কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
অনৈতিক কাজে না হওয়ায় আশিকুর রহমান নামের এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে কোটচাঁদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেছেন ওই যুবক।
তবে চেয়ারম্যান পিংকি খাতুনের দাবি, আশিক তাঁর ছেলে, শাসন করতে একটা থাপ্পড় মেরেছেন, এর বেশি কিছু নয়।
জানা যায়, কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের মৃত ইকবাল হোসনের ছেলে আশিকুর রহমান (২১)। হরমোনের কারণে তিনি কিছুটা অস্বাভাবিক আচরণ করে থাকেন। গান-বাজনাকে তিনি পেশা হিসেবে নিয়েছেন। গান-বাজনার সূত্রেই কোটচাঁদপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনের সঙ্গে তাঁর পরিচয়। এরপর থেকেই ভাইস চেয়ারম্যান আশিকুরসহ বেশ কয়েকজনকে দিয়ে বিভিন্ন সময় ‘অনৈতিক কাজ’ করাতেন বলে দাবি আশিকুরের।
আশিকুর বলেন, তাঁর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে তাঁকে কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ডে একটি দোকানের পেছনে নিয়ে যান পিংকি। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করেন। ওই সময় তাঁর হাতে থাকা ইলেকট্রিক স্টিক দিয়ে বৈদ্যুতিক শক দেন মুখে ও শরীরে। পরে খুনের হুমকি দিয়ে চলে যান।
যুবক আশিকুর বলেন, ‘আমি হিজড়া না। হরমোনের কারণে একটু অস্বাভাবিক। এ কারণে বিভিন্ন যাত্রা ও মঞ্চে নাচ-গান করে জীবন-যাপন করি। এতে যে টাকাপয়সা পাই, চেয়ারম্যান পিংকি সেটাও আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেন। এর আগে আমাকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে চুল কেটে দিয়েছেন। আমার বন্ধুদেরও নির্যাতন করেছেন।’
আশিকুর রহমান আরও বলেন, ‘থানায় অভিযোগ করার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আমাকে হুমকি-ধমকি দিচ্ছেন। এমনকি ইয়াবা, ফেনসিডিল দিয়ে ধরিয়ে দেওয়ারও হুমকিও দিচ্ছেন ভাইস চেয়ারম্যান।’
এদিকে অভিযোগ প্রসঙ্গে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন বলেন, ‘আশিকুর রহমান আমাকে মা বলে ডাকে। আমি তাঁকে ছেলে বলে জানি। দীর্ঘদিন ধরে আমি তাঁকে পালন করে আসছি। সে যেসব অভিযোগ করেছে, সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমি শাসন করতে গিয়ে একটা থাপ্পড় মেরেছি মাত্র। সে এখন রাগে পড়ে হয়তো এসব করছে।’
পিংকি খাতুন আরও বলেন, ‘সামনে আমি নির্বাচন করব। এ কারণে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন তাঁকে দিয়ে এসব করিয়ে।’
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আল মাসুদ মিয়া বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি গিয়েছিলাম তদন্ত করতে। এটা একটা সাধারণ ব্যাপার। তারপরও তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।’
অনৈতিক কাজে না হওয়ায় আশিকুর রহমান নামের এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে কোটচাঁদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেছেন ওই যুবক।
তবে চেয়ারম্যান পিংকি খাতুনের দাবি, আশিক তাঁর ছেলে, শাসন করতে একটা থাপ্পড় মেরেছেন, এর বেশি কিছু নয়।
জানা যায়, কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের মৃত ইকবাল হোসনের ছেলে আশিকুর রহমান (২১)। হরমোনের কারণে তিনি কিছুটা অস্বাভাবিক আচরণ করে থাকেন। গান-বাজনাকে তিনি পেশা হিসেবে নিয়েছেন। গান-বাজনার সূত্রেই কোটচাঁদপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনের সঙ্গে তাঁর পরিচয়। এরপর থেকেই ভাইস চেয়ারম্যান আশিকুরসহ বেশ কয়েকজনকে দিয়ে বিভিন্ন সময় ‘অনৈতিক কাজ’ করাতেন বলে দাবি আশিকুরের।
আশিকুর বলেন, তাঁর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে তাঁকে কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ডে একটি দোকানের পেছনে নিয়ে যান পিংকি। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করেন। ওই সময় তাঁর হাতে থাকা ইলেকট্রিক স্টিক দিয়ে বৈদ্যুতিক শক দেন মুখে ও শরীরে। পরে খুনের হুমকি দিয়ে চলে যান।
যুবক আশিকুর বলেন, ‘আমি হিজড়া না। হরমোনের কারণে একটু অস্বাভাবিক। এ কারণে বিভিন্ন যাত্রা ও মঞ্চে নাচ-গান করে জীবন-যাপন করি। এতে যে টাকাপয়সা পাই, চেয়ারম্যান পিংকি সেটাও আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেন। এর আগে আমাকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে চুল কেটে দিয়েছেন। আমার বন্ধুদেরও নির্যাতন করেছেন।’
আশিকুর রহমান আরও বলেন, ‘থানায় অভিযোগ করার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আমাকে হুমকি-ধমকি দিচ্ছেন। এমনকি ইয়াবা, ফেনসিডিল দিয়ে ধরিয়ে দেওয়ারও হুমকিও দিচ্ছেন ভাইস চেয়ারম্যান।’
এদিকে অভিযোগ প্রসঙ্গে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন বলেন, ‘আশিকুর রহমান আমাকে মা বলে ডাকে। আমি তাঁকে ছেলে বলে জানি। দীর্ঘদিন ধরে আমি তাঁকে পালন করে আসছি। সে যেসব অভিযোগ করেছে, সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমি শাসন করতে গিয়ে একটা থাপ্পড় মেরেছি মাত্র। সে এখন রাগে পড়ে হয়তো এসব করছে।’
পিংকি খাতুন আরও বলেন, ‘সামনে আমি নির্বাচন করব। এ কারণে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন তাঁকে দিয়ে এসব করিয়ে।’
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আল মাসুদ মিয়া বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি গিয়েছিলাম তদন্ত করতে। এটা একটা সাধারণ ব্যাপার। তারপরও তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে