চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে চেক জালিয়াতির ৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমদাদুল হককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ইমদাদুল হক উপজেলার নিমপাড়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে। তিনি নিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা যায়, ইমদাদুল হক স্থানীয় একাধিক ব্যক্তির কাছে থেকে চাকরি দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে চেকের মাধ্যমে টাকা আত্মসাৎ করেছিলেন। পরে ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করে। দায়েরকৃত চারটি মামলায় তাঁর সাজা হয়।
পুলিশ জানান, ইমদাদুল হক চারটি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দায়েরকৃত একটি মামলায় ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, একটিতে ১৩ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, একটি মামলায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, চেক জালিয়াতির চার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইমদাদুল হক পলাতক ছিলেন। আজ বেলা ১২টার দিকে পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম কিবরিয়া ও সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিমপাড়া বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে দুপুর দেড়টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, এখন পর্যন্ত ইমদাদুল হকের গ্রেপ্তারের বিষয়ে তাঁকে কেউ জানাননি। তাই কি কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন বা কারাগারে গেছেন সে বিষয়ে তিনি অবগত নয়। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন শিক্ষা কর্মকর্তা।
রাজশাহীর চারঘাটে চেক জালিয়াতির ৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমদাদুল হককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ইমদাদুল হক উপজেলার নিমপাড়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে। তিনি নিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা যায়, ইমদাদুল হক স্থানীয় একাধিক ব্যক্তির কাছে থেকে চাকরি দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে চেকের মাধ্যমে টাকা আত্মসাৎ করেছিলেন। পরে ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করে। দায়েরকৃত চারটি মামলায় তাঁর সাজা হয়।
পুলিশ জানান, ইমদাদুল হক চারটি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দায়েরকৃত একটি মামলায় ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, একটিতে ১৩ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, একটি মামলায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, চেক জালিয়াতির চার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইমদাদুল হক পলাতক ছিলেন। আজ বেলা ১২টার দিকে পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম কিবরিয়া ও সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিমপাড়া বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে দুপুর দেড়টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, এখন পর্যন্ত ইমদাদুল হকের গ্রেপ্তারের বিষয়ে তাঁকে কেউ জানাননি। তাই কি কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন বা কারাগারে গেছেন সে বিষয়ে তিনি অবগত নয়। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন শিক্ষা কর্মকর্তা।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে