কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনা ধামাচাপা দিতে ৭০ হাজার টাকায় দফারফা করে ধর্ষককে ছেড়ে দিয়েছে স্থানীয় মেম্বারসহ সালিসকারীরা। গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটেছে। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।
জানা যায়, পরিবারের সদস্যরা ওই ভুক্তভোগী শিশুটিকে বাড়িতে রেখে কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা নিতে যান। এই ফাঁকে প্রতিবেশী নরেশ চন্দ্র (৫৫) শিশুটিকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় তার আর্তচিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে নরেশ চন্দ্রকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। এ ঘটনায় ক্ষিপ্ত লোকজন নরেশ চন্দ্রকে উঠানে দড়ি দিয়ে বেঁধে ভিকটিমের বাবা-মাকে খবর দেয়। ঘটনা জানাজানি হলে স্থানীয় কিছু দালাল শ্রেণির লোকজন ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে মামলা না করার জন্য চাপ দেয়। পরে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস ছাত্তার বাবু ও কালাম মাস্টার ৭০ হাজার টাকায় ধর্ষণের মামলা ধামাচাপা দিয়ে অভিযুক্ত ধর্ষক নরেশ চন্দ্রকে ছেড়ে দেয়। পরে বাবু মেম্বারসহ সালিসকারীরা ৭০ হাজার টাকা নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেয়।
ভিকটিমের দাদা জানান, মঙ্গলবার সকালে আমরা বাড়ির সকল সদস্য ইউনিয়ন পরিষদে করোনার টিকা নিতে যাই। টিকা নিয়ে ফিরে এসে দেখি নরেশ চন্দ্রকে এলাকাবাসী আমার বাড়ির উঠানে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। পরে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পারি আমার স্কুল পড়ুয়া তৃতীয় শ্রেণির নাতনিকে ধর্ষণ করেছে নরেশ চন্দ্র। পরে ওই ওয়ার্ডের ইউপি সদস্য বাবু মেম্বার ও কালাম মাস্টার গ্রাম্য সালিস বসিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। ঘটনার পর থেকে অভিযুক্ত নরেশ চন্দ্র পলাতক রয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুস ছাত্তার বাবু সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন, 'দু’পক্ষের সম্মতিতে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। আপনারা এত বাড়াবাড়ি করছেন কেন। ৭০ হাজার টাকা কে নিয়েছে কী করেছে এত কিছু জেনে কি করবেন। বেশি মাথাচাড়া দেবেন না, তাহলে সমস্যায় পরবেন।'
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, ভিকটিমের পরিবার থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনা ধামাচাপা দিতে ৭০ হাজার টাকায় দফারফা করে ধর্ষককে ছেড়ে দিয়েছে স্থানীয় মেম্বারসহ সালিসকারীরা। গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটেছে। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।
জানা যায়, পরিবারের সদস্যরা ওই ভুক্তভোগী শিশুটিকে বাড়িতে রেখে কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা নিতে যান। এই ফাঁকে প্রতিবেশী নরেশ চন্দ্র (৫৫) শিশুটিকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় তার আর্তচিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে নরেশ চন্দ্রকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। এ ঘটনায় ক্ষিপ্ত লোকজন নরেশ চন্দ্রকে উঠানে দড়ি দিয়ে বেঁধে ভিকটিমের বাবা-মাকে খবর দেয়। ঘটনা জানাজানি হলে স্থানীয় কিছু দালাল শ্রেণির লোকজন ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে মামলা না করার জন্য চাপ দেয়। পরে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস ছাত্তার বাবু ও কালাম মাস্টার ৭০ হাজার টাকায় ধর্ষণের মামলা ধামাচাপা দিয়ে অভিযুক্ত ধর্ষক নরেশ চন্দ্রকে ছেড়ে দেয়। পরে বাবু মেম্বারসহ সালিসকারীরা ৭০ হাজার টাকা নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেয়।
ভিকটিমের দাদা জানান, মঙ্গলবার সকালে আমরা বাড়ির সকল সদস্য ইউনিয়ন পরিষদে করোনার টিকা নিতে যাই। টিকা নিয়ে ফিরে এসে দেখি নরেশ চন্দ্রকে এলাকাবাসী আমার বাড়ির উঠানে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। পরে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পারি আমার স্কুল পড়ুয়া তৃতীয় শ্রেণির নাতনিকে ধর্ষণ করেছে নরেশ চন্দ্র। পরে ওই ওয়ার্ডের ইউপি সদস্য বাবু মেম্বার ও কালাম মাস্টার গ্রাম্য সালিস বসিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। ঘটনার পর থেকে অভিযুক্ত নরেশ চন্দ্র পলাতক রয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুস ছাত্তার বাবু সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন, 'দু’পক্ষের সম্মতিতে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। আপনারা এত বাড়াবাড়ি করছেন কেন। ৭০ হাজার টাকা কে নিয়েছে কী করেছে এত কিছু জেনে কি করবেন। বেশি মাথাচাড়া দেবেন না, তাহলে সমস্যায় পরবেন।'
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, ভিকটিমের পরিবার থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১১ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১১ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১১ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৫ দিন আগে