নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ইংরেজি ভাষায় সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ পেলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৪০ কর্মকর্তা। আজ বুধবার ইউজিসি মিলনায়তনে চার দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয়।
‘বিজনেস ইংলিশ কোর্স’ শীর্ষক চার দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে ইউজিসির কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়। গত ৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কোর্সে কমিশনের বিভিন্ন পর্যায়ের ৪০ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক মো. আলমগীর বলেন, কমিশনের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের প্রয়োজন। ইংলিশ কোর্স কমিশনের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের যোগাযোগ দক্ষতা, প্রতিবেদন লেখা, ই-মেইল পাঠানো ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধি পাবে।
সভাপতির বক্তব্যে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, বিজনেস ইংলিশ কোর্সের মাধ্যমে উচ্চশিক্ষা বিষয়ে ইউজিসির কর্মকর্তারা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সফলভাবে যোগাযোগ করতে পারবেন। তিনি আরও বলেন, ইউজিসি তরুণ কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আরও আয়োজন করবে। বিজনেস ইংলিশ কোর্স আয়োজনে সহায়তা প্রদানের জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে ও কমিশনের আইসিসি শাখার সিনিয়র সহকারী সচিব মো. মামুনের সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে কমিশনের ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং ডিভিশনের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক রাফায়েল আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।
ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ইংরেজি ভাষায় সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ পেলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৪০ কর্মকর্তা। আজ বুধবার ইউজিসি মিলনায়তনে চার দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয়।
‘বিজনেস ইংলিশ কোর্স’ শীর্ষক চার দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে ইউজিসির কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়। গত ৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কোর্সে কমিশনের বিভিন্ন পর্যায়ের ৪০ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক মো. আলমগীর বলেন, কমিশনের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের প্রয়োজন। ইংলিশ কোর্স কমিশনের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের যোগাযোগ দক্ষতা, প্রতিবেদন লেখা, ই-মেইল পাঠানো ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধি পাবে।
সভাপতির বক্তব্যে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, বিজনেস ইংলিশ কোর্সের মাধ্যমে উচ্চশিক্ষা বিষয়ে ইউজিসির কর্মকর্তারা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সফলভাবে যোগাযোগ করতে পারবেন। তিনি আরও বলেন, ইউজিসি তরুণ কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আরও আয়োজন করবে। বিজনেস ইংলিশ কোর্স আয়োজনে সহায়তা প্রদানের জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে ও কমিশনের আইসিসি শাখার সিনিয়র সহকারী সচিব মো. মামুনের সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে কমিশনের ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং ডিভিশনের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক রাফায়েল আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবেন
১০ ঘণ্টা আগে২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
১১ ঘণ্টা আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
১২ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে