অনলাইন ডেস্ক
উচ্চশিক্ষার জন্য কানাডা এখন বেশ জনপ্রিয়। পছন্দের হলেও জীবনযাত্রার ব্যয় সেখানে অনেক বেশি। বৃত্তি ছাড়া অর্থ ব্যয় করে কানাডায় পড়াশোনা করা অনেকের পক্ষেই সম্ভব নয়। ভালো বৃত্তি নিয়ে স্বল্প ব্যয়ে পড়াশোনা করা যায়- এমন আকর্ষণীয় ১০টির বৃত্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলো। এসব বৃত্তির মাধ্যমে কানাডায় উচ্চশিক্ষার জন্য আবেদন করা যাবে।
প্রেসিডেন্ট স্কলারশিপ ফর ওয়ার্ল্ড লিডারস
উইনিপেগ ইউনিভার্সিটি থেকে এই বৃত্তি দেওয়া হয়। মনোনীত শিক্ষার্থীরা পাঁচ হাজার কানাডিয়ান ডলার বৃত্তি পেতে পারেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তি পেতে হলে কমপক্ষে ৮০ শতাংশ নম্বর (দ্বাদশ শ্রেণির শীর্ষ ৬টি বিষয়ে প্রাপ্ত গড় নম্বর) থাকতে হবে।
আবেদনপত্র, ব্যক্তিগত তথ্য, রেফারেন্স ও পাঠ্যক্রমের তথ্যের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্কোর থাকতে হবে। শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি দেখাতে হবে। প্রমাণের জন্য সনদ দেখাতে হবে।
আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ভ্যানিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ
পিএইচডির শিক্ষার্থীরা তিন বছরের জন্য প্রতিযোগিতামূলক এটা পেতে পারেন। এর আওতায় ৫০ হাজার কানাডিয়ান ডলার মিলবে। তহবিলের ওপর নির্ভর করে বছরে সর্বোচ্চ ১৬৬ জনকে এই বৃত্তি দেওয়া হয়।
স্বাস্থ্য গবেষণা, প্রাকৃতিক বিজ্ঞান বা প্রকৌশল, সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এমডি/পিএইচডি বা এমবিএ/পিএইচডির মতো যৌথ প্রোগ্রামের প্রার্থী বা প্রথম ডক্টরেট ডিগ্রির জন্যও শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্ব বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হতে হবে।
একাডেমিক স্কোর, গবেষণা করার সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলির ওপর ভিত্তি করে এই বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপ
এর আওতায় টরন্টো বিশ্ববিদ্যালয় এবং অন্টারিও প্রদেশের ছাত্রদের প্রতি সেশনে পাঁচ হাজার কানাডিয়ান ডলার বৃত্তি দেওয়া হয়। এই বৃত্তির অর্থ দিয়ে শিক্ষার্থীদের মোট খরচের এক-তৃতীয়াংশ মেটানো যাবে। প্রতিটি বৃত্তির মেয়াদ এক বছর। কোর্সের ওপর ভিত্তি করে পরপর দুই বা তিনটি সেশনে এই বৃত্তি মিলতে পারে। মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য দুই বছর ও পিএইচডির জন্য এই বৃত্তির মেয়াদ চার বছর পর্যন্ত বাড়তে পারে।
কানাডার নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক ছাত্ররাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই টরন্টো বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতক ডিগ্রির আওতাধীন হতে হবে।
আবেদনপত্র, নম্বরপত্র, পুরস্কার, প্রকাশিত গবেষণা, অধ্যয়নের পরিকল্পনা ও দুটি একাডেমিক রেফারেন্সের ওপর ভিত্তিতে বৃত্তির জন্য প্রথম ধাপের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে
কুইবেক সরকারের মেধা বৃত্তি
বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি বৃত্তি দিয়ে থাকে কুইবেক সরকার। এর অধীনে, শিক্ষার্থীরা বাড়তি টিউশন ফিসহ, স্বাস্থ্য ও হাসপাতাল বিমার খরচ থেকে অব্যাহতি পাবে। পিএইচডির ছাত্ররা তিন বছর পর্যন্ত ২৫ হাজার কানাডিয়ান ডলার বৃত্তি পাবে। পোস্ট-ডক্টরাল শিক্ষার্থী পাবেন ৩৫ হাজার কানাডিয়ান ডলার। আর স্বল্পমেয়াদি গবেষণা ও পেশাগত উন্নয়নের জন্য তিন হাজার কানাডিয়ান ডলার পাওয়া যায়।
কুইবেক ইউনিভার্সিটিতে ডক্টরেট, পোস্ট-ডক্টরাল বা স্বল্পমেয়াদি পেশাগত কোর্সে পড়তে আগ্রহীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। এর জন্য শিক্ষার্থীদের অবশ্যই কলেজ পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ প্রোগ্রামের আওতাধীন হতে হবে।
শিক্ষার্থীদের আবেদন প্রথমে বিশ্ববিদ্যালয় বাছাই করবে এবং তারপর সরকারের কাছে পাঠাবে। এই বৃত্তি পেতে ওয়েবসাইটে আবেদন করতে হবে।
ব্যান্টিং পোস্ট-ডক্টরাল ফেলোশিপ
কানাডার নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরা ব্যান্টিং পোস্ট-ডক্টরাল ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এর আওতায় দুই বছরের জন্য ৭০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে থেকে গবেষকরা ভ্রমণ করতে পারবেন। সেই সঙ্গে মাঠপর্যায়ে গবেষণাও চালাতে পারবেন।
স্বাস্থ্য, প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক বিজ্ঞান ও মানবিক বিভাগে গবেষণা করতে আগ্রহীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের গবেষণা এবং নেতৃত্বের দক্ষতা, আবেদনকারীর প্রস্তাবিত গবেষণা কর্মসূচির গুণমান ও প্রার্থীর প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতির ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করবে বাছাই কমিটি। বৃত্তির ওয়েবসাইটে আবেদন করতে হবে।
ডিক মার্টিন স্কলারশিপ অ্যাওয়ার্ড
কানাডিয়ান সেন্টার ফর অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি প্রতিবছর ডিক মার্টিন স্কলারশিপের জন্য অর্থ প্রদান করে। এর আওতায় স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক কোর্সে শিক্ষার্থীদের তিন হাজার কানাডিয়ান ডলার দেওয়া হবে। বিজয়ী প্রতি ছাত্রের একাডেমিক প্রতিষ্ঠানকে ৫০০ কানাডিয়ান ডলার দেওয়া হবে।
কানাডার বিশ্ববিদ্যালয়ে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কোর্স পড়ার জন্য শিক্ষার্থীরা বৃত্তির আবেদন করতে পারেন। খনি নিরাপত্তা, শিল্প ও পেশাগত নিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থাপনার মতো বিষয়ে ডিপ্লোমা, সার্টিফিকেট এবং ডিগ্রি কোর্সের জন্য এ বৃত্তি প্রযোজ্য।
প্রবন্ধ, কভার লেটার ও আবেদনপত্রের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রার্থীদের প্রতিরক্ষাবিষয়ক এবং প্রযুক্তিগত প্রবন্ধ জমা দিতে হবে। প্রবন্ধ জমা দেওয়ার সময়সীমা প্রতি বছরের ৩১ জানুয়ারি। প্রবন্ধগুলো বুদ্ধিবৃত্তিক বিষয়বস্তু (৫০ শতাংশ), ব্যবহারিক মান (২০ শতাংশ), তত্ত্ব মান (২০ শতাংশ) ও উপস্থাপনার (১০ শতাংশ) ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। আগ্রহী প্রার্থীরা এই লিংক থেকে আবেদন করতে পারবেন।
আইডিআরসি রিসার্চ স্কলারশিপ
জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক শাসন, শিক্ষা ও বিজ্ঞান, উন্নয়ন গবেষণায় নৈতিকতা, বৈশ্বিক স্বাস্থ্য, নীতি ও মূল্যায়ন এবং টেকসই অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি বিষয়ে গবেষণার জন্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (আইডিআরসি) বৃত্তি দিয়ে থাকে। এই বৃত্তির আওতায় দুটি জায়গায় চাকরির ব্যবস্থা থাকবে। এর মধ্যে অটোয়ায় বৃত্তিপ্রাপ্তরা পূর্ণ সময়ে নন-ইউনিয়ন কর্মচারী হিসেবে বিবেচিত হবে; বেতন ৪২ হাজার ৩৩ ডলার থেকে ৪৮ হাজার ৬৫৯ কানাডিয়ান ডলার পর্যন্ত। আর কেনিয়ার নাইরোবিতে খণ্ডকালীন চাকরি, বেতন হবে ২০ লাখ ৩২ হাজার ৭২ থেকে ৩২ লাখ ৪ হাজার ৫২০ কেনিয়ান শিলিং।
নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলোর শিক্ষার্থীরা কানাডায় পূর্ণ সময় কাজের জন্য বৈধ ওয়ার্ক পারমিটসহ আবেদন করতে পারেন। তবে আবেদনকারীকে অবশ্যই কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে হবে বা অধ্যয়ন করতে হবে।
আগ্রহী আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট কোর্সসহ মাঠ পর্যায়ের গবেষণা করতে হবে। তবে মাঠ পর্যায়ের গবেষণা তিন মাসের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। গবেষণার মান ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। এই বৃত্তির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ওপরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
পিয়েরে এলিয়ট ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপ
অত্যন্ত প্রতিযোগিতামূলক বৃত্তিটিতে কানাডিয়ান শিক্ষার্থীদের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। গবেষকদের জন্য বৃত্তিটির মেয়াদ তিন বছর। নির্বাচিত প্রার্থীরা টিউশন ও জীবনযাত্রার খরচ বাবদ প্রতি বছর ৪০ হাজার কানাডিয়ান ডলার পাবে। এ ছাড়া ভাষা শিক্ষা, ভ্রমণ ও বাসস্থান, ফাউন্ডেশনের লিডারশিপ প্রোগ্রাম ও গবেষণা, নেটওয়ার্কিং ও গবেষণার সঙ্গে সম্পর্কিত ভ্রমণের জন্য প্রতি বছরে ২০ হাজার পর্যন্ত কানাডিয়ান ডলার পাবেন গবেষকরা।
কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন কোর্সে আন্তর্জাতিক প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর জন্য ভালো রেজাল্ট থাকতে হবে। সংক্ষিপ্ত তালিকা থেকে বাছাই করা আবেদনকারীদের দলীয় চর্চায় অংশ নিতে হবে এবং পরে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হবে। এটি সরকারি ভাষায় (ইংরেজি/ফরাসি) পরিচালিত হবে। প্রার্থীদের দক্ষতার ওপর ভিত্তি করে ভাষা বেছে নেওয়া যাবে। প্রার্থীরা এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে।
কুইন এলিজাবেথ স্কলারশিপ
রিডো হল ফাউন্ডেশনের সহযোগিতায় কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও অধ্যয়নের জন্য কুইন এলিজাবেথ বৃত্তি দেয়। এই বৃত্তির অধীনে ১৬ লাখ কানাডিয়ান ডলার পাওয়া যাবে। প্রতিটি প্রস্তাবিত প্রকল্পে সর্বোচ্চ তিন লাখ কানাডিয়ান ডলার বৃত্তি মিলবে। চলতি বছরের আবেদনের সময়সীমা ছিল ২১ জুলাই।
কানাডার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে প্রাসঙ্গিক ক্ষেত্রে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অন্য কোথাও পড়তে আগ্রহী কানাডিয়ান শিক্ষার্থীরাও এই বৃত্তি পাবেন।
নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের জমা দেওয়া আবেদনের মান ও একাডেমিক পারফরম্যান্সের ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। আবেদনকারী কানাডার যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন, সেই বিশ্ববিদ্যালয়ের সমর্থনের/অনুমতির চিঠি জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
অন্যান্য বৃত্তি
এনএসইআরসি ইনডিজেনাস ও স্টুডেন্ট অ্যাম্বাসেডরস স্কলারশিপসহ আরও বেশ কিছু বৃত্তি আছে। অন্টারিও, কুইবেক, আটলান্টিক কানাডা এবং ওয়েস্টার্ন কানাডাসহ বিভিন্ন এলাকায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য কানাডা সরকার প্রাদেশিক বৃত্তি দিয়ে থাকে। এই বৃত্তিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সরকারি ওয়েবসাইটগুলোর দিকে চোখ রাখতে হবে।
এ ছাড়া গ্র্যাজুয়েট স্টুডেন্ট বৃত্তি, আলবার্টা গ্র্যাজুয়েট এক্সিলেন্স বৃত্তি, ম্যানিটোবা আর্টস কাউন্সিল বৃত্তি, আটলান্টিক কানাডা ক্রেডিট ইউনিয়ন বার্সারি প্রোগ্রাম, নার্সেস অ্যাসোসিয়েশন অব নিউ ব্রান্সউইক বৃত্তি, আইইইই বৃত্তি, স্নাতক স্টুডেন্ট বৃত্তি, ম্যানিটোবা আর্টস কাউন্সিল বৃত্তি, সাসকেচেওয়ান নার্সেস ফাউন্ডেশন বার্সারি বৃত্তি, সাসকেচেওয়ান উদ্ভাবন এবং সুযোগ বৃত্তি এর মধ্যে উল্লেখযোগ্য।
শিক্ষার্থীরা বিশেষ বৃত্তি চিহ্নিত করতে তাঁদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট উল্লেখ করতে পারেন। এডুকানাডা ওয়েবসাইটসহ সরকারি সংস্থাগুলো কানাডার বৃত্তির খবর প্রচার করে থাকে।
উচ্চশিক্ষার জন্য কানাডা এখন বেশ জনপ্রিয়। পছন্দের হলেও জীবনযাত্রার ব্যয় সেখানে অনেক বেশি। বৃত্তি ছাড়া অর্থ ব্যয় করে কানাডায় পড়াশোনা করা অনেকের পক্ষেই সম্ভব নয়। ভালো বৃত্তি নিয়ে স্বল্প ব্যয়ে পড়াশোনা করা যায়- এমন আকর্ষণীয় ১০টির বৃত্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলো। এসব বৃত্তির মাধ্যমে কানাডায় উচ্চশিক্ষার জন্য আবেদন করা যাবে।
প্রেসিডেন্ট স্কলারশিপ ফর ওয়ার্ল্ড লিডারস
উইনিপেগ ইউনিভার্সিটি থেকে এই বৃত্তি দেওয়া হয়। মনোনীত শিক্ষার্থীরা পাঁচ হাজার কানাডিয়ান ডলার বৃত্তি পেতে পারেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তি পেতে হলে কমপক্ষে ৮০ শতাংশ নম্বর (দ্বাদশ শ্রেণির শীর্ষ ৬টি বিষয়ে প্রাপ্ত গড় নম্বর) থাকতে হবে।
আবেদনপত্র, ব্যক্তিগত তথ্য, রেফারেন্স ও পাঠ্যক্রমের তথ্যের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্কোর থাকতে হবে। শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি দেখাতে হবে। প্রমাণের জন্য সনদ দেখাতে হবে।
আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ভ্যানিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ
পিএইচডির শিক্ষার্থীরা তিন বছরের জন্য প্রতিযোগিতামূলক এটা পেতে পারেন। এর আওতায় ৫০ হাজার কানাডিয়ান ডলার মিলবে। তহবিলের ওপর নির্ভর করে বছরে সর্বোচ্চ ১৬৬ জনকে এই বৃত্তি দেওয়া হয়।
স্বাস্থ্য গবেষণা, প্রাকৃতিক বিজ্ঞান বা প্রকৌশল, সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এমডি/পিএইচডি বা এমবিএ/পিএইচডির মতো যৌথ প্রোগ্রামের প্রার্থী বা প্রথম ডক্টরেট ডিগ্রির জন্যও শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্ব বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হতে হবে।
একাডেমিক স্কোর, গবেষণা করার সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলির ওপর ভিত্তি করে এই বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপ
এর আওতায় টরন্টো বিশ্ববিদ্যালয় এবং অন্টারিও প্রদেশের ছাত্রদের প্রতি সেশনে পাঁচ হাজার কানাডিয়ান ডলার বৃত্তি দেওয়া হয়। এই বৃত্তির অর্থ দিয়ে শিক্ষার্থীদের মোট খরচের এক-তৃতীয়াংশ মেটানো যাবে। প্রতিটি বৃত্তির মেয়াদ এক বছর। কোর্সের ওপর ভিত্তি করে পরপর দুই বা তিনটি সেশনে এই বৃত্তি মিলতে পারে। মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য দুই বছর ও পিএইচডির জন্য এই বৃত্তির মেয়াদ চার বছর পর্যন্ত বাড়তে পারে।
কানাডার নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক ছাত্ররাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই টরন্টো বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতক ডিগ্রির আওতাধীন হতে হবে।
আবেদনপত্র, নম্বরপত্র, পুরস্কার, প্রকাশিত গবেষণা, অধ্যয়নের পরিকল্পনা ও দুটি একাডেমিক রেফারেন্সের ওপর ভিত্তিতে বৃত্তির জন্য প্রথম ধাপের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে
কুইবেক সরকারের মেধা বৃত্তি
বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি বৃত্তি দিয়ে থাকে কুইবেক সরকার। এর অধীনে, শিক্ষার্থীরা বাড়তি টিউশন ফিসহ, স্বাস্থ্য ও হাসপাতাল বিমার খরচ থেকে অব্যাহতি পাবে। পিএইচডির ছাত্ররা তিন বছর পর্যন্ত ২৫ হাজার কানাডিয়ান ডলার বৃত্তি পাবে। পোস্ট-ডক্টরাল শিক্ষার্থী পাবেন ৩৫ হাজার কানাডিয়ান ডলার। আর স্বল্পমেয়াদি গবেষণা ও পেশাগত উন্নয়নের জন্য তিন হাজার কানাডিয়ান ডলার পাওয়া যায়।
কুইবেক ইউনিভার্সিটিতে ডক্টরেট, পোস্ট-ডক্টরাল বা স্বল্পমেয়াদি পেশাগত কোর্সে পড়তে আগ্রহীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। এর জন্য শিক্ষার্থীদের অবশ্যই কলেজ পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ প্রোগ্রামের আওতাধীন হতে হবে।
শিক্ষার্থীদের আবেদন প্রথমে বিশ্ববিদ্যালয় বাছাই করবে এবং তারপর সরকারের কাছে পাঠাবে। এই বৃত্তি পেতে ওয়েবসাইটে আবেদন করতে হবে।
ব্যান্টিং পোস্ট-ডক্টরাল ফেলোশিপ
কানাডার নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরা ব্যান্টিং পোস্ট-ডক্টরাল ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এর আওতায় দুই বছরের জন্য ৭০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে থেকে গবেষকরা ভ্রমণ করতে পারবেন। সেই সঙ্গে মাঠপর্যায়ে গবেষণাও চালাতে পারবেন।
স্বাস্থ্য, প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক বিজ্ঞান ও মানবিক বিভাগে গবেষণা করতে আগ্রহীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের গবেষণা এবং নেতৃত্বের দক্ষতা, আবেদনকারীর প্রস্তাবিত গবেষণা কর্মসূচির গুণমান ও প্রার্থীর প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতির ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করবে বাছাই কমিটি। বৃত্তির ওয়েবসাইটে আবেদন করতে হবে।
ডিক মার্টিন স্কলারশিপ অ্যাওয়ার্ড
কানাডিয়ান সেন্টার ফর অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি প্রতিবছর ডিক মার্টিন স্কলারশিপের জন্য অর্থ প্রদান করে। এর আওতায় স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক কোর্সে শিক্ষার্থীদের তিন হাজার কানাডিয়ান ডলার দেওয়া হবে। বিজয়ী প্রতি ছাত্রের একাডেমিক প্রতিষ্ঠানকে ৫০০ কানাডিয়ান ডলার দেওয়া হবে।
কানাডার বিশ্ববিদ্যালয়ে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কোর্স পড়ার জন্য শিক্ষার্থীরা বৃত্তির আবেদন করতে পারেন। খনি নিরাপত্তা, শিল্প ও পেশাগত নিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থাপনার মতো বিষয়ে ডিপ্লোমা, সার্টিফিকেট এবং ডিগ্রি কোর্সের জন্য এ বৃত্তি প্রযোজ্য।
প্রবন্ধ, কভার লেটার ও আবেদনপত্রের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রার্থীদের প্রতিরক্ষাবিষয়ক এবং প্রযুক্তিগত প্রবন্ধ জমা দিতে হবে। প্রবন্ধ জমা দেওয়ার সময়সীমা প্রতি বছরের ৩১ জানুয়ারি। প্রবন্ধগুলো বুদ্ধিবৃত্তিক বিষয়বস্তু (৫০ শতাংশ), ব্যবহারিক মান (২০ শতাংশ), তত্ত্ব মান (২০ শতাংশ) ও উপস্থাপনার (১০ শতাংশ) ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। আগ্রহী প্রার্থীরা এই লিংক থেকে আবেদন করতে পারবেন।
আইডিআরসি রিসার্চ স্কলারশিপ
জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক শাসন, শিক্ষা ও বিজ্ঞান, উন্নয়ন গবেষণায় নৈতিকতা, বৈশ্বিক স্বাস্থ্য, নীতি ও মূল্যায়ন এবং টেকসই অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি বিষয়ে গবেষণার জন্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (আইডিআরসি) বৃত্তি দিয়ে থাকে। এই বৃত্তির আওতায় দুটি জায়গায় চাকরির ব্যবস্থা থাকবে। এর মধ্যে অটোয়ায় বৃত্তিপ্রাপ্তরা পূর্ণ সময়ে নন-ইউনিয়ন কর্মচারী হিসেবে বিবেচিত হবে; বেতন ৪২ হাজার ৩৩ ডলার থেকে ৪৮ হাজার ৬৫৯ কানাডিয়ান ডলার পর্যন্ত। আর কেনিয়ার নাইরোবিতে খণ্ডকালীন চাকরি, বেতন হবে ২০ লাখ ৩২ হাজার ৭২ থেকে ৩২ লাখ ৪ হাজার ৫২০ কেনিয়ান শিলিং।
নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলোর শিক্ষার্থীরা কানাডায় পূর্ণ সময় কাজের জন্য বৈধ ওয়ার্ক পারমিটসহ আবেদন করতে পারেন। তবে আবেদনকারীকে অবশ্যই কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে হবে বা অধ্যয়ন করতে হবে।
আগ্রহী আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট কোর্সসহ মাঠ পর্যায়ের গবেষণা করতে হবে। তবে মাঠ পর্যায়ের গবেষণা তিন মাসের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। গবেষণার মান ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। এই বৃত্তির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ওপরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
পিয়েরে এলিয়ট ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপ
অত্যন্ত প্রতিযোগিতামূলক বৃত্তিটিতে কানাডিয়ান শিক্ষার্থীদের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। গবেষকদের জন্য বৃত্তিটির মেয়াদ তিন বছর। নির্বাচিত প্রার্থীরা টিউশন ও জীবনযাত্রার খরচ বাবদ প্রতি বছর ৪০ হাজার কানাডিয়ান ডলার পাবে। এ ছাড়া ভাষা শিক্ষা, ভ্রমণ ও বাসস্থান, ফাউন্ডেশনের লিডারশিপ প্রোগ্রাম ও গবেষণা, নেটওয়ার্কিং ও গবেষণার সঙ্গে সম্পর্কিত ভ্রমণের জন্য প্রতি বছরে ২০ হাজার পর্যন্ত কানাডিয়ান ডলার পাবেন গবেষকরা।
কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন কোর্সে আন্তর্জাতিক প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর জন্য ভালো রেজাল্ট থাকতে হবে। সংক্ষিপ্ত তালিকা থেকে বাছাই করা আবেদনকারীদের দলীয় চর্চায় অংশ নিতে হবে এবং পরে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হবে। এটি সরকারি ভাষায় (ইংরেজি/ফরাসি) পরিচালিত হবে। প্রার্থীদের দক্ষতার ওপর ভিত্তি করে ভাষা বেছে নেওয়া যাবে। প্রার্থীরা এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে।
কুইন এলিজাবেথ স্কলারশিপ
রিডো হল ফাউন্ডেশনের সহযোগিতায় কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও অধ্যয়নের জন্য কুইন এলিজাবেথ বৃত্তি দেয়। এই বৃত্তির অধীনে ১৬ লাখ কানাডিয়ান ডলার পাওয়া যাবে। প্রতিটি প্রস্তাবিত প্রকল্পে সর্বোচ্চ তিন লাখ কানাডিয়ান ডলার বৃত্তি মিলবে। চলতি বছরের আবেদনের সময়সীমা ছিল ২১ জুলাই।
কানাডার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে প্রাসঙ্গিক ক্ষেত্রে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অন্য কোথাও পড়তে আগ্রহী কানাডিয়ান শিক্ষার্থীরাও এই বৃত্তি পাবেন।
নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের জমা দেওয়া আবেদনের মান ও একাডেমিক পারফরম্যান্সের ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। আবেদনকারী কানাডার যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন, সেই বিশ্ববিদ্যালয়ের সমর্থনের/অনুমতির চিঠি জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
অন্যান্য বৃত্তি
এনএসইআরসি ইনডিজেনাস ও স্টুডেন্ট অ্যাম্বাসেডরস স্কলারশিপসহ আরও বেশ কিছু বৃত্তি আছে। অন্টারিও, কুইবেক, আটলান্টিক কানাডা এবং ওয়েস্টার্ন কানাডাসহ বিভিন্ন এলাকায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য কানাডা সরকার প্রাদেশিক বৃত্তি দিয়ে থাকে। এই বৃত্তিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সরকারি ওয়েবসাইটগুলোর দিকে চোখ রাখতে হবে।
এ ছাড়া গ্র্যাজুয়েট স্টুডেন্ট বৃত্তি, আলবার্টা গ্র্যাজুয়েট এক্সিলেন্স বৃত্তি, ম্যানিটোবা আর্টস কাউন্সিল বৃত্তি, আটলান্টিক কানাডা ক্রেডিট ইউনিয়ন বার্সারি প্রোগ্রাম, নার্সেস অ্যাসোসিয়েশন অব নিউ ব্রান্সউইক বৃত্তি, আইইইই বৃত্তি, স্নাতক স্টুডেন্ট বৃত্তি, ম্যানিটোবা আর্টস কাউন্সিল বৃত্তি, সাসকেচেওয়ান নার্সেস ফাউন্ডেশন বার্সারি বৃত্তি, সাসকেচেওয়ান উদ্ভাবন এবং সুযোগ বৃত্তি এর মধ্যে উল্লেখযোগ্য।
শিক্ষার্থীরা বিশেষ বৃত্তি চিহ্নিত করতে তাঁদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট উল্লেখ করতে পারেন। এডুকানাডা ওয়েবসাইটসহ সরকারি সংস্থাগুলো কানাডার বৃত্তির খবর প্রচার করে থাকে।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবেন
৩ ঘণ্টা আগে২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
৪ ঘণ্টা আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
৪ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
৯ ঘণ্টা আগে