ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জে বিভিন্ন কবরস্থান থেকে একের পর এক কঙ্কাল চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে। গত ছয় মাসের মধ্যে ঘিওর ও শিবালয় উপজেলার কয়েকটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় উদ্বিগ্ন মানিকগঞ্জবাসী। শিশু, নারীসহ ২৫টি কঙ্কাল চুরি যাওয়ার ঘটনায় আতঙ্কিত তারা। এ ঘটনায় পুলিশ বলছে, কঙ্কাল চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গতকাল সোমবার রাতে শিবালয় উপজেলার বড় বোয়ালী কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এর আগে গত ১০ আগস্ট একই কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরি হয়। একই দিন পাশের আরেকটি কবরস্থান থেকে চুরি হয় পাঁচটি কঙ্কাল। এ ছাড়া গত ৩০ মার্চ ঘিওর উপজেলার ধুলণ্ডী এলাকার একটি কবরস্থান থেকে চুরি হয় ৯টি কঙ্কাল। এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, গতকাল সোমবার রাতের কোনো এক সময়ে মানিকগঞ্জের শিবালয়ে বড় বোয়ালী কবরস্থান থেকে চারটি মানুষের কঙ্কাল চুরি হয়। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। বিকেলে ঘিওরের বড় ধুলণ্ডী কবরস্থানে কয়েক লোকের বিলাপ শুনে এগিয়ে গিয়ে দেখা গেল এক হৃদয়বিদারক দৃশ্য। ৯ মাস আগে মারা যান বড় ধুলণ্ডী গ্রামের মো. হাশেম মোল্লার ছেলে সেলিম মোল্লা। এই কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কিন্তু ৩০ মার্চ চুরি যাওয়া ৯টি কঙ্কালের মধ্যে ছিল এই মরদেহ।
সেলিম মোল্লার দুই শিশুসন্তান নিয়ে তাঁর বড় ভাই মো. পান্নু মোল্লা কবরস্থানে প্রায়ই আসেন। জিজ্ঞাসা করতেই তাঁরা কান্নায় ভেঙে পড়েন। পান্নু মোল্লা বিলাপ করতে করতে বলেন, ‘মরেও শান্তি পেল না ভাইটি। লাশ চুরির মতো এই জঘন্য অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই।’
সেলিম মোল্লার অবুঝ শিশুসন্তান রাফি (৫) বারবার বাবার কবরের খোঁড়া সুড়ঙ্গের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সে অস্ফুট স্বরে বলতে থাকে, ‘এইটা আমার আব্বার কবর, মাইনষে উঠাইয়া নিয়া গেছে।’
খোয়া যাওয়া এসব কঙ্কালের মধ্যে পুরুষের মরদেহ বেশি থাকলেও রয়েছে শিশুসহ নারীর মরদেহ। সদ্য কবর দেওয়া থেকে শুরু করে আট বছর বয়সী কবর থেকে এসব কঙ্কাল চুরি হয়। এদিকে পরপর কয়েকবার কবরস্থান থেকে মানুষের কঙ্কাল চুরি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ঘটনার তদন্ত করে কঙ্কাল চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন ভোরে বড় ধুলণ্ডী গ্রামের বাসিন্দা ও কবরস্থান ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন কবরস্থান পরিষ্কার করতে যান। এ সময় তিনি কয়েকটি কবর খোঁড়া দেখতে পান। পরে তিনি কাছে গিয়ে দেখেন, এসব কবর থেকে কঙ্কাল তুলে নেওয়া হয়েছে। এর আগে গত ১০ আগস্ট একই উপজেলার কাতরাসিন দক্ষিণপাড়া কবরস্থানে ও বোয়ালি এলাকার দুটি কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্বজনদের মধ্যে শোক বিরাজ করছে। গত ৩০ মার্চ তারিখেও মানিকগঞ্জের ঘিওর উপজেলার বলিয়াখোড়া ইউনিয়নের বড় ধুলণ্ডী গ্রামের কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ নূরে আলম মরদেহ চুরির ঘটনা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘বড় বোয়ালী কবরস্থান থেকে চারটি মানুষের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নুরজাহান লাবনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে বলেন, ‘কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের ধরতে জেলা পুলিশ অনেক আগে থেকেই কাজ শুরু করেছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
মানিকগঞ্জে বিভিন্ন কবরস্থান থেকে একের পর এক কঙ্কাল চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে। গত ছয় মাসের মধ্যে ঘিওর ও শিবালয় উপজেলার কয়েকটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় উদ্বিগ্ন মানিকগঞ্জবাসী। শিশু, নারীসহ ২৫টি কঙ্কাল চুরি যাওয়ার ঘটনায় আতঙ্কিত তারা। এ ঘটনায় পুলিশ বলছে, কঙ্কাল চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গতকাল সোমবার রাতে শিবালয় উপজেলার বড় বোয়ালী কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এর আগে গত ১০ আগস্ট একই কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরি হয়। একই দিন পাশের আরেকটি কবরস্থান থেকে চুরি হয় পাঁচটি কঙ্কাল। এ ছাড়া গত ৩০ মার্চ ঘিওর উপজেলার ধুলণ্ডী এলাকার একটি কবরস্থান থেকে চুরি হয় ৯টি কঙ্কাল। এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, গতকাল সোমবার রাতের কোনো এক সময়ে মানিকগঞ্জের শিবালয়ে বড় বোয়ালী কবরস্থান থেকে চারটি মানুষের কঙ্কাল চুরি হয়। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। বিকেলে ঘিওরের বড় ধুলণ্ডী কবরস্থানে কয়েক লোকের বিলাপ শুনে এগিয়ে গিয়ে দেখা গেল এক হৃদয়বিদারক দৃশ্য। ৯ মাস আগে মারা যান বড় ধুলণ্ডী গ্রামের মো. হাশেম মোল্লার ছেলে সেলিম মোল্লা। এই কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কিন্তু ৩০ মার্চ চুরি যাওয়া ৯টি কঙ্কালের মধ্যে ছিল এই মরদেহ।
সেলিম মোল্লার দুই শিশুসন্তান নিয়ে তাঁর বড় ভাই মো. পান্নু মোল্লা কবরস্থানে প্রায়ই আসেন। জিজ্ঞাসা করতেই তাঁরা কান্নায় ভেঙে পড়েন। পান্নু মোল্লা বিলাপ করতে করতে বলেন, ‘মরেও শান্তি পেল না ভাইটি। লাশ চুরির মতো এই জঘন্য অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই।’
সেলিম মোল্লার অবুঝ শিশুসন্তান রাফি (৫) বারবার বাবার কবরের খোঁড়া সুড়ঙ্গের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সে অস্ফুট স্বরে বলতে থাকে, ‘এইটা আমার আব্বার কবর, মাইনষে উঠাইয়া নিয়া গেছে।’
খোয়া যাওয়া এসব কঙ্কালের মধ্যে পুরুষের মরদেহ বেশি থাকলেও রয়েছে শিশুসহ নারীর মরদেহ। সদ্য কবর দেওয়া থেকে শুরু করে আট বছর বয়সী কবর থেকে এসব কঙ্কাল চুরি হয়। এদিকে পরপর কয়েকবার কবরস্থান থেকে মানুষের কঙ্কাল চুরি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ঘটনার তদন্ত করে কঙ্কাল চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন ভোরে বড় ধুলণ্ডী গ্রামের বাসিন্দা ও কবরস্থান ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন কবরস্থান পরিষ্কার করতে যান। এ সময় তিনি কয়েকটি কবর খোঁড়া দেখতে পান। পরে তিনি কাছে গিয়ে দেখেন, এসব কবর থেকে কঙ্কাল তুলে নেওয়া হয়েছে। এর আগে গত ১০ আগস্ট একই উপজেলার কাতরাসিন দক্ষিণপাড়া কবরস্থানে ও বোয়ালি এলাকার দুটি কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্বজনদের মধ্যে শোক বিরাজ করছে। গত ৩০ মার্চ তারিখেও মানিকগঞ্জের ঘিওর উপজেলার বলিয়াখোড়া ইউনিয়নের বড় ধুলণ্ডী গ্রামের কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ নূরে আলম মরদেহ চুরির ঘটনা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘বড় বোয়ালী কবরস্থান থেকে চারটি মানুষের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নুরজাহান লাবনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে বলেন, ‘কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের ধরতে জেলা পুলিশ অনেক আগে থেকেই কাজ শুরু করেছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে