গোপালগঞ্জ প্রতিনিধি
জাতীয় পাঠ্যক্রমে জমি-জমা সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেছেন, ‘অনেকে শিক্ষিত হয়েও জমি-জমা সংক্রান্ত বিষয়ে কিছুই বোঝেন না। তাঁদের এগুলো বুঝতে হবে। ভবিষ্যতে আমরা এসএসসির পাঠ্যক্রমে জমি-জমার বিষয়াদি অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা করছি।’
আজ রোববার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ভূমি সেবায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ভূমি ব্যবস্থাপনায় যে অসংগতি রয়েছে সেগুলো দূর করা প্রয়োজন। আর এজন্য সবাইকে সচেতন হওয়া এবং জমি সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখার দরকার। ডিজিটাল পদ্ধতিতে ম্যাপ করে জমি জমার অসংগতি দূর করা হবে। এতে দেশে মামলা ও সংঘর্ষের ঘটনা কমে আসবে।
এর আগে সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি জরিপ বোর্ডের ব্যবস্থাপনায় জেলার সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় যোগ দেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আনিস মাহমুদ।
এর আগে সকালে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনায় অংশ নেন মন্ত্রী।
জাতীয় পাঠ্যক্রমে জমি-জমা সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেছেন, ‘অনেকে শিক্ষিত হয়েও জমি-জমা সংক্রান্ত বিষয়ে কিছুই বোঝেন না। তাঁদের এগুলো বুঝতে হবে। ভবিষ্যতে আমরা এসএসসির পাঠ্যক্রমে জমি-জমার বিষয়াদি অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা করছি।’
আজ রোববার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ভূমি সেবায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ভূমি ব্যবস্থাপনায় যে অসংগতি রয়েছে সেগুলো দূর করা প্রয়োজন। আর এজন্য সবাইকে সচেতন হওয়া এবং জমি সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখার দরকার। ডিজিটাল পদ্ধতিতে ম্যাপ করে জমি জমার অসংগতি দূর করা হবে। এতে দেশে মামলা ও সংঘর্ষের ঘটনা কমে আসবে।
এর আগে সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি জরিপ বোর্ডের ব্যবস্থাপনায় জেলার সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় যোগ দেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আনিস মাহমুদ।
এর আগে সকালে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনায় অংশ নেন মন্ত্রী।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবেন
৯ ঘণ্টা আগে২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
১০ ঘণ্টা আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
১১ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে