ঝিনাইদহ প্রতিনিধি
মালয়েশিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নুরে আলম মানিক (৪৫) নামের ঝিনাইদহের এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে দেশটির কুয়ালালামপুরের সিলামগড় জেলার কেআইপি নামক স্থানে এ ঘটনা ঘটে।
মানিক ঝিনাইদহ জেলা শহরের আদর্শপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে। নুরে আলমের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
নিহতের স্ত্রী শাহনাজ পারভীন বলেন, ‘আমার স্বামী মালয়েশিয়াতে ব্যবসা করছিলেন। সেখানে প্রায় ৬ মাস আগে বাংলাদেশি অপর ব্যক্তি এহসান ব্যক্তিগত ও আর্থিক কারণে দোকান থেকে মালামাল প্রায় শূন্য করে ফেলেন। নুরে আলমের ওই দোকানটির লাইসেন্স ছিল মালয়েশিয়া বংশোদ্ভূত বিলকিস নামের এক নারীর। সে সময় এহসান বারবার আমার স্বামীকে বলত ‘‘তুমি দোকানটি নিয়ে সাজিয়ে গুছিয়ে ব্যবসা কর।’ ’ এরপর আমার স্বামী সেই দোকানে ব্যবসা শুরু করে। এরই প্রেক্ষিতে রোববার নিজ সুপার শপের দোকানে বসে থাকা অবস্থায় এক ব্যক্তি তাঁর দোকানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এর কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। সেখানে থাকা অন্য ব্যবসায়ীদের মাধ্যমে বিকেলে খবর পাই আমরা।’
নিহতের স্ত্রী আরও বলেন, ‘ঘটনার সময় ওই দোকানে ওপরের বাসায় ছিল এহসান ভাই। সে সময় কেন সে আসল না এর কোনো উত্তর ফোনে মালয়েশিয়া থেকে সে আমাকে দেয়নি। আমাদের ধারণা পরিকল্পিতভাবেই আমার স্বামীকে হত্যা করা হয়েছে। এর সঠিক বিচার চাই আমরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, সেটাই চাই সবাই।’
নিহতের মেয়ে সিনথিয়া সোয়া বলেন, ‘আমার বাবাকে শেষ বারের মতো দেখতে চাই। সরকার যেন আমার বাবার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করে।’
নিহত এহসানের বড় বোন তাসলীমা খাতুন বলেন, ‘ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আমরা এরই মধ্যে মালয়েশিয়াতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি। সেখানে আবেদন করা হয়েছে। তারা জানিয়েছে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মালয়েশিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নুরে আলম মানিক (৪৫) নামের ঝিনাইদহের এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে দেশটির কুয়ালালামপুরের সিলামগড় জেলার কেআইপি নামক স্থানে এ ঘটনা ঘটে।
মানিক ঝিনাইদহ জেলা শহরের আদর্শপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে। নুরে আলমের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
নিহতের স্ত্রী শাহনাজ পারভীন বলেন, ‘আমার স্বামী মালয়েশিয়াতে ব্যবসা করছিলেন। সেখানে প্রায় ৬ মাস আগে বাংলাদেশি অপর ব্যক্তি এহসান ব্যক্তিগত ও আর্থিক কারণে দোকান থেকে মালামাল প্রায় শূন্য করে ফেলেন। নুরে আলমের ওই দোকানটির লাইসেন্স ছিল মালয়েশিয়া বংশোদ্ভূত বিলকিস নামের এক নারীর। সে সময় এহসান বারবার আমার স্বামীকে বলত ‘‘তুমি দোকানটি নিয়ে সাজিয়ে গুছিয়ে ব্যবসা কর।’ ’ এরপর আমার স্বামী সেই দোকানে ব্যবসা শুরু করে। এরই প্রেক্ষিতে রোববার নিজ সুপার শপের দোকানে বসে থাকা অবস্থায় এক ব্যক্তি তাঁর দোকানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এর কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। সেখানে থাকা অন্য ব্যবসায়ীদের মাধ্যমে বিকেলে খবর পাই আমরা।’
নিহতের স্ত্রী আরও বলেন, ‘ঘটনার সময় ওই দোকানে ওপরের বাসায় ছিল এহসান ভাই। সে সময় কেন সে আসল না এর কোনো উত্তর ফোনে মালয়েশিয়া থেকে সে আমাকে দেয়নি। আমাদের ধারণা পরিকল্পিতভাবেই আমার স্বামীকে হত্যা করা হয়েছে। এর সঠিক বিচার চাই আমরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, সেটাই চাই সবাই।’
নিহতের মেয়ে সিনথিয়া সোয়া বলেন, ‘আমার বাবাকে শেষ বারের মতো দেখতে চাই। সরকার যেন আমার বাবার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করে।’
নিহত এহসানের বড় বোন তাসলীমা খাতুন বলেন, ‘ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আমরা এরই মধ্যে মালয়েশিয়াতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি। সেখানে আবেদন করা হয়েছে। তারা জানিয়েছে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে