নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটছেন বাড়ির পথে। আর রাজধানীতে রেখে যাচ্ছেন তাঁদের মূল্যবান সামগ্রী। এই সুযোগে তৎপর হয়ে উঠেছে চোর চক্র। এরই মধ্যে শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ। তিনি বলেন, ‘একটি বাসায় গ্রিল কেটে চুরি হয়েছে। আমরা কাজ করছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গোয়েন্দা পুলিশ আমাদের সহযোগিতা করছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।’
কাউকে চিহ্নিত করা গেছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘এখন পর্যন্ত কেউ চিহ্নিত হয়নি। আমরা কাজ করছি। তবে মামলার বাদী তাঁর বাসার একজন গৃহপরিচারিকাকে সন্দেহ করছেন।’
আজ রাত ১০টার দিকে কথা হয় ভুক্তভোগী ইমামুল আরাফাতের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুজনেই চাকরিজীবী। ঈদের ছুটিতে আমার স্ত্রী যশোরের গ্রামের বাড়িতে গেছে। আমি তাকে বিমানবন্দরে দিতে যাই। এরপর বাসায় এসে আবার বের হয়ে বিকেলে একটি ইফতার পার্টির দাওয়াতে যাই। সেখান থেকে ফিরে বাসায় এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ করা। বিষয়টি বাড়ির মালিক ও নিরাপত্তা কর্মীকে জানালে তাঁরা দেখেন আমার বাসার পেছন থেকে গ্রিল কাটা।’
আরাফাত আরও বলেন, ‘এই ঘটনার পরে আমার বাসায় থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি বাসায় প্রবেশ করে। আলমারির কাপড়চোপড় এলোমেলো করেছে। আলমারি ভেঙে সর্বমোট ৩৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা। এ ছাড়া নগদ ২ লাখ টাকা ও একটি এইচপি ল্যাপটপ নিয়ে যায়। যার বাজার মূল্য ৭৫ হাজার টাকা।’
এক নারীকে সন্দেহ করছেন জানিয়ে আরাফাত বলেন, ‘আমরা দুজনেই চাকরিজীবী। আমার বাসায় দুজন কাজের লোক ছিল। একজন সার্বক্ষণিক থাকত, আরেকজন এসে কাজ করে চলে যেতো। এই ছুটা বুয়ার নাম পারভীন আক্তার। তাকে আমার সন্দেহ হচ্ছে। আরেকজন যশোর থেকে এসেছে। তিনি সব সময় আমার বাসায় থাকতেন। আমার পরিবারের সঙ্গে যশোর গেছেন। এ ছাড়া বাসার দুজন নিরাপত্তা কর্মীকেও আমার সন্দেহ হচ্ছে। কারণ তাঁরা আমি কখন আসি যাই সব তথ্য জানে। গার্ড দুজনের নাম শহীদুল ও দেলওয়ার। তিনজনকে পুলিশ আটক করেছে। দেখি কী হয়।’
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটছেন বাড়ির পথে। আর রাজধানীতে রেখে যাচ্ছেন তাঁদের মূল্যবান সামগ্রী। এই সুযোগে তৎপর হয়ে উঠেছে চোর চক্র। এরই মধ্যে শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ। তিনি বলেন, ‘একটি বাসায় গ্রিল কেটে চুরি হয়েছে। আমরা কাজ করছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গোয়েন্দা পুলিশ আমাদের সহযোগিতা করছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।’
কাউকে চিহ্নিত করা গেছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘এখন পর্যন্ত কেউ চিহ্নিত হয়নি। আমরা কাজ করছি। তবে মামলার বাদী তাঁর বাসার একজন গৃহপরিচারিকাকে সন্দেহ করছেন।’
আজ রাত ১০টার দিকে কথা হয় ভুক্তভোগী ইমামুল আরাফাতের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুজনেই চাকরিজীবী। ঈদের ছুটিতে আমার স্ত্রী যশোরের গ্রামের বাড়িতে গেছে। আমি তাকে বিমানবন্দরে দিতে যাই। এরপর বাসায় এসে আবার বের হয়ে বিকেলে একটি ইফতার পার্টির দাওয়াতে যাই। সেখান থেকে ফিরে বাসায় এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ করা। বিষয়টি বাড়ির মালিক ও নিরাপত্তা কর্মীকে জানালে তাঁরা দেখেন আমার বাসার পেছন থেকে গ্রিল কাটা।’
আরাফাত আরও বলেন, ‘এই ঘটনার পরে আমার বাসায় থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি বাসায় প্রবেশ করে। আলমারির কাপড়চোপড় এলোমেলো করেছে। আলমারি ভেঙে সর্বমোট ৩৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা। এ ছাড়া নগদ ২ লাখ টাকা ও একটি এইচপি ল্যাপটপ নিয়ে যায়। যার বাজার মূল্য ৭৫ হাজার টাকা।’
এক নারীকে সন্দেহ করছেন জানিয়ে আরাফাত বলেন, ‘আমরা দুজনেই চাকরিজীবী। আমার বাসায় দুজন কাজের লোক ছিল। একজন সার্বক্ষণিক থাকত, আরেকজন এসে কাজ করে চলে যেতো। এই ছুটা বুয়ার নাম পারভীন আক্তার। তাকে আমার সন্দেহ হচ্ছে। আরেকজন যশোর থেকে এসেছে। তিনি সব সময় আমার বাসায় থাকতেন। আমার পরিবারের সঙ্গে যশোর গেছেন। এ ছাড়া বাসার দুজন নিরাপত্তা কর্মীকেও আমার সন্দেহ হচ্ছে। কারণ তাঁরা আমি কখন আসি যাই সব তথ্য জানে। গার্ড দুজনের নাম শহীদুল ও দেলওয়ার। তিনজনকে পুলিশ আটক করেছে। দেখি কী হয়।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে