অনলাইন ডেস্ক
ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে বাংলাদেশ থেকে পাচারকৃত ১ কোটি রুপি মূল্যমানের ১৪টি স্বর্ণের বিস্কুটসহ একটি গাড়ি জব্দ করেছে ভারতীয় কাস্টম কমিশন। গত শুক্রবারের (২২ সেপ্টেম্বর) এ ঘটনা সম্পর্কে অবহিত এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে এ তথ্য দেন।
কর্মকর্তারা বলেন, কাস্টম গোয়েন্দারা বিশ্বস্ত সূত্র থেকে মেঘালয়ের ইন্দো-বাংলাদেশ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ চোরাচালানের তথ্য পায়। তথ্য পেয়েই গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) তাঁরা শিলংয়ের ঝালুপাড়ায় অভিযান চালিয়ে গুয়াহাটিগামী একটি মাহিন্দ্রা এসইউভি জব্দ করেন।
জব্দকৃত গাড়ি থেকে আসামের রাঙ্গিয়ার এক বাসিন্দাকে আটক করা হয়। জন্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গের নাগরিক।
শিলংয়ের কাস্টম কমিশন পুলিশ (সিসিপি) কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বিদেশ থেকে আনা স্বর্ণ চোরাচালানের বিষয়টি স্বীকার করেন। এরপর দুটি প্লাস্টিক ব্যাগ থেকে ১৪ পিস স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ হাজার ৬৩২ দশমিক ৪৫০ গ্রাম, যার বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৭৮ হাজার ৩২৬ রুপি।’
কর্মকর্তারা জানান, ওই ব্যক্তির কাছে একটি স্বর্ণের বিস্কুট দিয়েছিলেন এক দালাল। এই দালাল সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের পর গোয়েন্দা কর্মকর্তারা দ্রুত অনুসন্ধানে তৎপর হন এবং ঝালুপাড়ায় ওই ব্যক্তিকে আটক করেন।
অভিযুক্ত ব্যক্তি বলেন, তিনি শিলংয়ের বড়বাজারের একটি দোকানে এক নারীর কাছ থেকে এ স্বর্ণ সংগ্রহ করেছেন। সে দোকানে অভিযান চালানোর পর আরও সাড়ে ৯ লাখ রুপি নগদ অর্থ উদ্ধার করা হয়। এটি স্বর্ণ চোরাচালানের অর্থ বলে স্বীকার করেছেন অভিযুক্ত।
সিসিপির বিবৃতিতে আরও বলা হয়, ‘সেই নারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গেছে, ইন্দো-বাংলাদেশ সীমান্ত দিয়ে এই স্বর্ণ পাচার করা হয়েছে। এ ঘটনায় মোট তিনজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলমান।’
গত মাসে সিসিপির গোয়েন্দারা জোরাবাটের কাছে এক ব্যক্তির কাছ থেকে একটি গাড়িসহ প্রায় ৫৮৩ গ্রাম স্বর্ণ জব্দ করেন। সেসব স্বর্ণ ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে পাচার করা হয়েছিল।
ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে বাংলাদেশ থেকে পাচারকৃত ১ কোটি রুপি মূল্যমানের ১৪টি স্বর্ণের বিস্কুটসহ একটি গাড়ি জব্দ করেছে ভারতীয় কাস্টম কমিশন। গত শুক্রবারের (২২ সেপ্টেম্বর) এ ঘটনা সম্পর্কে অবহিত এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে এ তথ্য দেন।
কর্মকর্তারা বলেন, কাস্টম গোয়েন্দারা বিশ্বস্ত সূত্র থেকে মেঘালয়ের ইন্দো-বাংলাদেশ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ চোরাচালানের তথ্য পায়। তথ্য পেয়েই গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) তাঁরা শিলংয়ের ঝালুপাড়ায় অভিযান চালিয়ে গুয়াহাটিগামী একটি মাহিন্দ্রা এসইউভি জব্দ করেন।
জব্দকৃত গাড়ি থেকে আসামের রাঙ্গিয়ার এক বাসিন্দাকে আটক করা হয়। জন্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গের নাগরিক।
শিলংয়ের কাস্টম কমিশন পুলিশ (সিসিপি) কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বিদেশ থেকে আনা স্বর্ণ চোরাচালানের বিষয়টি স্বীকার করেন। এরপর দুটি প্লাস্টিক ব্যাগ থেকে ১৪ পিস স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ হাজার ৬৩২ দশমিক ৪৫০ গ্রাম, যার বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৭৮ হাজার ৩২৬ রুপি।’
কর্মকর্তারা জানান, ওই ব্যক্তির কাছে একটি স্বর্ণের বিস্কুট দিয়েছিলেন এক দালাল। এই দালাল সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের পর গোয়েন্দা কর্মকর্তারা দ্রুত অনুসন্ধানে তৎপর হন এবং ঝালুপাড়ায় ওই ব্যক্তিকে আটক করেন।
অভিযুক্ত ব্যক্তি বলেন, তিনি শিলংয়ের বড়বাজারের একটি দোকানে এক নারীর কাছ থেকে এ স্বর্ণ সংগ্রহ করেছেন। সে দোকানে অভিযান চালানোর পর আরও সাড়ে ৯ লাখ রুপি নগদ অর্থ উদ্ধার করা হয়। এটি স্বর্ণ চোরাচালানের অর্থ বলে স্বীকার করেছেন অভিযুক্ত।
সিসিপির বিবৃতিতে আরও বলা হয়, ‘সেই নারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গেছে, ইন্দো-বাংলাদেশ সীমান্ত দিয়ে এই স্বর্ণ পাচার করা হয়েছে। এ ঘটনায় মোট তিনজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলমান।’
গত মাসে সিসিপির গোয়েন্দারা জোরাবাটের কাছে এক ব্যক্তির কাছ থেকে একটি গাড়িসহ প্রায় ৫৮৩ গ্রাম স্বর্ণ জব্দ করেন। সেসব স্বর্ণ ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে পাচার করা হয়েছিল।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে