জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ২২: ০১

করোনায় প্রায় ২ বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সমস্ত কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ। এমন পরিস্থিতিতে বেতন-ফি মওকুফের জন্য শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবিকে আমলে না নিয়ে ফরমের সঙ্গে দুই বছরের সকল ফি যুক্ত করে ২য় বর্ষের ফরম পূরণের সংশোধিত তারিখ ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই সাথে সকল বর্ধিত ফি বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। 

সংগঠনটির দপ্তর সম্পাদক রাকিবুল রনি স্বাক্ষরিত এক বিবৃতিতে কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি নজীর আমিন চৌধুরী জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, ‘করোনাকালে সারা দেশের খেটে খাওয়া মানুষের আয় একেবারেই তলানিতে ঠেকেছে। অনেক শিক্ষার্থী নিজের জীবন ধারণের একমাত্র অবলম্বন টিউশন হারিয়ে কায়িক শ্রমের পথ ধরতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে সকল আনুষঙ্গিক ফি মওকুফ না করে উল্টো ফি বাড়ানোর মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকৃতপক্ষে শিক্ষা বাণিজ্যের পথেই হাঁটল বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।’ 

নেতৃবৃন্দ আরও বলেন, ‘৩য় বর্ষের নির্বাচনী ও ইনকোর্স পরীক্ষার ফি,২য় বর্ষের বেতন, ব্যবস্থাপনা ফি, সেশন চার্জসহ নানা ধরনের ফি যুক্ত করে নির্ধারণ করা হয়েছে প্রদেয় অর্থের পরিমাণ। মানবিক বিভাগের যে বিষয়ে ফরম পূরণ ফি ১ হাজার ৮৫০ টকা ছিল। সকল ফি যুক্ত করে এখন সেটিকে করা হয়েছে ৫ হাজার ৪০ টাকা। বিজ্ঞান বিভাগের যে বিষয়ে ফরম পূরণ ফি ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার ৫৫০ টাকা নির্ধারিত ছিল। প্রজ্ঞাপনে তা বাড়িয়ে ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার ১০০ টাকা করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ আছে শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা নেওয়া হবে এবং এর খরচও শিক্ষার্থীদের বহন করতে হবে। অথচ এই করোনাকালে যখন অনেক শিক্ষার্থী ও তাদের পরিবার ভয়াবহ আর্থিক সংকট মোকাবিলা করছে। এই মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত কেবল অমানবিকই নয় বরং মুনাফালোভী মনোভাবের বহিঃপ্রকাশ।’ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর জন্য এই প্রজ্ঞাপন প্রকৃতপক্ষে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’র নামান্তর বলে মনে করছে সংগঠনটি। 

অবিলম্বে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষার্থী স্বার্থ পরিপন্থী সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানানোর পাশাপাশি এই অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, গত বছর করোনার প্রাদুর্ভাবের একেবারে শুরু থেকে ছাত্র ইউনিয়নসহ শিক্ষার্থী স্বার্থ সংশ্লিষ্ট সকল মহল করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ফি মওকুফ, সকল শিক্ষার্থীকে টিকার আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণাসহ অনলাইন ক্লাসের প্রয়োজনীয় উপকরণ তথা ডিভাইস ও ইন্টারনেট সুবিধা প্রদান করার দাবি জানিয়ে আসলেও এই দীর্ঘ সময়ে প্রদর্শনবাদী কিছু উদ্যোগ ছাড়া শিক্ষামন্ত্রণালয়সহ দায়িত্বশীলদের তরফ থেকে শিক্ষার্থীদের জন্য কার্যকর ও উপকারী কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ৩০ লাখ শিক্ষার্থীর প্রতিষ্ঠান হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আরও সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত প্রত্যাশা করি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত