মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) কার্যক্রম শুরু হয়েছে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে। তবে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল।
আগামীকাল রোববার (১৭ অক্টোবর) গুচ্ছ পদ্ধতির পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের (ক ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নেবে ৭০০ জন শিক্ষার্থী। ২৪ অক্টোবর মানবিক বিভাগের (খ ইউনিট) ৭০০ জন এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের (গ ইউনিট) ৪২১ জন এ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। সব মিলে এ কেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ১ হাজার ৮২১ জনের পরীক্ষা হবে।
এরই মধ্যে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, ভর্তিচ্ছুদের ভোগান্তি কমাতে এ বছর ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় প্রশাসন, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কমিটির এই সদস্য।
প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে আসার আহ্বান জানান উপাচার্য।
প্রসঙ্গত, গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে। পরীক্ষার কেন্দ্র নির্ধারিত হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল, কেন্দ্র থেকে স্থায়ী ঠিকানার দূরত্বসহ কয়েকটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে।
জামালপুরের মেলান্দহে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) কার্যক্রম শুরু হয়েছে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে। তবে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল।
আগামীকাল রোববার (১৭ অক্টোবর) গুচ্ছ পদ্ধতির পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের (ক ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নেবে ৭০০ জন শিক্ষার্থী। ২৪ অক্টোবর মানবিক বিভাগের (খ ইউনিট) ৭০০ জন এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের (গ ইউনিট) ৪২১ জন এ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। সব মিলে এ কেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ১ হাজার ৮২১ জনের পরীক্ষা হবে।
এরই মধ্যে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, ভর্তিচ্ছুদের ভোগান্তি কমাতে এ বছর ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় প্রশাসন, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কমিটির এই সদস্য।
প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে আসার আহ্বান জানান উপাচার্য।
প্রসঙ্গত, গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে। পরীক্ষার কেন্দ্র নির্ধারিত হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল, কেন্দ্র থেকে স্থায়ী ঠিকানার দূরত্বসহ কয়েকটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে।
সাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
৪ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোহা চত্বরে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন তিন শিক্ষার্থী। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যুক্ত হন।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
২১ ঘণ্টা আগে