রাহুল শর্মা, ঢাকা
শিক্ষা প্রশাসনে সুশাসন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল। কেউ অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তাঁকে শাস্তি পেতে হবে বলেও দৃঢ় কণ্ঠে জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানীর বাসভবনে আজকের পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘শিক্ষা প্রশাসনের নানান পর্যায়ে সুশাসনের খুব প্রয়োজন। নাগরিক সেবার অন্যতম খাত শিক্ষা সেবা খাত। এ খাতে সুশাসন নিশ্চিত করা হবে। শিক্ষা প্রশাসনের কেউ অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তাঁকে অবশ্যই শাস্তি পেতে হবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে যত প্রভাবশালীই হোক, কেউই ছাড় পাবে না।’
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন হলে তা অবশ্যই করা হবে বলেও জানান নতুন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমরা নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে চাই। প্রয়োজন হলে এর বাস্তবায়ন/মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হবে। আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শিখন ফল অর্জন। সবাইকে একটি বিষয় নিশ্চিত করতে চাই, তা হলো, এটা স্থায়ী কিছু নয়।’
তিনি আরও বলেন, ‘শিখন ফল অর্জনে মূল্যায়ন পদ্ধতি স্থির করা হয়েছে। সেটা কাজ না করলে পুরো প্রক্রিয়া নতুনভাবে মূল্যায়িত করা হবে। এটা স্থায়ী কোনো বিষয় নয় যে, আমরা জেদ করে সেখানে রয়ে যাব। যতটুকু নমনীয়তা প্রয়োজন ততটুকু অবশ্যই করা হবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কারণ রাষ্ট্র কারও সঙ্গে জেদ করতে পারে না।’
নতুন শিক্ষানীতি তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান মহিবুল হাসান চৌধুরী। বলেন, ‘নতুন শিক্ষানীতি তৈরির পরিকল্পনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নতুন শিক্ষানীতি তৈরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরসনে সরকার কাজ করছে বলেও তিনি জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরূপণ করার কাজ চলছে। আমরা চাই সব ধরনের বৈষম্য নিরসন করতে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে নিম্নমাধ্যমিক পর্যায়ে সব বিদ্যালয়ের সরকারি বেতন-কাঠামো বাস্তবায়ন। যাতে সবাই ন্যূনতম শিক্ষাটা পায়।’
শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি নিরসনে একক ভর্তি পরীক্ষা পদ্ধতি বাস্তবায়ন করা হবে বলেও জানান মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘একক ভর্তি পরীক্ষা বাস্তবায়নের জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও স্বাধীনতার প্রতি সম্মান রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে জনগণের যে চাহিদা সেটাও মাথায় রাখতে হবে। এ দুইয়ের মধ্যে সমন্বয় করা হবে।’
সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলেও জানান নতুন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘সবার মতামতকে সম্মান দেখিয়ে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সব অংশীজনদের মতামত নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
শিক্ষা প্রশাসনে সুশাসন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল। কেউ অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তাঁকে শাস্তি পেতে হবে বলেও দৃঢ় কণ্ঠে জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানীর বাসভবনে আজকের পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘শিক্ষা প্রশাসনের নানান পর্যায়ে সুশাসনের খুব প্রয়োজন। নাগরিক সেবার অন্যতম খাত শিক্ষা সেবা খাত। এ খাতে সুশাসন নিশ্চিত করা হবে। শিক্ষা প্রশাসনের কেউ অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তাঁকে অবশ্যই শাস্তি পেতে হবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে যত প্রভাবশালীই হোক, কেউই ছাড় পাবে না।’
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন হলে তা অবশ্যই করা হবে বলেও জানান নতুন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমরা নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে চাই। প্রয়োজন হলে এর বাস্তবায়ন/মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হবে। আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শিখন ফল অর্জন। সবাইকে একটি বিষয় নিশ্চিত করতে চাই, তা হলো, এটা স্থায়ী কিছু নয়।’
তিনি আরও বলেন, ‘শিখন ফল অর্জনে মূল্যায়ন পদ্ধতি স্থির করা হয়েছে। সেটা কাজ না করলে পুরো প্রক্রিয়া নতুনভাবে মূল্যায়িত করা হবে। এটা স্থায়ী কোনো বিষয় নয় যে, আমরা জেদ করে সেখানে রয়ে যাব। যতটুকু নমনীয়তা প্রয়োজন ততটুকু অবশ্যই করা হবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কারণ রাষ্ট্র কারও সঙ্গে জেদ করতে পারে না।’
নতুন শিক্ষানীতি তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান মহিবুল হাসান চৌধুরী। বলেন, ‘নতুন শিক্ষানীতি তৈরির পরিকল্পনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নতুন শিক্ষানীতি তৈরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরসনে সরকার কাজ করছে বলেও তিনি জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরূপণ করার কাজ চলছে। আমরা চাই সব ধরনের বৈষম্য নিরসন করতে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে নিম্নমাধ্যমিক পর্যায়ে সব বিদ্যালয়ের সরকারি বেতন-কাঠামো বাস্তবায়ন। যাতে সবাই ন্যূনতম শিক্ষাটা পায়।’
শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি নিরসনে একক ভর্তি পরীক্ষা পদ্ধতি বাস্তবায়ন করা হবে বলেও জানান মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘একক ভর্তি পরীক্ষা বাস্তবায়নের জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও স্বাধীনতার প্রতি সম্মান রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে জনগণের যে চাহিদা সেটাও মাথায় রাখতে হবে। এ দুইয়ের মধ্যে সমন্বয় করা হবে।’
সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলেও জানান নতুন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘সবার মতামতকে সম্মান দেখিয়ে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সব অংশীজনদের মতামত নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবেন
৬ ঘণ্টা আগে২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
৭ ঘণ্টা আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
৭ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে