প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশনে গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি ২০ লাখ টাকা। নিয়ম অনুযায়ী কোন শিক্ষক গবেষণা করতে চাইলে গবেষণা প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে জমা দিয়ে গবেষণা ভাতা পেতে পারেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নিয়মকে পাশ কাটিয়ে প্রতি মাসে শিক্ষকদের বেতন বিলের সঙ্গে তিন হাজার টাকা করে গবেষণা ভাতা প্রদান করে আসছে। যার পরিমাণ বছরে ৩ কোটি ২২ লাখ টাকা।
সম্প্রতি ইউজিসি এক প্রতিবেদনে এই ভাতা প্রদানকে বিধিবহির্ভূত ও সরকারের আর্থিক ক্ষতি বলে জানিয়েছে। পাশাপাশি বেতন স্কেল ২০১৫ এর বর্ণিত ভাতার বাহির প্রদত্ত সকল প্রকার ভাতা প্রদান বন্ধ করে অতিরিক্ত প্রদত্ত অর্থ সুবিধাভোগীদের থেকে আদায় করার জন্য অনুরোধ করেছে সংস্থাটি।
শুধু গবেষণাই নয়, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. শাহ আলম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে ১১টি খাতে আর্থিক অনিয়ম পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। যার আর্থিক পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা (১২ কোটি ৯০ লাখ ১৫ হাজার)। সম্প্রতি ওই প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক জ্যেষ্ঠ শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেটে গবেষণা খাতের জন্য বিশাল অঙ্কের টাকা বরাদ্দ আছে। কোন শিক্ষক চাইলেই গবেষণার জন্য কয়েক লাখ টাকাও পেতে পারেন। এর বাইরে প্রতি মাসে অতিরিক্ত টাকা প্রদান করা সম্পূর্ণ অনৈতিক। এটা মূলত শিক্ষকদের খুশি রাখার জন্য প্রদান করা হয়। এই টাকা দিয়ে তেমন কেউ গবেষণা করেন না। পাশাপাশি বাকি অনিয়মগুলোও বিশ্ববিদ্যালয়ের উচিত বন্ধ করে দেওয়া।
যেসব খাতে অনিয়ম পেয়েছে ইউজিসি-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সিটি করপোরেশনের বাইরে হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের সিটি করপোরেশনের রেটে বাড়ি ভাড়া প্রদান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি ২ কোটি ৯০ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বসবাসরত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের পূর্ণ বাড়ি ভাড়া প্রদান করা হয়। এটিকে অনিয়ম বলেছে ইউজিসি। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি ১ কোটি ৫৫ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিধিবহির্ভূতভাবে সেশন বেনিফিট প্রদান করা হয়। এতে আর্থিক ক্ষতি ২ কোটি টাকা।
যেসব শিক্ষকের এমফিল ও পিএইচডি ডিগ্রি রয়েছে তাঁদের ইনক্রিমেন্টসহ বেতন নির্ধারণ করা হয়েছে। এতে আর্থিক ক্ষতি ১ কোটি টাকা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, ডিন, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, আবাসিক শিক্ষক, মেডিকেল সেন্টারের ডাক্তার ও অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাগণকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের স্ব স্ব মূল বেতনের ৬-১৫ শতাংশ পর্যন্ত মাসিক অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রদান করা হয়। এতেও বিশ্ববিদ্যালয়ের ১ কোটি টাকা ক্ষতি।
এ ছাড়া উপাচার্যের বাংলো থাকা সত্ত্বেও বাড়ি ভাড়া গ্রহণ, শিক্ষকদের বই ভাতা প্রদান, সিটি করপোরেশন এলাকার হারে কর্মচারীদের যাতায়াত ভাতা প্রদান ও উপ-রেজিস্ট্রার বা সমমানের কর্মকর্তাদের ব্যক্তিগত বেতন স্কেল হিসেবে ৩য় গ্রেডে বেতন প্রদানও অনিয়ম হিসেবে চিহ্নিত করেছে ইউজিসি।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক গবেষণার জন্য অনুদান নিতে হলে প্রথমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে গবেষণা প্রস্তাবনা জমা দিতে হয়। পরে প্রস্তাবনা রিভিউ করার জন্য বিশেষজ্ঞদের নিকট পাঠানো হয়। বিশেষজ্ঞরা যদি এটার সপক্ষে ইতিবাচক মতামত দেন তাহলে আমাদের এ সংক্রান্ত কমিটি মিটিং করে অনুমোদন দেয়। পাশাপাশি গবেষণা খাত থেকে টাকা বরাদ্দ দেওয়া হয়।
গবেষণার জন্য মাসিক যে তিন হাজার টাকা দেওয়া হয়, সে টাকায় শিক্ষকেরা গবেষণা করে কি’না তা মনিটরিং করেন কি’না জানতে চাইলে তিনি বলেন, ‘ওটার দায়িত্ব আমাদের না।’
বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরী বলেন, শিক্ষকদের প্রতি মাসে গবেষণার জন্য ৩ হাজার টাকা বেতনের সঙ্গে দেওয়া হয়। এ ছাড়া বছরে একবার বই কেনার জন্য টাকা দেওয়া হয়। তবে তিনি এর বাইরে অন্য বিষয়ে কিছু বলতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গবেষণা ভাতা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয়, সব বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে। বাড়ি ভাড়া যে ৪০ শতাংশ নেওয়া হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও নিচ্ছে। তাঁরাও আমাদের মতো শহর থেকে দূরে। তাঁরা আদালতের মাধ্যমে ৪০ শতাংশ করে ফেলছে। আমরাও এই প্রক্রিয়া আগাবো। বাকিগুলোর বিষয়েও আমরা ইউজিসিকে বলছি সেগুলো নৈতিকভাবে আমাদের প্রাপ্য।’
এ বিষয়ে জানতে চাইলে ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে, কিন্তু অর্থনৈতিক স্বায়ত্তশাসন দেওয়া হয়নি। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বারবার বলি অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো যেন সরকারি নিয়ম নীতি অনুযায়ী পরিচালিত হয়।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশনে গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি ২০ লাখ টাকা। নিয়ম অনুযায়ী কোন শিক্ষক গবেষণা করতে চাইলে গবেষণা প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে জমা দিয়ে গবেষণা ভাতা পেতে পারেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নিয়মকে পাশ কাটিয়ে প্রতি মাসে শিক্ষকদের বেতন বিলের সঙ্গে তিন হাজার টাকা করে গবেষণা ভাতা প্রদান করে আসছে। যার পরিমাণ বছরে ৩ কোটি ২২ লাখ টাকা।
সম্প্রতি ইউজিসি এক প্রতিবেদনে এই ভাতা প্রদানকে বিধিবহির্ভূত ও সরকারের আর্থিক ক্ষতি বলে জানিয়েছে। পাশাপাশি বেতন স্কেল ২০১৫ এর বর্ণিত ভাতার বাহির প্রদত্ত সকল প্রকার ভাতা প্রদান বন্ধ করে অতিরিক্ত প্রদত্ত অর্থ সুবিধাভোগীদের থেকে আদায় করার জন্য অনুরোধ করেছে সংস্থাটি।
শুধু গবেষণাই নয়, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. শাহ আলম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে ১১টি খাতে আর্থিক অনিয়ম পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। যার আর্থিক পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা (১২ কোটি ৯০ লাখ ১৫ হাজার)। সম্প্রতি ওই প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক জ্যেষ্ঠ শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেটে গবেষণা খাতের জন্য বিশাল অঙ্কের টাকা বরাদ্দ আছে। কোন শিক্ষক চাইলেই গবেষণার জন্য কয়েক লাখ টাকাও পেতে পারেন। এর বাইরে প্রতি মাসে অতিরিক্ত টাকা প্রদান করা সম্পূর্ণ অনৈতিক। এটা মূলত শিক্ষকদের খুশি রাখার জন্য প্রদান করা হয়। এই টাকা দিয়ে তেমন কেউ গবেষণা করেন না। পাশাপাশি বাকি অনিয়মগুলোও বিশ্ববিদ্যালয়ের উচিত বন্ধ করে দেওয়া।
যেসব খাতে অনিয়ম পেয়েছে ইউজিসি-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সিটি করপোরেশনের বাইরে হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের সিটি করপোরেশনের রেটে বাড়ি ভাড়া প্রদান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি ২ কোটি ৯০ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বসবাসরত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের পূর্ণ বাড়ি ভাড়া প্রদান করা হয়। এটিকে অনিয়ম বলেছে ইউজিসি। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি ১ কোটি ৫৫ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিধিবহির্ভূতভাবে সেশন বেনিফিট প্রদান করা হয়। এতে আর্থিক ক্ষতি ২ কোটি টাকা।
