মেলান্দহে স্কুলছাত্রী অপহরণ, থানায় মামলা 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৪৮

জামালপুরের মেলান্দহ উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। গতকাল শুক্রবার রাতে তিনজনকে আসামি করে এই মামলা করা হয়। 

মামলার আসামিরা হলেন মো. হোসাইন (২০), তাঁর বাবা গোলাম মোস্তফা (৪৫) ও চাচা মো. বাগু মণ্ডল (৫০)। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি সকাল ৮টার দিকে ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। পথে আনারবাড়ী ঘাটে পৌঁছালে মো. হোসাইনসহ কয়েকজন ওই ছাত্রীকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেন। বিষয়টি জানাজানি হলে ছাত্রীর বাবা হোসাইনের স্বজনদের কাছে বিচার দাবি করেন। পরে হোসাইনের বাবা গোলাম মোস্তফা ও চাচা বাগু মণ্ডল অপহৃত ছাত্রীকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। মেয়েকে না পেয়ে গতকাল মামলা করেন বাবা। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, অপহৃত মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত