সহায়িকা ডেস্ক
জাপানের অন্যতম একটি স্কলারশিপ হলো ‘হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ’। ২০২২ সালের জন্য এই স্কলারশিপের আবেদন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। জাপানে পড়াশোনা করতে আগ্রহী পৃথিবীর যেকোনো দেশের শিক্ষার্থী হোনজো স্কলারশিপ ২০২২-এর জন্য আবেদন করতে পারবেন।
উচ্চশিক্ষার জন্য এটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে জাপানের যেকোনো বিশ্ববিদ্যালয়ে, যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করা যাবে।
সারা পৃথিবীর মেধাবী শিক্ষার্থীদের আকষর্ণ করতে এ স্কলারশিপ দেওয়া হয়।
যোগ্যতা
১. জাপান ব্যতীত অন্য কোনো দেশের নাগরিক হতে হবে।
২. স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৩. পিএইচডি ডিগ্রির আবেদন করতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪. বয়স স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ ৩০ বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ ৩৫ বছর।
৫. জাপানি ভাষায় নিয়মিত কথা বলার মতো দক্ষতা থাকতে হবে। সাক্ষাৎকার জাপানি ভাষায় নেওয়া হবে।
কোর্সের নাম
আগ্রহ অনুসারে শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বিষয় বাছাই করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। নিচে কয়েকটি মেজর কোর্সের নাম উল্লেখ করা হলো:
১. বিজ্ঞান
২. সামাজিক বিজ্ঞান
৩. সাধারণ বিজ্ঞান
৪. প্রাকৃতিক বিজ্ঞান
৫. প্রকৌশল ও প্রযুক্তি
৬. ব্যবসায় ও বাণিজ্য
৭. মানবিক
৮. কলা
৯. আইন
১০. অন্যান্য।
প্রয়োজনীয় ডকুমেন্টস
১. শিক্ষার সনদ
২. রিসার্চ প্রপোজাল
৩. রিকমেন্ডেশন লেটার (প্রশংসকারীকে সরাসরি [email protected] ই-মেইলে জমা দিতে হবে)
৪. ভর্তির চিঠি।
আবেদন করতে
অনলাইনে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশনের আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টের পিডিএফ ফাইল আপলোড করতে হবে।
সুযোগ-সুবিধা
১. এক বা দুই বছরের জন্য মাসিক ২,০০,০০০ ইয়েন।
২. তিন বছরের জন্য মাসিক ১,৮০,০০০ ইয়েন।
৩. ৪ অথবা ৫ বছরের জন্য মাসিক ১,৫০,০০০ ইয়েন।
আবেদন শুরু: ১ সেপ্টেম্বর, ২০২১।
আবেদনের সময় শেষ: ৩১ অক্টোবর, ২০২১।
বিস্তারিত জানতে ও আবেদন করতে: https://www.careershelpdesk.com/honjo-international-scholarships-2021-for-international-students-study-in-japan/
জাপানের অন্যতম একটি স্কলারশিপ হলো ‘হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ’। ২০২২ সালের জন্য এই স্কলারশিপের আবেদন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। জাপানে পড়াশোনা করতে আগ্রহী পৃথিবীর যেকোনো দেশের শিক্ষার্থী হোনজো স্কলারশিপ ২০২২-এর জন্য আবেদন করতে পারবেন।
উচ্চশিক্ষার জন্য এটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে জাপানের যেকোনো বিশ্ববিদ্যালয়ে, যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করা যাবে।
সারা পৃথিবীর মেধাবী শিক্ষার্থীদের আকষর্ণ করতে এ স্কলারশিপ দেওয়া হয়।
যোগ্যতা
১. জাপান ব্যতীত অন্য কোনো দেশের নাগরিক হতে হবে।
২. স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৩. পিএইচডি ডিগ্রির আবেদন করতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪. বয়স স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ ৩০ বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ ৩৫ বছর।
৫. জাপানি ভাষায় নিয়মিত কথা বলার মতো দক্ষতা থাকতে হবে। সাক্ষাৎকার জাপানি ভাষায় নেওয়া হবে।
কোর্সের নাম
আগ্রহ অনুসারে শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বিষয় বাছাই করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। নিচে কয়েকটি মেজর কোর্সের নাম উল্লেখ করা হলো:
১. বিজ্ঞান
২. সামাজিক বিজ্ঞান
৩. সাধারণ বিজ্ঞান
৪. প্রাকৃতিক বিজ্ঞান
৫. প্রকৌশল ও প্রযুক্তি
৬. ব্যবসায় ও বাণিজ্য
৭. মানবিক
৮. কলা
৯. আইন
১০. অন্যান্য।
প্রয়োজনীয় ডকুমেন্টস
১. শিক্ষার সনদ
২. রিসার্চ প্রপোজাল
৩. রিকমেন্ডেশন লেটার (প্রশংসকারীকে সরাসরি [email protected] ই-মেইলে জমা দিতে হবে)
৪. ভর্তির চিঠি।
আবেদন করতে
অনলাইনে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশনের আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টের পিডিএফ ফাইল আপলোড করতে হবে।
সুযোগ-সুবিধা
১. এক বা দুই বছরের জন্য মাসিক ২,০০,০০০ ইয়েন।
২. তিন বছরের জন্য মাসিক ১,৮০,০০০ ইয়েন।
৩. ৪ অথবা ৫ বছরের জন্য মাসিক ১,৫০,০০০ ইয়েন।
আবেদন শুরু: ১ সেপ্টেম্বর, ২০২১।
আবেদনের সময় শেষ: ৩১ অক্টোবর, ২০২১।
বিস্তারিত জানতে ও আবেদন করতে: https://www.careershelpdesk.com/honjo-international-scholarships-2021-for-international-students-study-in-japan/
বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অফুরন্ত সম্ভাবনার কেন্দ্রে পরিণত হয়েছে হাঙ্গেরি। দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা গ্রহণের পাশাপাশি ক্যারিয়ার গঠনেরও সুযোগ পাচ্ছেন।
১০ ঘণ্টা আগেসংস্কৃতির গুরুত্বপূর্ণ আয়োজন হলো বিতর্ক। ক্রমেই এটি জনপ্রিয় হচ্ছে। সব প্রতিযোগিতায় জয়-পরাজয় রয়েছে। বিতর্কও এর ব্যতিক্রম নয়। একজন উঁচুমানের বিতার্কিকও পরাজয়ের সম্মুখীন হতে পারেন।
১০ ঘণ্টা আগেআমেরিকান ব্যবসায়ী এবং লেখক রবার্ট তোরু কিয়োসাকির লেখা ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইটি ১৯৯৭ সালে প্রথম প্রকাশিত হয়। বইটি প্রকাশ হওয়ার পর থেকে ব্যক্তিগত আর্থিক উন্নতির বইয়ের ক্যাটাগরিতে বিশ্বের সর্বাধিক বিক্রীত হিসেবে স্বীকৃত।
১০ ঘণ্টা আগেরাশেদ হোসেন রনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। ক্রিকেটার হওয়ার স্বপ্ন বদলে একসময় বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বোনা শুরু করেন তিনি। নানা চড়াই-উতরাই পেরিয়ে রনি সফলও হয়েছেন।
১০ ঘণ্টা আগে