বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ছুরিকাঘাতে ব্যবসায়ী মামুন হোসেন হত্যা মামলায় আবদুস সালাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাঘা থানার পুলিশ আড়ানী পৌর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আবদুস সালাম মিজানুর রহমান খোকনের মাংসের দোকানের কর্মচারী। মিজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামি। নিহত মামুন ও মিজানুর মামাতো-ফুপাতো ভাই। তাঁরা দুজনই মাংস ব্যবসায়ী।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার সকালে মামুন হোসেন আড়ানী বাজারে গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ সময় মিজানুরও পাশে মাংস বিক্রি করছিলেন। দু’জনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিজানুর ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন মামুনকে। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে আজ রোববার জানাজার পর আড়ানী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত মামুনের বড় মামা বাদশা হোসেন বলেন, ‘আমার ছোট ভাগনে মানিক হোসেন বাদী হয়ে গতকাল রাতে মিজানুরকে প্রধান আসামিসহ পাঁচজনকে আসামি করে বাঘা থানায় হত্যা মামলা করেছে। এ মামলার আরেক আসামি আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে।’
মামুন হোসেনের ছোট ভাই মানিক হোসেন বলেন, ‘আমার বড় ভাই মামুন ও ফুপাতো ভাই মিজানুর যৌথ মালিকানায় মাংসের ব্যবসা করতেন। দুই মাস আগে ব্যবসা আলাদা করেন তাঁরা। শনিবার দুজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ এবং মামুন ৬৫০ টাকা প্রতি কেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করেন খোকন।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলার হয়েছে। ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাঁকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহীর বাঘায় ছুরিকাঘাতে ব্যবসায়ী মামুন হোসেন হত্যা মামলায় আবদুস সালাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাঘা থানার পুলিশ আড়ানী পৌর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আবদুস সালাম মিজানুর রহমান খোকনের মাংসের দোকানের কর্মচারী। মিজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামি। নিহত মামুন ও মিজানুর মামাতো-ফুপাতো ভাই। তাঁরা দুজনই মাংস ব্যবসায়ী।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার সকালে মামুন হোসেন আড়ানী বাজারে গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ সময় মিজানুরও পাশে মাংস বিক্রি করছিলেন। দু’জনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিজানুর ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন মামুনকে। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে আজ রোববার জানাজার পর আড়ানী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত মামুনের বড় মামা বাদশা হোসেন বলেন, ‘আমার ছোট ভাগনে মানিক হোসেন বাদী হয়ে গতকাল রাতে মিজানুরকে প্রধান আসামিসহ পাঁচজনকে আসামি করে বাঘা থানায় হত্যা মামলা করেছে। এ মামলার আরেক আসামি আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে।’
মামুন হোসেনের ছোট ভাই মানিক হোসেন বলেন, ‘আমার বড় ভাই মামুন ও ফুপাতো ভাই মিজানুর যৌথ মালিকানায় মাংসের ব্যবসা করতেন। দুই মাস আগে ব্যবসা আলাদা করেন তাঁরা। শনিবার দুজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ এবং মামুন ৬৫০ টাকা প্রতি কেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করেন খোকন।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলার হয়েছে। ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাঁকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে