নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর আমাদের চেষ্টা থাকবে এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে এপ্রিলে নিয়ে আসা। আর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে নিয়ে আসার চেষ্টা করব।
তিন শিক্ষা বোর্ডে ১০ দিন দেরিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও একসঙ্গে রেজাল্ট হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন বোর্ডে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে ঠিকই, কিন্তু আমরা চেষ্টা করব ৬০ দিনের মধ্যে একসঙ্গে রেজাল্ট প্রকাশ করতে।
দেশে ডেঙ্গু বাড়লে ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রে বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, ‘সব পরীক্ষাকেন্দ্রেই ডেঙ্গু আক্রান্ত অসুস্থ পরীক্ষার্থীর জন্য চিকিৎসাসহ বিশেষ ব্যবস্থা রয়েছে।’
এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে রাস্তায় তীব্র জ্যামের কারণে পরীক্ষার্থীদের আসতে ভোগান্তি প্রসঙ্গে দীপু মনি বলেন, সময়টা সমন্বয় করলে ভালো হতো। কিন্তু এইচএসসিতে দুই বেলা পরীক্ষা থাকলে পরীক্ষার সময় পরিবর্তনে ঝামেলা হয়ে যায়।
বিভিন্ন কেন্দ্রে অব্যবস্থাপনা ও কেন্দ্রের সামনে সিট প্ল্যান না থাকা প্রসঙ্গে দীপু মনি বলেন, দেখে থাকি কেন্দ্রের গেটেই অভিভাবকেরা ভিড় জমান, তারা পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে একটু দূরে থাকলে এ সমস্যা হতো না। দেখা যায়, একটু পরে যেসব শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে আসে, তাদের কেন্দ্রে প্রবেশ করতে খুব কষ্ট হয়। আমি অভিভাবকদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা সন্তানকে কেন্দ্রে নামিয়ে একটু দূরে চলে যান।
এবার প্রশ্ন ফাঁসের ঝুঁকি নেই দাবি করে মন্ত্রী বলেন, প্রতিবছর প্রশ্ন ফাঁসকারীরা অভিনব কায়দা বের করে। আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হয়। প্রতিবার যা যা ঘটে, আমরা কিন্তু তা ভুলে যাই না। সেই সবের জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা আমরা করি। আশা করি এবার নতুন কিছু ঘটবে না। নতুন-পুরোনো কোনো সমস্যা এবার থাকবে না—এর জন্য সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরও আমাদের চোখ-কান খুলে রাখতে হবে। সব কেন্দ্রে সবাইকে সতর্ক থাকতে হবে। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। গত পাঁচ বছরে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি, তার পরও একটি মহল সব সময় গুজব ছড়িয়ে আসছে। এখন সেই গুজব কমেছে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষাসচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমদ, আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারসহ শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।
আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর আমাদের চেষ্টা থাকবে এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে এপ্রিলে নিয়ে আসা। আর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে নিয়ে আসার চেষ্টা করব।
তিন শিক্ষা বোর্ডে ১০ দিন দেরিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও একসঙ্গে রেজাল্ট হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন বোর্ডে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে ঠিকই, কিন্তু আমরা চেষ্টা করব ৬০ দিনের মধ্যে একসঙ্গে রেজাল্ট প্রকাশ করতে।
দেশে ডেঙ্গু বাড়লে ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রে বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, ‘সব পরীক্ষাকেন্দ্রেই ডেঙ্গু আক্রান্ত অসুস্থ পরীক্ষার্থীর জন্য চিকিৎসাসহ বিশেষ ব্যবস্থা রয়েছে।’
এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে রাস্তায় তীব্র জ্যামের কারণে পরীক্ষার্থীদের আসতে ভোগান্তি প্রসঙ্গে দীপু মনি বলেন, সময়টা সমন্বয় করলে ভালো হতো। কিন্তু এইচএসসিতে দুই বেলা পরীক্ষা থাকলে পরীক্ষার সময় পরিবর্তনে ঝামেলা হয়ে যায়।
বিভিন্ন কেন্দ্রে অব্যবস্থাপনা ও কেন্দ্রের সামনে সিট প্ল্যান না থাকা প্রসঙ্গে দীপু মনি বলেন, দেখে থাকি কেন্দ্রের গেটেই অভিভাবকেরা ভিড় জমান, তারা পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে একটু দূরে থাকলে এ সমস্যা হতো না। দেখা যায়, একটু পরে যেসব শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে আসে, তাদের কেন্দ্রে প্রবেশ করতে খুব কষ্ট হয়। আমি অভিভাবকদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা সন্তানকে কেন্দ্রে নামিয়ে একটু দূরে চলে যান।
এবার প্রশ্ন ফাঁসের ঝুঁকি নেই দাবি করে মন্ত্রী বলেন, প্রতিবছর প্রশ্ন ফাঁসকারীরা অভিনব কায়দা বের করে। আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হয়। প্রতিবার যা যা ঘটে, আমরা কিন্তু তা ভুলে যাই না। সেই সবের জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা আমরা করি। আশা করি এবার নতুন কিছু ঘটবে না। নতুন-পুরোনো কোনো সমস্যা এবার থাকবে না—এর জন্য সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরও আমাদের চোখ-কান খুলে রাখতে হবে। সব কেন্দ্রে সবাইকে সতর্ক থাকতে হবে। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। গত পাঁচ বছরে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি, তার পরও একটি মহল সব সময় গুজব ছড়িয়ে আসছে। এখন সেই গুজব কমেছে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষাসচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমদ, আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারসহ শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
২৬ মিনিট আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
১ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
২০ ঘণ্টা আগে