোলা হবে। চলবে শাটল ট্রেন। গত ১৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের স্থগিত পরীক্ষা সশরীরে নেওয়া হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে ২৯ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিল ও ২ অক্টোবর সিন্ডিকেট সভা ডেকেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখনো কোনো সিদ্ধান্ত না এলেও ১৫ অক্টোবরের আগে বিশ্ববিদ্যালয় খুলছে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্র জানা গেছে। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আগামী ৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। খোলার পর আপাতত বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শেষ হলে ক্লাসসহ অন্যান্য বিষয় পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয় খোলার সব প্রস্তুতি আছে বলে জানান ট্রেজারার অধ্যাপক মো. কামালউদ্দিন আহমদ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
আগামী ১ অক্টোবর থেকে খুলতে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। ওই দিন থেকে স্থগিত করা হবে অনলাইনে ক্লাস-পরীক্ষা। পরবর্তী সময়ে সশরীরে পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩০ সেপ্টেম্বর থেকে আবাসিক হল খুলে দেওয়া হবে। সেদিন সপ্তম সেমিস্টার এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীরা ১৭ অক্টোবর এবং প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা ১ নভেম্বর হলে উঠবেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ২৪ সেপ্টেম্বর খুলেছে। শুধু স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠেছেন। এদের চূড়ান্ত বর্ষের (লেভেল-৪) পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা আগামী ৩ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন। তাঁদের সেমিস্টার ফাইনাল শুরু হবে ১৭ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ে ১৩টি আবাসিক হলের প্রায় ৬ হাজার শিক্ষার্থীর মধ্যে দুই হাজারের বেশি হলে ওঠার সুযোগ পেয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়
আগামী ৪ অক্টোবর থেকে এই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও লাইব্রেরি খোলার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ৩৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অক্টোবরের তৃতীয় সপ্তাহে ক্লাস শুরু হবে। যেসব শিক্ষার্থী কমপক্ষে প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাঁরাই হলে উঠতে পারবেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কমপক্ষে এক ডোজ করোনার টিকা নেওয়া বা টিকার নিবন্ধনসংক্রান্ত দুটি শর্ত পূরণ সাপেক্ষে সশরীরে শ্রেণিকক্ষে কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শর্ত দুটি মেনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে নিজস্ব ব্যবস্থাপনায় সশরীরে ক্লাস, পরীক্ষা ইত্যাদিসহ শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারবে।
বিশ্ববিদ্যালয় খোলার সব প্রস্তুতি সম্পন্ন কি না—এমন প্রশ্নের জবাবে ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌস জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আগেই বিশ্ববিদ্যালয়গুলোকে পরীক্ষা নিতে বলেছি। অনেকে অনলাইনে আবার অনেকে সশরীরে পরীক্ষা নিচ্ছে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলো আগে থেকেই খোলার জন্য প্রস্তুত আছে।’
স্কুল-কলেজের পর এবার খুলছে বিশ্ববিদ্যালয়। করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ সরকারি আট বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহের মধ্যে খুলছে। পাশাপাশি দুই শর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বন্ধের সময় হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া অধিকাংশ বিশ্ববিদ্যালয় অনলাইন বা সশরীরে চূড়ান্ত পরীক্ষা নেয়নি। ফলে দেড় থেকে আড়াই বছরের সেশনজটে পড়েছেন শিক্ষার্থীরা। যেসব শিক্ষার্থী আগে থেকে জটে ছিলেন, তাঁদের অবস্থা আরও খারাপ।
টিকার নিবন্ধন শেষে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে—শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পর বিশ্ববিদ্যালয়গুলো নড়েচড়ে বসেছে।
গতকালের মধ্যে সব শিক্ষার্থীকে পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকার জন্য ইউজিসির ওয়েবলিংকে নিবন্ধন করতে বলা হয়েছে। উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী টিকা নিয়েছেন, এমন বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে ক্যাম্পাস ও আবাসিক হল খোলার দিনক্ষণ ঠিক করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
দেড় বছর বন্ধ থাকার পর গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খুলেছে। অন্তত এক ডোজ করোনার টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে গ্রন্থাগারে ঢুকতে পেরেছেন শিক্ষার্থীরা। আগামী ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলছে। খোলার পর প্রথম দিনে শুধু স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবাসিক হলে থাকতে পারবেন। ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিভিন্ন বর্ষের পরীক্ষা ও অনলাইন ক্লাস চলমান আছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৬ সেপ্টেম্বর সিন্ডিকেট সভা শেষে জানানো হয়, সব শিক্ষার্থী প্রথম ডোজের টিকা নিলে আগামী ১৭ অক্টোবরে এই বিশ্ববিদ্যালয়ের হল খোলা হবে। চলবে শাটল ট্রেন। গত ১৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের স্থগিত পরীক্ষা সশরীরে নেওয়া হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে ২৯ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিল ও ২ অক্টোবর সিন্ডিকেট সভা ডেকেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখনো কোনো সিদ্ধান্ত না এলেও ১৫ অক্টোবরের আগে বিশ্ববিদ্যালয় খুলছে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্র জানা গেছে। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আগামী ৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। খোলার পর আপাতত বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শেষ হলে ক্লাসসহ অন্যান্য বিষয় পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয় খোলার সব প্রস্তুতি আছে বলে জানান ট্রেজারার অধ্যাপক মো. কামালউদ্দিন আহমদ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
আগামী ১ অক্টোবর থেকে খুলতে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। ওই দিন থেকে স্থগিত করা হবে অনলাইনে ক্লাস-পরীক্ষা। পরবর্তী সময়ে সশরীরে পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩০ সেপ্টেম্বর থেকে আবাসিক হল খুলে দেওয়া হবে। সেদিন সপ্তম সেমিস্টার এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীরা ১৭ অক্টোবর এবং প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা ১ নভেম্বর হলে উঠবেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ২৪ সেপ্টেম্বর খুলেছে। শুধু স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠেছেন। এদের চূড়ান্ত বর্ষের (লেভেল-৪) পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা আগামী ৩ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন। তাঁদের সেমিস্টার ফাইনাল শুরু হবে ১৭ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ে ১৩টি আবাসিক হলের প্রায় ৬ হাজার শিক্ষার্থীর মধ্যে দুই হাজারের বেশি হলে ওঠার সুযোগ পেয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়
আগামী ৪ অক্টোবর থেকে এই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও লাইব্রেরি খোলার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ৩৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অক্টোবরের তৃতীয় সপ্তাহে ক্লাস শুরু হবে। যেসব শিক্ষার্থী কমপক্ষে প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাঁরাই হলে উঠতে পারবেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কমপক্ষে এক ডোজ করোনার টিকা নেওয়া বা টিকার নিবন্ধনসংক্রান্ত দুটি শর্ত পূরণ সাপেক্ষে সশরীরে শ্রেণিকক্ষে কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শর্ত দুটি মেনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে নিজস্ব ব্যবস্থাপনায় সশরীরে ক্লাস, পরীক্ষা ইত্যাদিসহ শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারবে।
বিশ্ববিদ্যালয় খোলার সব প্রস্তুতি সম্পন্ন কি না—এমন প্রশ্নের জবাবে ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌস জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আগেই বিশ্ববিদ্যালয়গুলোকে পরীক্ষা নিতে বলেছি। অনেকে অনলাইনে আবার অনেকে সশরীরে পরীক্ষা নিচ্ছে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলো আগে থেকেই খোলার জন্য প্রস্তুত আছে।’
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবেন
৫ ঘণ্টা আগে২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
৬ ঘণ্টা আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
৬ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
১২ ঘণ্টা আগে