প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
পাবনার ভাঙ্গুড়ায় বেতুয়ান কবরস্থানের আত্মসাৎকৃত ৭ লাখ ৭০ হাজার টাকা ফেরত পেতে আদালতে মামলা করেছেন গ্রামবাসী। বারবার টাকার হিসাব চেয়েও না পেয়ে কমিটির সাবেক সভাপতি আলহাজ মোসলেম উদ্দিন খানের বিরুদ্ধে আদালতে প্রতারণা ও জালিয়াতির মামলা করা হয়।
গ্রামবাসীর পক্ষে ১৯ জুলাই মামলাটি করেন কমিটির সেক্রেটারি আবুল হাশেম। পাবনার বিজ্ঞ আমলি আদালত মামলাটি আমলে নিয়ে পাবনা পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বেতুয়ান কবরস্থানের সাবেক সেক্রেটারি আব্দুল কাদেরের মৃত্যুর পর তাঁর স্বাক্ষর জাল করেন মোসলেম উদ্দিন খান। এরপর তিনি অগ্রণী ব্যাংকের বড়ালব্রিজ শাখা (চেক নম্বর : ১২৬২৭৪৪) থেকে কবরস্থানের ব্যাংক অ্যাকাউন্টের ২ লাখ ৮ হাজার ৫০০ টাকা তুলে নেন। এ ছাড়া তিনি ওই কবরস্থান ফান্ডের আরও ৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এরপর গত মে মাসে কবরস্থানের নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর বিষয়টি জানতে পারেন আবুল হাশেম।
সূত্রে আরও জানা যায়, ঘটনা জানাজানির পর মোসলেম উদ্দিন খানকে ওই টাকার হিসাব দেওয়ার জন্য বারবার তাগাদা দিতে থাকেন নতুন কমিটির সভাপতি নিজাম উদ্দিন ও সেক্রেটারি আবুল হাশেম। কিন্তু টাকার হিসাব দিতে অস্বীকার করেন তিনি। পরে গ্রামবাসীর সিদ্ধান্তে সেক্রেটারি আবুল হাশেম বাদী হয়ে পাবনার ৪ নম্বর আমলি আদালতে তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মামলা করেন। (মামলা নম্বর : ৪৭ / ২০২১, তারিখ ১৯ / ০৭ / ২১)। বিজ্ঞ আদালত পাবনা পিবিআইকে তদন্ত করে ২৯ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।
নতুন কমিটির সেক্রেটারি ও মামলার বাদী আবুল হাশেম বলেন, কবরস্থানের ৭ লাখ ৭০ হাজার টাকার কোনো হিসাব মোসলেম উদ্দিন খান দিতে পারেননি। তাই গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী আদালতে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে মোসলেম উদ্দিন খান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। সেক্রেটারি আবদুল কাদের জীবিত থাকতেই চেকে স্বাক্ষর করেছিলেন। সে টাকা তো তুলেছেন ক্যাশিয়ার। গ্রামের একটি নালা ভরাটের কাজে বিরোধিতা করার কারণে আমার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।’
পাবনার ভাঙ্গুড়ায় বেতুয়ান কবরস্থানের আত্মসাৎকৃত ৭ লাখ ৭০ হাজার টাকা ফেরত পেতে আদালতে মামলা করেছেন গ্রামবাসী। বারবার টাকার হিসাব চেয়েও না পেয়ে কমিটির সাবেক সভাপতি আলহাজ মোসলেম উদ্দিন খানের বিরুদ্ধে আদালতে প্রতারণা ও জালিয়াতির মামলা করা হয়।
গ্রামবাসীর পক্ষে ১৯ জুলাই মামলাটি করেন কমিটির সেক্রেটারি আবুল হাশেম। পাবনার বিজ্ঞ আমলি আদালত মামলাটি আমলে নিয়ে পাবনা পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বেতুয়ান কবরস্থানের সাবেক সেক্রেটারি আব্দুল কাদেরের মৃত্যুর পর তাঁর স্বাক্ষর জাল করেন মোসলেম উদ্দিন খান। এরপর তিনি অগ্রণী ব্যাংকের বড়ালব্রিজ শাখা (চেক নম্বর : ১২৬২৭৪৪) থেকে কবরস্থানের ব্যাংক অ্যাকাউন্টের ২ লাখ ৮ হাজার ৫০০ টাকা তুলে নেন। এ ছাড়া তিনি ওই কবরস্থান ফান্ডের আরও ৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এরপর গত মে মাসে কবরস্থানের নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর বিষয়টি জানতে পারেন আবুল হাশেম।
সূত্রে আরও জানা যায়, ঘটনা জানাজানির পর মোসলেম উদ্দিন খানকে ওই টাকার হিসাব দেওয়ার জন্য বারবার তাগাদা দিতে থাকেন নতুন কমিটির সভাপতি নিজাম উদ্দিন ও সেক্রেটারি আবুল হাশেম। কিন্তু টাকার হিসাব দিতে অস্বীকার করেন তিনি। পরে গ্রামবাসীর সিদ্ধান্তে সেক্রেটারি আবুল হাশেম বাদী হয়ে পাবনার ৪ নম্বর আমলি আদালতে তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মামলা করেন। (মামলা নম্বর : ৪৭ / ২০২১, তারিখ ১৯ / ০৭ / ২১)। বিজ্ঞ আদালত পাবনা পিবিআইকে তদন্ত করে ২৯ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।
নতুন কমিটির সেক্রেটারি ও মামলার বাদী আবুল হাশেম বলেন, কবরস্থানের ৭ লাখ ৭০ হাজার টাকার কোনো হিসাব মোসলেম উদ্দিন খান দিতে পারেননি। তাই গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী আদালতে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে মোসলেম উদ্দিন খান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। সেক্রেটারি আবদুল কাদের জীবিত থাকতেই চেকে স্বাক্ষর করেছিলেন। সে টাকা তো তুলেছেন ক্যাশিয়ার। গ্রামের একটি নালা ভরাটের কাজে বিরোধিতা করার কারণে আমার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে