চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে বাবাকে মারধর করেছেন মো. মজনুর রহমান নামে এক স্কুলশিক্ষক। বাবাকে কিল, ঘুষি ও লাথি মারাসহ মারধরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় ওই স্কুলশিক্ষককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা বাজারে এ ঘটনা ঘটে। মারধরের বিষয়ে বাবা হাজি মো. আতাউর রহমান (৭৫) চাটমোহর থানায় অভিযোগ করলে মঙ্গলবার রাতে ওই স্কুলশিক্ষক ছেলে মো. মজনুর রহমানকে (৪৫) আটক করে পুলিশ। বুধবার দুপুরে আটক স্কুলশিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মো. মজনুর রহমান চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুলের ভোকেশনাল শাখার ট্রেড ইনস্ট্রাক্টর। বাবার কাছ থেকে জমি লিখে নিতে না পেরে মজনুর রহমান মঙ্গলবার সকালে তাঁর বাবা হাজি মো. আতাউর রহমানের কর্মস্থল মহেলা বাজার ডাকঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও কিল ঘুষি মারা শুরু করেন। একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে ডাকঘরের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। একপর্যায়ে মোবাইল ফোন নিয়ে ওই শিক্ষক মোটরসাইকেলে উঠতে চাইলে বাবা হাজি আতাউর রহমান বাধা দেন। এ পর্যায়ে বাবাকে লাথি মারেন মজনুর। এ ছাড়া প্রকাশ্যে বাবার সঙ্গে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তিও হয়।
পরিস্থিতি দেখে আশপাশের লোকজন এসে মজনুকে উত্তমমাধ্যম দেয়। পরে চাটমোহর থানায় এসে লিখিত অভিযোগ করেন বাবা। মঙ্গলবার রাত ১২টার দিকে থানায় মামলা হয়। এ রাতেই পুলিশ ওই শিক্ষককে আটক করে। আতাউর রহমানকে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আ. ছালাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। বিষয়টি আমি ইউএনও স্যারকে জানিয়েছি।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে পিতাকে মারপিট করেছে মজনুর রহমান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক ছেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবনার চাটমোহরে বাবাকে মারধর করেছেন মো. মজনুর রহমান নামে এক স্কুলশিক্ষক। বাবাকে কিল, ঘুষি ও লাথি মারাসহ মারধরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় ওই স্কুলশিক্ষককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা বাজারে এ ঘটনা ঘটে। মারধরের বিষয়ে বাবা হাজি মো. আতাউর রহমান (৭৫) চাটমোহর থানায় অভিযোগ করলে মঙ্গলবার রাতে ওই স্কুলশিক্ষক ছেলে মো. মজনুর রহমানকে (৪৫) আটক করে পুলিশ। বুধবার দুপুরে আটক স্কুলশিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মো. মজনুর রহমান চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুলের ভোকেশনাল শাখার ট্রেড ইনস্ট্রাক্টর। বাবার কাছ থেকে জমি লিখে নিতে না পেরে মজনুর রহমান মঙ্গলবার সকালে তাঁর বাবা হাজি মো. আতাউর রহমানের কর্মস্থল মহেলা বাজার ডাকঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও কিল ঘুষি মারা শুরু করেন। একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে ডাকঘরের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। একপর্যায়ে মোবাইল ফোন নিয়ে ওই শিক্ষক মোটরসাইকেলে উঠতে চাইলে বাবা হাজি আতাউর রহমান বাধা দেন। এ পর্যায়ে বাবাকে লাথি মারেন মজনুর। এ ছাড়া প্রকাশ্যে বাবার সঙ্গে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তিও হয়।
পরিস্থিতি দেখে আশপাশের লোকজন এসে মজনুকে উত্তমমাধ্যম দেয়। পরে চাটমোহর থানায় এসে লিখিত অভিযোগ করেন বাবা। মঙ্গলবার রাত ১২টার দিকে থানায় মামলা হয়। এ রাতেই পুলিশ ওই শিক্ষককে আটক করে। আতাউর রহমানকে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আ. ছালাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। বিষয়টি আমি ইউএনও স্যারকে জানিয়েছি।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে পিতাকে মারপিট করেছে মজনুর রহমান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক ছেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে