শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী মো. নজরুল ইসলামকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নজরুল (৪২) শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় র্যাব। একই দিন আসামি নজরুলকে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রায় ১৬–১৭ বছর আগে শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মৃত আব্বাস উদ্দিনের মেয়ে আজেদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের নজরুল ইসলাম। শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন নজরুল। তাঁদের ঘরে দুটি সন্তানের জন্ম হয়। তবে অভাব-অনটনের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
২০০৮ সালের ২৩ মে দুপুরে পারিবারিক কলহের জেরে নজরুল স্ত্রীকে নিজ বাড়ির দিকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন। পরে বাড়ির পাশের একটি ধান খেতে নিয়ে দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ওই দিনই আজেদার ভাই সুজন রাজা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালের ১৪ অক্টোবর আসামি নজরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। পরে র্যাব আসামিকে ধরতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল রোডের বিসমিল্লাহ মার্কেটের আল বাকের কাঠ বিতানের সামনে থেকে নজরুলকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি নজরুল পলাতক ছিলেন। তিনি ঢাকায় চায়ের দোকান দিয়ে জীবনযাপন করে আসছিলেন। আমরা বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই শেষে প্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত করি। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী মো. নজরুল ইসলামকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নজরুল (৪২) শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় র্যাব। একই দিন আসামি নজরুলকে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রায় ১৬–১৭ বছর আগে শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মৃত আব্বাস উদ্দিনের মেয়ে আজেদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের নজরুল ইসলাম। শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন নজরুল। তাঁদের ঘরে দুটি সন্তানের জন্ম হয়। তবে অভাব-অনটনের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
২০০৮ সালের ২৩ মে দুপুরে পারিবারিক কলহের জেরে নজরুল স্ত্রীকে নিজ বাড়ির দিকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন। পরে বাড়ির পাশের একটি ধান খেতে নিয়ে দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ওই দিনই আজেদার ভাই সুজন রাজা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালের ১৪ অক্টোবর আসামি নজরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। পরে র্যাব আসামিকে ধরতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল রোডের বিসমিল্লাহ মার্কেটের আল বাকের কাঠ বিতানের সামনে থেকে নজরুলকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি নজরুল পলাতক ছিলেন। তিনি ঢাকায় চায়ের দোকান দিয়ে জীবনযাপন করে আসছিলেন। আমরা বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই শেষে প্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত করি। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে