চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলায় চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত মো. মকবুল হোসেন (৩২) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত রোববার ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন সোমবার সন্ধ্যায় চাটমোহর থানায় গ্রেপ্তারকৃত মকবুল হোসেনের চাচি (৪৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে তাঁকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মো. মকবুল হোসেন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মৃত আ. কুদ্দুসের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী প্রায় ১১ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর তার স্ত্রীর প্রতি নজর পড়ে মকবুল হোসেনের। দুই সন্তান নিয়ে বিধবা ওই নারী সংসার সামলাচ্ছিলেন। এ অবস্থায় মকবুল হোসেন তাঁকে নানা সময় কু-প্রস্তাব দিতে আসছিলেন। প্রায় ৫ বছর আগে একদিন ঘরে ঢুকে চাচিকে ধর্ষণের চেষ্টা করেন মকবুল। এ নিয়ে গ্রাম্য সালিসে মকবুল হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।
এরপর কিছুদিন চুপচাপ থাকলেও মকবুল হোসেন আবার তাঁর চাচিকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়াসহ বিয়ে করার প্রলোভন দিতে থাকেন। একপর্যায়ে তাঁর চাচি বিয়ে করতে রাজি হন। এ সুযোগে গত ৩১ জুলাই দিবাগত রাত ১১টার দিকে মকবুল তাঁর চাচির ঘরে ঢুকে ধর্ষণ করেন। এ সময় বাড়ির লোকজন তাঁদের আটক করে বিয়ের কথা বললে, মকবুল বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারী মকবুল হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাবনার চাটমোহর উপজেলায় চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত মো. মকবুল হোসেন (৩২) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত রোববার ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন সোমবার সন্ধ্যায় চাটমোহর থানায় গ্রেপ্তারকৃত মকবুল হোসেনের চাচি (৪৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে তাঁকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মো. মকবুল হোসেন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মৃত আ. কুদ্দুসের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী প্রায় ১১ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর তার স্ত্রীর প্রতি নজর পড়ে মকবুল হোসেনের। দুই সন্তান নিয়ে বিধবা ওই নারী সংসার সামলাচ্ছিলেন। এ অবস্থায় মকবুল হোসেন তাঁকে নানা সময় কু-প্রস্তাব দিতে আসছিলেন। প্রায় ৫ বছর আগে একদিন ঘরে ঢুকে চাচিকে ধর্ষণের চেষ্টা করেন মকবুল। এ নিয়ে গ্রাম্য সালিসে মকবুল হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।
এরপর কিছুদিন চুপচাপ থাকলেও মকবুল হোসেন আবার তাঁর চাচিকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়াসহ বিয়ে করার প্রলোভন দিতে থাকেন। একপর্যায়ে তাঁর চাচি বিয়ে করতে রাজি হন। এ সুযোগে গত ৩১ জুলাই দিবাগত রাত ১১টার দিকে মকবুল তাঁর চাচির ঘরে ঢুকে ধর্ষণ করেন। এ সময় বাড়ির লোকজন তাঁদের আটক করে বিয়ের কথা বললে, মকবুল বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারী মকবুল হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে