নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা পৌর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পীর হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ ২৬ জনকে আসামি করা হয়েছে। এতে অনিক মাহবুব চৌধুরীসহ ছয়জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের সবাই ছাত্রদলের সঙ্গে যুক্ত।
মামলায় জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার অনন্তপুর গ্রামের একটি ওরসে গেলে বাপ্পীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বাপ্পীর হাত ও পায়ের রগসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
স্থানীয়রা দ্রুত বাপ্পীকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে বাপ্পীকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর শ্যামলী হৃদ্রোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি আহত বাপ্পীর মামা মো. জাকারিয়া বাদী হয়ে মডেল থানায় মামলা করেন। মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সুমনসহ ছয়জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার পরপরই এ মামলার এজাহারভুক্ত আসামি জেলা সদরের অনন্তপুর গ্রামের রনি মিয়াকে (২৫) গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পী তাঁর ওপর হামলাকারীদের নাম বলেন। তাঁর জবানবন্দির ভিডিও ধারণ করেন স্বজনেরা। ভিডিওকে বাপ্পীকে বলতে শোনা যায়, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সুমনসহ সদর উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা তার ওপর হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে আরও ১৫-২০ জন ছিল।
ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, মামলার পরপরই এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নেত্রকোনা পৌর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পীর হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ ২৬ জনকে আসামি করা হয়েছে। এতে অনিক মাহবুব চৌধুরীসহ ছয়জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের সবাই ছাত্রদলের সঙ্গে যুক্ত।
মামলায় জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার অনন্তপুর গ্রামের একটি ওরসে গেলে বাপ্পীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বাপ্পীর হাত ও পায়ের রগসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
স্থানীয়রা দ্রুত বাপ্পীকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে বাপ্পীকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর শ্যামলী হৃদ্রোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি আহত বাপ্পীর মামা মো. জাকারিয়া বাদী হয়ে মডেল থানায় মামলা করেন। মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সুমনসহ ছয়জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার পরপরই এ মামলার এজাহারভুক্ত আসামি জেলা সদরের অনন্তপুর গ্রামের রনি মিয়াকে (২৫) গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পী তাঁর ওপর হামলাকারীদের নাম বলেন। তাঁর জবানবন্দির ভিডিও ধারণ করেন স্বজনেরা। ভিডিওকে বাপ্পীকে বলতে শোনা যায়, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সুমনসহ সদর উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা তার ওপর হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে আরও ১৫-২০ জন ছিল।
ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, মামলার পরপরই এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে