ঢাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক (সাবেক) নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘শামসের অপরাধ ছিল তিনি তাঁর প্রতিবেদনে মানুষের সংকটের কথা তুলে ধরেছেন। দেশের সাড়ে ৩ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে—এ কথা কেউ অস্বীকার করতে পারবে?’
আজ বেলা ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গ্রেপ্তারকৃত প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদর মানববন্ধনে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন প্রিন্স।
প্রিন্স বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একসময়ে আমরা পড়েছি, তখন দেখেছি শামস কীভাবে শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কলম ধরেছিল, সত্যের সঙ্গে শামস কখনো আপস করেনি, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে শামস সব সময় অবস্থান নিয়েছিল। ব্যক্তিগত জীবনে শামসের অনেক কিছু গ্রহণ করার সুযোগ ছিল, কিন্তু শামস সেগুলো গ্রহণ করেনি, সত্যকে বিসর্জন দেয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক, লেখক ও রাজনৈতিক ব্যক্তিদের টুঁটি চেপে ধরা হচ্ছে।’
মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কল্লোল ভৌমিক বলেন, ‘বাংলাদেশের আশি ভাগ মানুষের আয় নির্দিষ্ট, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাদের আয় কমে গেছে, ৩০ ভাগ বেশি খরচ করে বাজার করতে হচ্ছে। সাংবাদিক হিসেবে শামস দায়িত্বশীল আচরণ করেছে। আমি এখানে উপস্থিত হয়েছি শামসকে ধন্যবাদ দিতে, মানুষের আকাঙ্ক্ষা তুলে ধরার সৎ সাহস শামস দেখিয়েছে। এ দেশের স্বাধীনতা মানে মানুষের ভাতের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার পূরণের স্বাধীনতা। সত্য কথা লেখার কারণে শামসকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাতে মনে হয় একাত্তর-পূর্ববর্তী পাকিস্তানি শাসকগোষ্ঠীর প্রেতাত্মা বর্তমান শাসকগোষ্ঠীর ওপর ভর করেছে। শামসকে মুক্তি দেওয়া না হলে আমরা রাজপথে থাকব, প্রয়োজনে জেলে যাব এবং এই অসহনীয় পরিস্থিতি মেনে নেব না।’
শামসুজ্জামান শামসের বন্ধু ও গণমাধ্যমকর্মী ইমন রহমান বলেন, ‘শামসের মুক্তির দাবিতে আমাদের দাঁড়াতে হচ্ছে, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। যে ভুলটির কথা বলা হচ্ছে একাত্তর টিভির প্রতিবেদনে, তাতে শামসের কোনো দোষ নেই। ভুল হতে পারে প্রথম আলো কর্তৃপক্ষের, যারা ছবি বসিয়েছে তাদের, ১৭ মিনিট পরে তারা ছবি প্রত্যাহার করে নিয়েছে এবং ক্ষমা চেয়েছে। সংবাদে ভুল হতে পারে, কিন্তু ভুলের জের ধরে একজন সাংবাদিককে জেলে পাঠাতে হবে তা কোনোভাবেই কাম্য নয়। সরকারের ভুল থাকলে আমরা সেটা তুলে ধরছি, লিখছি। তার মানে এই নয় যে, আমরা সরকারের বিরোধিতা করছি। স্বাধীনতা নিয়ে মানুষের কথা বলার স্বাধীনতা যেমন রয়েছে, ঠিক তেমনি সাংবাদিকদের তা তুলে ধরার স্বাধীনতা রয়েছে।’
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনের খবর পেয়ে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ‘মিথ্যা সংবাদ পরিবেশন ও গুজব ছড়ানোর’ অভিযোগ এনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ, গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রলীগ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক (সাবেক) নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘শামসের অপরাধ ছিল তিনি তাঁর প্রতিবেদনে মানুষের সংকটের কথা তুলে ধরেছেন। দেশের সাড়ে ৩ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে—এ কথা কেউ অস্বীকার করতে পারবে?’
আজ বেলা ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গ্রেপ্তারকৃত প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদর মানববন্ধনে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন প্রিন্স।
প্রিন্স বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একসময়ে আমরা পড়েছি, তখন দেখেছি শামস কীভাবে শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কলম ধরেছিল, সত্যের সঙ্গে শামস কখনো আপস করেনি, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে শামস সব সময় অবস্থান নিয়েছিল। ব্যক্তিগত জীবনে শামসের অনেক কিছু গ্রহণ করার সুযোগ ছিল, কিন্তু শামস সেগুলো গ্রহণ করেনি, সত্যকে বিসর্জন দেয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক, লেখক ও রাজনৈতিক ব্যক্তিদের টুঁটি চেপে ধরা হচ্ছে।’
মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কল্লোল ভৌমিক বলেন, ‘বাংলাদেশের আশি ভাগ মানুষের আয় নির্দিষ্ট, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাদের আয় কমে গেছে, ৩০ ভাগ বেশি খরচ করে বাজার করতে হচ্ছে। সাংবাদিক হিসেবে শামস দায়িত্বশীল আচরণ করেছে। আমি এখানে উপস্থিত হয়েছি শামসকে ধন্যবাদ দিতে, মানুষের আকাঙ্ক্ষা তুলে ধরার সৎ সাহস শামস দেখিয়েছে। এ দেশের স্বাধীনতা মানে মানুষের ভাতের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার পূরণের স্বাধীনতা। সত্য কথা লেখার কারণে শামসকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাতে মনে হয় একাত্তর-পূর্ববর্তী পাকিস্তানি শাসকগোষ্ঠীর প্রেতাত্মা বর্তমান শাসকগোষ্ঠীর ওপর ভর করেছে। শামসকে মুক্তি দেওয়া না হলে আমরা রাজপথে থাকব, প্রয়োজনে জেলে যাব এবং এই অসহনীয় পরিস্থিতি মেনে নেব না।’
শামসুজ্জামান শামসের বন্ধু ও গণমাধ্যমকর্মী ইমন রহমান বলেন, ‘শামসের মুক্তির দাবিতে আমাদের দাঁড়াতে হচ্ছে, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। যে ভুলটির কথা বলা হচ্ছে একাত্তর টিভির প্রতিবেদনে, তাতে শামসের কোনো দোষ নেই। ভুল হতে পারে প্রথম আলো কর্তৃপক্ষের, যারা ছবি বসিয়েছে তাদের, ১৭ মিনিট পরে তারা ছবি প্রত্যাহার করে নিয়েছে এবং ক্ষমা চেয়েছে। সংবাদে ভুল হতে পারে, কিন্তু ভুলের জের ধরে একজন সাংবাদিককে জেলে পাঠাতে হবে তা কোনোভাবেই কাম্য নয়। সরকারের ভুল থাকলে আমরা সেটা তুলে ধরছি, লিখছি। তার মানে এই নয় যে, আমরা সরকারের বিরোধিতা করছি। স্বাধীনতা নিয়ে মানুষের কথা বলার স্বাধীনতা যেমন রয়েছে, ঠিক তেমনি সাংবাদিকদের তা তুলে ধরার স্বাধীনতা রয়েছে।’
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনের খবর পেয়ে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ‘মিথ্যা সংবাদ পরিবেশন ও গুজব ছড়ানোর’ অভিযোগ এনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ, গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রলীগ।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে