নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পূর্ব নির্ধারিত সময়ে খোলা সম্ভব হচ্ছে না। ফলে নেওয়া যাবে না পরীক্ষা। তবে এতদিন নিষেধাজ্ঞা থাকার পর এবার অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আজ বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।
অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে সুপারিশ দিতে তাকে আহ্বায়ক করে একটি কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়। এক মাসেরও বেশি সময় নিয়ে বিভিন্ন দেশের অনলাইন পরীক্ষা সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করে এ বিষয়ে রূপরেখা তৈরি করেছে ১৫ সদস্যের এ কমিটি। বৈঠকে উপাচার্যরা রূপরেখার আলোকে পরীক্ষা নিতে একমত হন।
অনলাইনে একজন শিক্ষার্থীকে চারভাবে মূল্যায়নের পরামর্শ দিয়েছে ইউজিসি। এগুলো হলো- ক্রিয়েটিভ অ্যাসাইনমেন্ট, ক্রিয়েটিভ ক্লাস টেস্ট, সময় কম দিয়ে ক্লাস টেস্ট এবং ভাইবা।
ইউজিসির রূপরেখাকে অনুসরণ করে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের মত করে একটি মডেল তৈরি করতে হবে। কোনো শিক্ষার্থী পরীক্ষায় নকল করছে কিনা তা সহজেই ধরা যাবে। কারণ পরীক্ষার সময় ভিডিও-অডিও অন থাকবে। প্রশ্ন হবে বিষয়ভিত্তিক কিন্তু সংক্ষিপ্ত। মৌখিক পরীক্ষায় সব শিক্ষার্থীকে আলাদা আলাদা প্রশ্ন করতে হবে।
অধ্যাপক ড. দিল আফরোজা জানান, কোনো শিক্ষার্থী যদি মনে করে কোনো পরীক্ষায় সে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সে পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে অভিযোগ করতে পারবেন। পরীক্ষার ভিডিও দেখে অভিযোগ নিষ্পত্তি করতে হবে। ইন্টারনেট সংক্রান্ত জটিলতায় পড়লেও যাচাই করে সমাধান দেওয়া হবে।
কেউ যদি মানোন্নয়ন পরীক্ষা দিতে চায় সেই সুযোগও রাখা হয়েছে। সব বিশ্ববিদ্যালয়কে একটি করে অভিযোগ কমিটি করতে হবে। সেখানে শিক্ষার্থীরা অভিযোগ করতে পারবে।
অনলাইনে পরীক্ষা দেওয়ার এখন শিক্ষার্থীদের অসুবিধা হবে না বলে মনে করেন দিল আফরোজা। তিনি বলেন, মোবাইল ফোন অপারেটরগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কম দামে ইন্টারনেটের ব্যবস্থা করেছে। যেসব শিক্ষার্থীর স্মার্ট ডিভাইস নেই তাদের তা কিনতে আট হাজার টাকা করে লোন দেওয়া হয়েছে।
ঢাকা: করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পূর্ব নির্ধারিত সময়ে খোলা সম্ভব হচ্ছে না। ফলে নেওয়া যাবে না পরীক্ষা। তবে এতদিন নিষেধাজ্ঞা থাকার পর এবার অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আজ বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।
অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে সুপারিশ দিতে তাকে আহ্বায়ক করে একটি কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়। এক মাসেরও বেশি সময় নিয়ে বিভিন্ন দেশের অনলাইন পরীক্ষা সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করে এ বিষয়ে রূপরেখা তৈরি করেছে ১৫ সদস্যের এ কমিটি। বৈঠকে উপাচার্যরা রূপরেখার আলোকে পরীক্ষা নিতে একমত হন।
অনলাইনে একজন শিক্ষার্থীকে চারভাবে মূল্যায়নের পরামর্শ দিয়েছে ইউজিসি। এগুলো হলো- ক্রিয়েটিভ অ্যাসাইনমেন্ট, ক্রিয়েটিভ ক্লাস টেস্ট, সময় কম দিয়ে ক্লাস টেস্ট এবং ভাইবা।
ইউজিসির রূপরেখাকে অনুসরণ করে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের মত করে একটি মডেল তৈরি করতে হবে। কোনো শিক্ষার্থী পরীক্ষায় নকল করছে কিনা তা সহজেই ধরা যাবে। কারণ পরীক্ষার সময় ভিডিও-অডিও অন থাকবে। প্রশ্ন হবে বিষয়ভিত্তিক কিন্তু সংক্ষিপ্ত। মৌখিক পরীক্ষায় সব শিক্ষার্থীকে আলাদা আলাদা প্রশ্ন করতে হবে।
অধ্যাপক ড. দিল আফরোজা জানান, কোনো শিক্ষার্থী যদি মনে করে কোনো পরীক্ষায় সে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সে পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে অভিযোগ করতে পারবেন। পরীক্ষার ভিডিও দেখে অভিযোগ নিষ্পত্তি করতে হবে। ইন্টারনেট সংক্রান্ত জটিলতায় পড়লেও যাচাই করে সমাধান দেওয়া হবে।
কেউ যদি মানোন্নয়ন পরীক্ষা দিতে চায় সেই সুযোগও রাখা হয়েছে। সব বিশ্ববিদ্যালয়কে একটি করে অভিযোগ কমিটি করতে হবে। সেখানে শিক্ষার্থীরা অভিযোগ করতে পারবে।
অনলাইনে পরীক্ষা দেওয়ার এখন শিক্ষার্থীদের অসুবিধা হবে না বলে মনে করেন দিল আফরোজা। তিনি বলেন, মোবাইল ফোন অপারেটরগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কম দামে ইন্টারনেটের ব্যবস্থা করেছে। যেসব শিক্ষার্থীর স্মার্ট ডিভাইস নেই তাদের তা কিনতে আট হাজার টাকা করে লোন দেওয়া হয়েছে।
বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অফুরন্ত সম্ভাবনার কেন্দ্রে পরিণত হয়েছে হাঙ্গেরি। দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা গ্রহণের পাশাপাশি ক্যারিয়ার গঠনেরও সুযোগ পাচ্ছেন।
৭ ঘণ্টা আগেসংস্কৃতির গুরুত্বপূর্ণ আয়োজন হলো বিতর্ক। ক্রমেই এটি জনপ্রিয় হচ্ছে। সব প্রতিযোগিতায় জয়-পরাজয় রয়েছে। বিতর্কও এর ব্যতিক্রম নয়। একজন উঁচুমানের বিতার্কিকও পরাজয়ের সম্মুখীন হতে পারেন।
৭ ঘণ্টা আগেআমেরিকান ব্যবসায়ী এবং লেখক রবার্ট তোরু কিয়োসাকির লেখা ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইটি ১৯৯৭ সালে প্রথম প্রকাশিত হয়। বইটি প্রকাশ হওয়ার পর থেকে ব্যক্তিগত আর্থিক উন্নতির বইয়ের ক্যাটাগরিতে বিশ্বের সর্বাধিক বিক্রীত হিসেবে স্বীকৃত।
৭ ঘণ্টা আগেরাশেদ হোসেন রনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। ক্রিকেটার হওয়ার স্বপ্ন বদলে একসময় বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বোনা শুরু করেন তিনি। নানা চড়াই-উতরাই পেরিয়ে রনি সফলও হয়েছেন।
৭ ঘণ্টা আগে