নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘন ঘন শিক্ষাক্রম পরিবর্তনকে নেতিবাচক প্রবণতা বলেছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ। এর ফলে শিক্ষা খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। শিক্ষাক্ষেত্রে এত বেশি পরীক্ষা-নিরীক্ষা না চালানোর পরামর্শ দিয়েছেন এই উন্নয়ন চিন্তাবিদ।
আজ বুধবার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে গণসাক্ষরতা অভিযানের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাবেক সভাপতি কাজী খলীকুজ্জমান বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আমরা বেশি পরীক্ষা-নিরীক্ষা করছি। আমাদের ঠিক করতে হবে, আমরা কোন নীতি বাস্তবায়ন করব, কোন কারিকুলাম বাস্তবায়ন করব, কোন শিক্ষাক্রম বাস্তবায়ন করব। হ্যাঁ, চলার পথে কিছু পরিবর্তন তো হবেই, পরিবর্তন হবে, পরিমার্জন হবে। কিন্তু খোলনলচে কিছুদিন পরপর বদলে ফেলার ফলে আমাদের শিক্ষা খাতে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে।’
এ সময় নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী রুমানা আলী বলেন, ‘সব জায়গার অবস্থা এক রকম না। কিছু স্কুলে শিক্ষার্থী কম, সেখানে মূল্যায়ন করা সহজ, যে স্কুলে শিক্ষার্থী বেশি, সেখানে এটা করা কঠিন। তাই পরীক্ষার ব্যবস্থা থাকা জরুরি।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। দুঃখজনক হলেও সত্য বিভিন্ন সমস্যায় শিক্ষকেরা যোগদান করে চলে যান। এটা রোধ করতে হবে। তাঁদের সুযোগ–সুবিধা বাড়াতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী খলীকুজ্জমান, বিভিন্ন জেলার শিক্ষার্থী, শিক্ষক নেতা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি।
ঘন ঘন শিক্ষাক্রম পরিবর্তনকে নেতিবাচক প্রবণতা বলেছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ। এর ফলে শিক্ষা খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। শিক্ষাক্ষেত্রে এত বেশি পরীক্ষা-নিরীক্ষা না চালানোর পরামর্শ দিয়েছেন এই উন্নয়ন চিন্তাবিদ।
আজ বুধবার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে গণসাক্ষরতা অভিযানের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাবেক সভাপতি কাজী খলীকুজ্জমান বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আমরা বেশি পরীক্ষা-নিরীক্ষা করছি। আমাদের ঠিক করতে হবে, আমরা কোন নীতি বাস্তবায়ন করব, কোন কারিকুলাম বাস্তবায়ন করব, কোন শিক্ষাক্রম বাস্তবায়ন করব। হ্যাঁ, চলার পথে কিছু পরিবর্তন তো হবেই, পরিবর্তন হবে, পরিমার্জন হবে। কিন্তু খোলনলচে কিছুদিন পরপর বদলে ফেলার ফলে আমাদের শিক্ষা খাতে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে।’
এ সময় নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী রুমানা আলী বলেন, ‘সব জায়গার অবস্থা এক রকম না। কিছু স্কুলে শিক্ষার্থী কম, সেখানে মূল্যায়ন করা সহজ, যে স্কুলে শিক্ষার্থী বেশি, সেখানে এটা করা কঠিন। তাই পরীক্ষার ব্যবস্থা থাকা জরুরি।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। দুঃখজনক হলেও সত্য বিভিন্ন সমস্যায় শিক্ষকেরা যোগদান করে চলে যান। এটা রোধ করতে হবে। তাঁদের সুযোগ–সুবিধা বাড়াতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী খলীকুজ্জমান, বিভিন্ন জেলার শিক্ষার্থী, শিক্ষক নেতা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি।
আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
২ মিনিট আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
২০ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
১ দিন আগে