গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
গুরুদাসপুর উপজেলা পৌর সদরসহ বিভিন্ন বিলে পোষা বক দিয়ে ফাঁদ পেতে বুনো বক শিকার করছেন কৌশলী শিকারিরা। পরে এসব বক প্রকাশ্যে উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করা হচ্ছে। প্রচলিত আইনে পাখি শিকার দণ্ডনীয় অপরাধ জেনেও তা থেকে বিরত থাকছে না তাঁরা। আজ রোববার ভোর ৫টায় পৌর সদরের দুখা ফকিরের মোড় নামক এলাকার একটি বিলে বক শিকার করতে দেখা যায় চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী শাহিন আলম, একই এলাকার শফিক, রাকিব হোসেন ও হান্নানকে।
জানা যায়, গুরুদাসপুর পৌর সদরসহ চলনবিলজুড়ে বর্ষার শেষভাগে বক শিকারিদের আনাগোনা চোখে পড়ে বেশি। উপজেলার নাজিরপুরের গুপিনাথপুর বিল, পৌর সদরের বিভিন্ন মাঠ, বামনবাড়িয়ার বিল, হাঁড়িভাঙা বিলসহ বেশ কিছু বিলে শিকারিরা নানা ধরনের ফাঁদ পেতে বকসহ বিভিন্ন ধরনের পাখি শিকার করেন। প্রতিদিন একেক জন শিকারি প্রায় ১০০-২০০টি বক শিকার করেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় আছাদ নামে একজন বলেন, বক ধরার জন্য বাঁশ দিয়ে বানানো বৃত্তাকার ফাঁদটি মাটিতে পুঁতে দেওয়া হয়। এর ওপরের অংশে কলা ও খেজুরের পাতায় ঢেকে দিয়ে পোষা বকগুলো ফাঁদের ওপর বেঁধে রাখে। পরে তা জলাশয়ের পাড়ে ও ধানের জমিতে স্থাপন করে ভেতরে লুকিয়ে থাকে শিকারিরা। পোষা বকের ডাক শুনে বুনো বকেরা আসে। তখন শিকারিরা কলাপাতার ফাঁকে হাত ঢুকিয়ে বুনো বক ধরেন। এ কাজ করতে গিয়ে অনেক সময় বকের ঠোকর খেতে হয়। এভাবে প্রতিবছর ভাদ্র থেকে ফাল্গুন মাস পর্যন্ত বক শিকার করা হয়। উপজেলার বিভিন্ন বাজারে প্রতি জোড়া বক ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়।
এ বিষয়ে সরকারি বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজের প্রাণী বিদ্যা বিভাগের প্রভাষক আলী আকবর বলেন, বক ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফসল উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখে। তা জেনেও অনেক শিকারি জলাশয় ও ধানের জমি থেকে বক শিকার করে বিক্রি করছেন যা মোটেও কাম্য নয়।
গুরুদাসপুর বন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গতবার মাইকিং করেছি। এবার সচেতনতামূলক কাজ করা হয় নাই। বক শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ। অচিরেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিকারিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
গুরুদাসপুর উপজেলা পৌর সদরসহ বিভিন্ন বিলে পোষা বক দিয়ে ফাঁদ পেতে বুনো বক শিকার করছেন কৌশলী শিকারিরা। পরে এসব বক প্রকাশ্যে উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করা হচ্ছে। প্রচলিত আইনে পাখি শিকার দণ্ডনীয় অপরাধ জেনেও তা থেকে বিরত থাকছে না তাঁরা। আজ রোববার ভোর ৫টায় পৌর সদরের দুখা ফকিরের মোড় নামক এলাকার একটি বিলে বক শিকার করতে দেখা যায় চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী শাহিন আলম, একই এলাকার শফিক, রাকিব হোসেন ও হান্নানকে।
জানা যায়, গুরুদাসপুর পৌর সদরসহ চলনবিলজুড়ে বর্ষার শেষভাগে বক শিকারিদের আনাগোনা চোখে পড়ে বেশি। উপজেলার নাজিরপুরের গুপিনাথপুর বিল, পৌর সদরের বিভিন্ন মাঠ, বামনবাড়িয়ার বিল, হাঁড়িভাঙা বিলসহ বেশ কিছু বিলে শিকারিরা নানা ধরনের ফাঁদ পেতে বকসহ বিভিন্ন ধরনের পাখি শিকার করেন। প্রতিদিন একেক জন শিকারি প্রায় ১০০-২০০টি বক শিকার করেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় আছাদ নামে একজন বলেন, বক ধরার জন্য বাঁশ দিয়ে বানানো বৃত্তাকার ফাঁদটি মাটিতে পুঁতে দেওয়া হয়। এর ওপরের অংশে কলা ও খেজুরের পাতায় ঢেকে দিয়ে পোষা বকগুলো ফাঁদের ওপর বেঁধে রাখে। পরে তা জলাশয়ের পাড়ে ও ধানের জমিতে স্থাপন করে ভেতরে লুকিয়ে থাকে শিকারিরা। পোষা বকের ডাক শুনে বুনো বকেরা আসে। তখন শিকারিরা কলাপাতার ফাঁকে হাত ঢুকিয়ে বুনো বক ধরেন। এ কাজ করতে গিয়ে অনেক সময় বকের ঠোকর খেতে হয়। এভাবে প্রতিবছর ভাদ্র থেকে ফাল্গুন মাস পর্যন্ত বক শিকার করা হয়। উপজেলার বিভিন্ন বাজারে প্রতি জোড়া বক ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়।
এ বিষয়ে সরকারি বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজের প্রাণী বিদ্যা বিভাগের প্রভাষক আলী আকবর বলেন, বক ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফসল উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখে। তা জেনেও অনেক শিকারি জলাশয় ও ধানের জমি থেকে বক শিকার করে বিক্রি করছেন যা মোটেও কাম্য নয়।
গুরুদাসপুর বন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গতবার মাইকিং করেছি। এবার সচেতনতামূলক কাজ করা হয় নাই। বক শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ। অচিরেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিকারিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৩ দিন আগে