নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা এলাকায় কিশোর হৃদয় আহম্মেদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সকালে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় দিলীপ কুমার আগরওয়ালাকে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক নুরুল ইসলাম খান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান।
গত ২৬ সেপ্টেম্বর আগরওয়ালাকে দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ডে দেওয়া হয়। এর আগে গত ৩ সেপ্টেম্বর তাঁকে গুলশানের আকাশ টাওয়ার থেকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়। ৪ সেপ্টেম্বর এই মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠালে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ৭ সেপ্টেম্বর আগরওয়ালাকে কারাগারে পাঠানো হয়।
আগরওয়ালাকে আটক করার পর পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে স্বর্ণ চোরা চালান, ডায়মন্ডের ব্যবসা নিয়ে প্রতারণা, কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। কিন্তু হত্যা মামলায় তাঁর নাম থাকায় তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই দুপুর ২টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় কিশোর হৃদয় আহম্মেদ (১৬)। বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থানকালে গুলিতে গুরুতর আহত হয় সে। আরও অনেকে তখন গুরুতর আহত হয়। আহতদের আফতাবনগর নাগরিক বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে সন্ধ্যায় হৃদয়ের লাশ শনাক্ত করা হয়। পরে তাঁর লাশ মাদারীপুরের শিবচরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।
এ ঘটনায় আন্দোলনের সময় হৃদয়ের সঙ্গে থাকা শাহাদত হোসেন নামের এক ব্যক্তি গত ২২ আগস্ট শেখ হাসিনাসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা এলাকায় কিশোর হৃদয় আহম্মেদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সকালে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় দিলীপ কুমার আগরওয়ালাকে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক নুরুল ইসলাম খান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান।
গত ২৬ সেপ্টেম্বর আগরওয়ালাকে দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ডে দেওয়া হয়। এর আগে গত ৩ সেপ্টেম্বর তাঁকে গুলশানের আকাশ টাওয়ার থেকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়। ৪ সেপ্টেম্বর এই মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠালে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ৭ সেপ্টেম্বর আগরওয়ালাকে কারাগারে পাঠানো হয়।
আগরওয়ালাকে আটক করার পর পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে স্বর্ণ চোরা চালান, ডায়মন্ডের ব্যবসা নিয়ে প্রতারণা, কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। কিন্তু হত্যা মামলায় তাঁর নাম থাকায় তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই দুপুর ২টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় কিশোর হৃদয় আহম্মেদ (১৬)। বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থানকালে গুলিতে গুরুতর আহত হয় সে। আরও অনেকে তখন গুরুতর আহত হয়। আহতদের আফতাবনগর নাগরিক বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে সন্ধ্যায় হৃদয়ের লাশ শনাক্ত করা হয়। পরে তাঁর লাশ মাদারীপুরের শিবচরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।
এ ঘটনায় আন্দোলনের সময় হৃদয়ের সঙ্গে থাকা শাহাদত হোসেন নামের এক ব্যক্তি গত ২২ আগস্ট শেখ হাসিনাসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে