খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
এবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এক ইউটিউবারকে মাঠে নামানো নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। কারণ,‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ফুটবল সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। এখন তিনি বেটিং কাণ্ডের সঙ্গে যুক্ত কি না, সে ব্যাপারে সৃষ্টি হয়েছে সন্দেহ।
নভেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পাবেন, সেটা হয়তো কল্পনাও করেননি ফাকুন্দো মেদিনা। দলে যখন সুযোগ পেলেন, তখন তো আর ঘরে বসে থাকা যায় না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ভরসায় না থেকে বিমানের টিকিট নিজেই কাটলেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার।
বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রীতি ম্যাচে গত রাতে মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় ফুটবলাররাও হতাশ। তাদের মনের আকাশ থেকে হতাশার মেঘ সরাতে আজ টিম হোটেলে এসেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
খেলা, ফুটবল, ব্রাজিল ফুটবল, কোচ, ভেনেজুয়েলা ফুটবল
রুবেন আমোরিম চলে এসেছেন ওল্ড ট্রাফোর্ডে। এবার কি পুরোনো রূপে ফিরতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড? ক্লাবটি ইউনাইটেড বলেই শুরুতে প্রশ্নটি উঠছে। গত সপ্তাহে লিসবনে আমোরিমের অধীনে স্পোর্টিং সিপি চ্যাম্পিয়নস লিগে
‘টাইমমেশিনে’ চড়ে মানুষ কত পুরোনো ঘটনারই স্মৃতিচারণ করে থাকেন। খেলোয়াড়দের ক্ষেত্রে সেটা দেখা যায় আরও বেশি। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হকের গত রাতে হঠাৎই ২০ বছরের পুরোনো এক ঘটনা মনে পড়ল। সেই ঘটনা মনে পড়তেই আক্ষেপের কথা শুনিয়েছেন আমিনুল।
এত আক্রমণ অথচ গোল দূরে থাক, উল্টো ১-০ গোলে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ। এমনটা কিছুতেই যেন মানতে পারছেন না স্বাগতিক দলের কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হতাশার কথাই শোনালেন তিনি।
খেলা, ফুটবল, বাংলাদেশ ফুটবল, মালদ্বীপ ফুটবল
প্রযুক্তির উৎকর্ষতার যুগে সামাজিক মাধ্যমে খেলাধুলা নিয়ে যেকোনো তথ্যই ছড়িয়ে পড়ে মুহূর্তেই। অনেকে ফেসবুক, ইউটিউবে ম্যাচ নিয়ে লাইভ করে থাকেন। আর্জেন্টিনার ঘরোয়া এক ফুটবলে ইউটিউবার কাণ্ডে রীতিমতো তোলপাড় হয়ে গেছে। যা নিয়ে গভীর সন্দেহ দেখা গেছে দেশটির ফুটবলে।
বিশ্বকাপ বাছাইপর্বে বছরের শেষ দুই ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তার আগে দল দুটি পেয়েছে সুখবর। ব্রাজিল দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র আর আর্জেন্টিনা দলে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ।
চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে পাবে না আর্জেন্টিনা। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন লঁসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাস
ফিফা প্রীতি ম্যাচ
এক বছরের বেশি সময় পর বাংলাদেশ সফরে এসেছে মালদ্বীপ। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে কী নাটকীয় জয়ই না পেয়েছিলেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে লড়তে হয়েছিল ১০ জন নিয়েই।