ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী থানার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের কালীমন্দিরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে আগুনের ঘটনায় সন্দেহভাজন নির্মাণশ্রমিকদের মারধরে অংশ নেয় ১০ থেকে ১২ জন। আর এই মারধরের সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপস্থিত ছিলেন ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন। তাঁর উপস্থিতিতেই মারধর শুরু হয়। পরে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে তিনি কক্ষ ত্যাগ করেন।
আজকের পত্রিকার হাতে আসা ওই দিনের ঘটনার দুটি ভিডিওতে এমন চিত্র দেখা গেছে। তবে মন্দিরে আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনো জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে থানায়।
ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানিয়েছেন, এ ঘটনার পরে মধুখালী থানায় মন্দিরে আগুন, দুই নির্মাণশ্রমিককে হত্যা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা হয়েছে।
এসব মামলায় গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, একটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তবে, তিনি গ্রেপ্তারকৃতদের পরিচয় জানাতে চাননি।
ঘটনার পর প্রাথমিকভাবে জানা যায়, এলাকাবাসীর গণপিটুনিতে দুই সহোদর নির্মাণশ্রমিক মারা যান। তবে ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, এলাকাবাসীর গণপিটুনিতে নয়, ১০ থেকে ১২ জন লোকের নির্মম নির্যাতনে মৃত্যু হয় দুজন নির্মাণশ্রমিকের।
ওই ভিডিওতে দেখা যায়, পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে নির্মাণশ্রমিকদের পেছন দিকে হাত বেঁধে জেরা করছেন কয়েক ব্যক্তি। ওই শ্রেণিকক্ষেই শ্রমিকেরা থাকতেন। এরপর শ্রেণিকক্ষ বন্ধ করে কয়েকজন তরুণ লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করছে তাঁদের। হলুদ, খয়েরি ও নীল রঙের টি-শার্ট পরা তিন তরুণই বেশি নির্যাতন করেন। এ সময় চিৎকার করছিলেন শ্রমিকেরা। শ্রেণিকক্ষের বাইরে অবস্থানরত উত্তেজিত জনতা তাতে উৎসাহ দিচ্ছে। উৎসাহ পেয়ে ওই তরুণেরা নির্মাণশ্রমিকদের নির্যাতন চালিয়ে যায়।
আজকের পত্রিকার অনুসন্ধানে জানা গেছে, সেখানে স্থানীয় প্রভাষ কুমার, উজ্জ্বল, সুফল, সুকুমার, রাজকুমার, সাধন, বিকাশ, সুজিত, মানিকসহ আরও কয়েকজন মারধরে অংশ নিয়েছেন।
আরেকটি ভিডিওতে দেখা গেছে, সেখানে নির্মাণশ্রমিকদের পিঠমোড়া করে বেঁধে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ভিডিওতে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অজিত কুমার সরকারের সঙ্গে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপনকে দেখা যায়। তপন শ্রমিকদের জেরা করেন। একপর্যায়ে তিনিও শ্রমিকদের মারধর করেন।
জানা গেছে, স্থানীয় প্রভাষ কুমারের ফোনকল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ইউপি মেম্বার অজিত কুমার সরকার। তিনি শ্রমিকদের শিশু শ্রেণিকক্ষে ঢোকান। পরে ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিংকন বিশ্বাস ঘটনাস্থলে আসেন। তখন উত্তেজিত জনতা ‘ধর ধর’ বলে ইটপাটকেল, রড, বাঁশ ও কাঠ দিয়ে রুমের দরজা জানালা ভাঙতে শুরু করে। পরে উত্তেজনা বাড়তে থাকলে অজিত কুমার সরকার চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে ফোনকল করে ডেকে আনেন।
চেয়ারম্যান কক্ষের ভেতরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি বেরিয়ে আসেন এবং থানায় ফোন করেন। কিছু সময় পর মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন। এ সময় উত্তেজিত জনতা তাঁদের অবরুদ্ধ করে। পরে ফরিদপুর ও রাজবাড়ী জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য শাখার সদস্যরা এসে রাত ১১টার পর রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে স্থানীয়দের ছত্রভঙ্গ করে দেন। ততক্ষণে দুই নির্মাণশ্রমিক মারা যান।
তপন গত শুক্রবার আজকের পত্রিকাকে বলেছিলেন, তিনি অল্প কিছু সময় শ্রমিকদের কক্ষে অবস্থান করেছিলেন। এ সময় তিনিও শ্রমিকদের কাছে আগুন নিয়ে প্রশ্ন করেন। তবে ভিডিওতে দেখা যায়, তাঁর উপস্থিতিতেই শ্রমিকদের মারধর করা হয়।
এই ভিডিওর ব্যাপারে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তাঁরা জানিয়েছেন, ঘটনার তদন্তে ব্যাপক তৎপরতা চলছে।
পুলিশের বিশেষ শাখার একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, শুরুতে চেয়ারম্যান ওই কক্ষে যান। তিনি চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেন। তবে তিনি ও ইউপি সদস্যরা জেরা করার একপর্যায়ে মারধর শুরু করেন। এটা করা উচিত হয়নি। এতে বাইরে থাকা জনতা আরও উত্তেজিত হয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চেয়ারম্যান কক্ষ থেকে বের হয়ে যান।
এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনো নিশ্চিত নয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অগ্নিকাণ্ডের সঙ্গে নির্মাণশ্রমিকদের সম্পৃক্ততার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। হিন্দু অধ্যুষিত এলাকায় কয়েকজন মুসলিম ছিলেন কেবল ওই নির্মাণশ্রমিকেরাই। সেই কারণে উত্তেজনার মধ্যে নিছক সন্দেহের বশে তাঁদের ওপর হামলা হয়েছে।
পুলিশের সূত্রটি বলছে, আগুন কীভাবে লেগেছে, সেটি বের করতে এখন ফরেনসিক টিম কাজ করছে।
উল্লেখ্য, ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম আর পঞ্চপল্লী এলাকা। এই এলাকাটি পাঁচটি গ্রাম নিয়ে। সবগুলো গ্রামই হিন্দু অধ্যুষিত। আশপাশের এলাকাগুলোও হিন্দু অধ্যুষিত। পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নির্মাণের কাজ করছিলেন কয়েকজন নির্মাণশ্রমিক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়টির পাশে অবস্থিত কালীমন্দিরের মূর্তিতে আগুন দেওয়ার ঘটনায় তাঁদের পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। এতে আরশাদুল ও আশরাফুল নামে দুই কিশোরের মৃত্যু হয়। তাঁরা আপন ভাই।
ফরিদপুরের মধুখালী থানার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের কালীমন্দিরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে আগুনের ঘটনায় সন্দেহভাজন নির্মাণশ্রমিকদের মারধরে অংশ নেয় ১০ থেকে ১২ জন। আর এই মারধরের সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপস্থিত ছিলেন ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন। তাঁর উপস্থিতিতেই মারধর শুরু হয়। পরে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে তিনি কক্ষ ত্যাগ করেন।
আজকের পত্রিকার হাতে আসা ওই দিনের ঘটনার দুটি ভিডিওতে এমন চিত্র দেখা গেছে। তবে মন্দিরে আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনো জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে থানায়।
ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানিয়েছেন, এ ঘটনার পরে মধুখালী থানায় মন্দিরে আগুন, দুই নির্মাণশ্রমিককে হত্যা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা হয়েছে।
এসব মামলায় গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, একটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তবে, তিনি গ্রেপ্তারকৃতদের পরিচয় জানাতে চাননি।
ঘটনার পর প্রাথমিকভাবে জানা যায়, এলাকাবাসীর গণপিটুনিতে দুই সহোদর নির্মাণশ্রমিক মারা যান। তবে ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, এলাকাবাসীর গণপিটুনিতে নয়, ১০ থেকে ১২ জন লোকের নির্মম নির্যাতনে মৃত্যু হয় দুজন নির্মাণশ্রমিকের।
ওই ভিডিওতে দেখা যায়, পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে নির্মাণশ্রমিকদের পেছন দিকে হাত বেঁধে জেরা করছেন কয়েক ব্যক্তি। ওই শ্রেণিকক্ষেই শ্রমিকেরা থাকতেন। এরপর শ্রেণিকক্ষ বন্ধ করে কয়েকজন তরুণ লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করছে তাঁদের। হলুদ, খয়েরি ও নীল রঙের টি-শার্ট পরা তিন তরুণই বেশি নির্যাতন করেন। এ সময় চিৎকার করছিলেন শ্রমিকেরা। শ্রেণিকক্ষের বাইরে অবস্থানরত উত্তেজিত জনতা তাতে উৎসাহ দিচ্ছে। উৎসাহ পেয়ে ওই তরুণেরা নির্মাণশ্রমিকদের নির্যাতন চালিয়ে যায়।
আজকের পত্রিকার অনুসন্ধানে জানা গেছে, সেখানে স্থানীয় প্রভাষ কুমার, উজ্জ্বল, সুফল, সুকুমার, রাজকুমার, সাধন, বিকাশ, সুজিত, মানিকসহ আরও কয়েকজন মারধরে অংশ নিয়েছেন।
আরেকটি ভিডিওতে দেখা গেছে, সেখানে নির্মাণশ্রমিকদের পিঠমোড়া করে বেঁধে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ভিডিওতে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অজিত কুমার সরকারের সঙ্গে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপনকে দেখা যায়। তপন শ্রমিকদের জেরা করেন। একপর্যায়ে তিনিও শ্রমিকদের মারধর করেন।
জানা গেছে, স্থানীয় প্রভাষ কুমারের ফোনকল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ইউপি মেম্বার অজিত কুমার সরকার। তিনি শ্রমিকদের শিশু শ্রেণিকক্ষে ঢোকান। পরে ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিংকন বিশ্বাস ঘটনাস্থলে আসেন। তখন উত্তেজিত জনতা ‘ধর ধর’ বলে ইটপাটকেল, রড, বাঁশ ও কাঠ দিয়ে রুমের দরজা জানালা ভাঙতে শুরু করে। পরে উত্তেজনা বাড়তে থাকলে অজিত কুমার সরকার চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে ফোনকল করে ডেকে আনেন।
চেয়ারম্যান কক্ষের ভেতরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি বেরিয়ে আসেন এবং থানায় ফোন করেন। কিছু সময় পর মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন। এ সময় উত্তেজিত জনতা তাঁদের অবরুদ্ধ করে। পরে ফরিদপুর ও রাজবাড়ী জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য শাখার সদস্যরা এসে রাত ১১টার পর রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে স্থানীয়দের ছত্রভঙ্গ করে দেন। ততক্ষণে দুই নির্মাণশ্রমিক মারা যান।
তপন গত শুক্রবার আজকের পত্রিকাকে বলেছিলেন, তিনি অল্প কিছু সময় শ্রমিকদের কক্ষে অবস্থান করেছিলেন। এ সময় তিনিও শ্রমিকদের কাছে আগুন নিয়ে প্রশ্ন করেন। তবে ভিডিওতে দেখা যায়, তাঁর উপস্থিতিতেই শ্রমিকদের মারধর করা হয়।
এই ভিডিওর ব্যাপারে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তাঁরা জানিয়েছেন, ঘটনার তদন্তে ব্যাপক তৎপরতা চলছে।
পুলিশের বিশেষ শাখার একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, শুরুতে চেয়ারম্যান ওই কক্ষে যান। তিনি চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেন। তবে তিনি ও ইউপি সদস্যরা জেরা করার একপর্যায়ে মারধর শুরু করেন। এটা করা উচিত হয়নি। এতে বাইরে থাকা জনতা আরও উত্তেজিত হয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চেয়ারম্যান কক্ষ থেকে বের হয়ে যান।
এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনো নিশ্চিত নয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অগ্নিকাণ্ডের সঙ্গে নির্মাণশ্রমিকদের সম্পৃক্ততার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। হিন্দু অধ্যুষিত এলাকায় কয়েকজন মুসলিম ছিলেন কেবল ওই নির্মাণশ্রমিকেরাই। সেই কারণে উত্তেজনার মধ্যে নিছক সন্দেহের বশে তাঁদের ওপর হামলা হয়েছে।
পুলিশের সূত্রটি বলছে, আগুন কীভাবে লেগেছে, সেটি বের করতে এখন ফরেনসিক টিম কাজ করছে।
উল্লেখ্য, ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম আর পঞ্চপল্লী এলাকা। এই এলাকাটি পাঁচটি গ্রাম নিয়ে। সবগুলো গ্রামই হিন্দু অধ্যুষিত। আশপাশের এলাকাগুলোও হিন্দু অধ্যুষিত। পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নির্মাণের কাজ করছিলেন কয়েকজন নির্মাণশ্রমিক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়টির পাশে অবস্থিত কালীমন্দিরের মূর্তিতে আগুন দেওয়ার ঘটনায় তাঁদের পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। এতে আরশাদুল ও আশরাফুল নামে দুই কিশোরের মৃত্যু হয়। তাঁরা আপন ভাই।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে