নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হিসেবে ৫৪ হাজার জনকে নিয়োগ দেওয়ার বাধা কেটেছে। শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) গণবিজ্ঞপ্তির ওপর থেকে হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নেওয়ায় এখন শিক্ষক নিয়োগ দিতে আর বাধা নেই।
এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের শুনানি করে আজ সোমবার হাই কোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চ্যুয়াল বেঞ্চ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেন।
একই সঙ্গে এনটিআরসিএর প্রথম থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে রিটকারী আড়াই হাজার প্রার্থীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে চার সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।
বেসরকারি স্কুল-কলেজে ৫৪ হাজার ৩০৪ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে গত ৩০ মার্চ তৃতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।
এর আগে বিভিন্ন জেলার কয়েক হাজার শিক্ষক নিবন্ধন সনদধারীর ১৬৬টি রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর রায় দেয় হাইকোর্ট। সেখানে বেশ কিছু নির্দেশনা সরকারকে বাস্তবায়ন করতে বলা হয়েছিল। এসব নির্দেশনা বাস্তবায়ন না করে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। পরে রিট আবেদনকারীরা এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন।
আদালত অবমাননার শুনানি করে গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট শিক্ষক নিয়োগে এনটিআরসিএ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে এক মাসের নিষেধাজ্ঞা দেন। গত ৬ মে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে হাইকোর্ট প্রথম থেকে ১২ তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের মধ্যে রিটকারীদের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সাত দিনের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন।
আদালত অবমাননার আবেদনকারী প্রার্থীদের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মহিউদ্দিন হানিফ (ফরহাদ)। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এনটিআরসিএর পক্ষে ছিলেন কামরুজ্জামান ভূঁইয়া।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে এসব প্রতিষ্ঠানে যোগ্য ও মানসম্পন্নদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ দেয় এনটিআরসিএ। ২০০৫ সাল থেকে এই পরীক্ষা নিচ্ছে এনটিআরসিএ।
আগে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে ছিল। সরকার সেই ক্ষমতা খর্ব করে এনটিআরসিএর মাধ্যমে এসব প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে।
ঢাকা: বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হিসেবে ৫৪ হাজার জনকে নিয়োগ দেওয়ার বাধা কেটেছে। শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) গণবিজ্ঞপ্তির ওপর থেকে হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নেওয়ায় এখন শিক্ষক নিয়োগ দিতে আর বাধা নেই।
এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের শুনানি করে আজ সোমবার হাই কোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চ্যুয়াল বেঞ্চ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেন।
একই সঙ্গে এনটিআরসিএর প্রথম থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে রিটকারী আড়াই হাজার প্রার্থীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে চার সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।
বেসরকারি স্কুল-কলেজে ৫৪ হাজার ৩০৪ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে গত ৩০ মার্চ তৃতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।
এর আগে বিভিন্ন জেলার কয়েক হাজার শিক্ষক নিবন্ধন সনদধারীর ১৬৬টি রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর রায় দেয় হাইকোর্ট। সেখানে বেশ কিছু নির্দেশনা সরকারকে বাস্তবায়ন করতে বলা হয়েছিল। এসব নির্দেশনা বাস্তবায়ন না করে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। পরে রিট আবেদনকারীরা এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন।
আদালত অবমাননার শুনানি করে গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট শিক্ষক নিয়োগে এনটিআরসিএ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে এক মাসের নিষেধাজ্ঞা দেন। গত ৬ মে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে হাইকোর্ট প্রথম থেকে ১২ তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের মধ্যে রিটকারীদের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সাত দিনের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন।
আদালত অবমাননার আবেদনকারী প্রার্থীদের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মহিউদ্দিন হানিফ (ফরহাদ)। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এনটিআরসিএর পক্ষে ছিলেন কামরুজ্জামান ভূঁইয়া।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে এসব প্রতিষ্ঠানে যোগ্য ও মানসম্পন্নদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ দেয় এনটিআরসিএ। ২০০৫ সাল থেকে এই পরীক্ষা নিচ্ছে এনটিআরসিএ।
আগে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে ছিল। সরকার সেই ক্ষমতা খর্ব করে এনটিআরসিএর মাধ্যমে এসব প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবেন
৫ ঘণ্টা আগে২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
৭ ঘণ্টা আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
৭ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
১২ ঘণ্টা আগে