যেসব শিক্ষকের এমফিল ও পিএইচডি ডিগ্রি রয়েছে তাঁদের ইনক্রিমেন্টসহ বেতন নির্ধারণ করা হয়েছে। এতে আর্থিক ক্ষতি ১ কোটি টাকা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, ডিন, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, আবাসিক শিক্ষক, মেডিকেল সেন্টারের ডাক্তার ও অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাগণকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের স্ব স্ব মূল বেতনের ৬-১৫ শতাংশ পর্যন্ত মাসিক অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রদান করা হয়। এতেও বিশ্ববিদ্যালয়ের ১ কোটি টাকা ক্ষতি।
এ ছাড়া উপাচার্যের বাংলো থাকা সত্ত্বেও বাড়ি ভাড়া গ্রহণ, শিক্ষকদের বই ভাতা প্রদান, সিটি করপোরেশন এলাকার হারে কর্মচারীদের যাতায়াত ভাতা প্রদান ও উপ-রেজিস্ট্রার বা সমমানের কর্মকর্তাদের ব্যক্তিগত বেতন স্কেল হিসেবে ৩য় গ্রেডে বেতন প্রদানও অনিয়ম হিসেবে চিহ্নিত করেছে ইউজিসি।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক গবেষণার জন্য অনুদান নিতে হলে প্রথমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে গবেষণা প্রস্তাবনা জমা দিতে হয়। পরে প্রস্তাবনা রিভিউ করার জন্য বিশেষজ্ঞদের নিকট পাঠানো হয়। বিশেষজ্ঞরা যদি এটার সপক্ষে ইতিবাচক মতামত দেন তাহলে আমাদের এ সংক্রান্ত কমিটি মিটিং করে অনুমোদন দেয়। পাশাপাশি গবেষণা খাত থেকে টাকা বরাদ্দ দেওয়া হয়।
গবেষণার জন্য মাসিক যে তিন হাজার টাকা দেওয়া হয়, সে টাকায় শিক্ষকেরা গবেষণা করে কি’না তা মনিটরিং করেন কি’না জানতে চাইলে তিনি বলেন, ‘ওটার দায়িত্ব আমাদের না।’
বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরী বলেন, শিক্ষকদের প্রতি মাসে গবেষণার জন্য ৩ হাজার টাকা বেতনের সঙ্গে দেওয়া হয়। এ ছাড়া বছরে একবার বই কেনার জন্য টাকা দেওয়া হয়। তবে তিনি এর বাইরে অন্য বিষয়ে কিছু বলতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গবেষণা ভাতা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয়, সব বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে। বাড়ি ভাড়া যে ৪০ শতাংশ নেওয়া হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও নিচ্ছে। তাঁরাও আমাদের মতো শহর থেকে দূরে। তাঁরা আদালতের মাধ্যমে ৪০ শতাংশ করে ফেলছে। আমরাও এই প্রক্রিয়া আগাবো। বাকিগুলোর বিষয়েও আমরা ইউজিসিকে বলছি সেগুলো নৈতিকভাবে আমাদের প্রাপ্য।’
এ বিষয়ে জানতে চাইলে ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে, কিন্তু অর্থনৈতিক স্বায়ত্তশাসন দেওয়া হয়নি। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বারবার বলি অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো যেন সরকারি নিয়ম নীতি অনুযায়ী পরিচালিত হয়।’
যুক্তরাষ্ট্রের হাজারো বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় অন্যতম। দেশটির এ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৮ ঘণ্টা আগেপ্রযুক্তি প্রতিনিয়ত আমাদের জীবনকে যেভাবে সহজতর করে তুলছে, সেখানে বই পড়ার পদ্ধতিতেও এসেছে নতুনত্ব। এখন বই পড়ার জন্য পৃষ্ঠা ওল্টানোর প্রয়োজন নেই। অডিওবুকের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা আরও সহজ, গতিশীল ও সুবিধাজনকভাবে করতে পারছে।
৮ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৯ তম সম্মেলনে (কপ ২৯) অংশগ্রহণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বৈশ্বিক তাপমাত্রা
২০ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
১ দিন আগে