সাভার (ঢাকা) প্রতিনিধি
চলন্ত ভ্যান থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের পরপরই ছিনতাইকারীর পিছু নেন ভুক্তভোগী এক তরুণী। বেশ কিছু দূর ধাওয়া করে অবশেষে নিজেই ধরে ফেলেন ছিনতাইকারীকে। এ সময় তাঁর চিৎকার শুনে এগিয়ে আসেন পথচারীরা। এর তাদের সহায়তায় আজ সোমবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে ছিনতাইকারীকে আশুলিয়া থানার নিয়ে আসেন ওই তরুণী।
ভুক্তভোগী তরুণীর নাম সুমাইয়া। স্থানীয় একটি গার্মেন্টস শ্রমিকের কাজ করেন তিনি। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর গ্রামের বাড়ি বরিশাল। বর্তমানে আশুলিয়াতেই সপরিবারে বসবাস করছেন। অফিস ছুটির পর বাড়ি ফেরার সময় চলন্ত ভ্যান থেকে ছিনতাইয়ের শিকার হন তিনি। সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়া করণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে এ ঘটনা ঘটে।
আটক ছিনতাইকারী সুমন সরকার বগুড়া জেলার শেরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
তরুণীর এমন সাহসিকতার প্রশংসা করেন পথচারী ও প্রত্যক্ষদর্শীরা। জাহাঙ্গীর আলম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মেয়েটি আসলেই সাহসী। মোবাইল ছিনিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই মেয়েটি দৌড় দেয় ছিনতাইকারীর পেছনে। ছিনতাইকারীকে দৌড়ে বেশ কিছু দূর নিয়ে গেলেও পিছু ছাড়েনি তার। ওই মেয়েকে দেখে আরও কিছু মানুষ পিছু নেয় ছিনতাইকারীর। পরে আমরা সবাই মিলে তাকে ধরতে পেরেছি।’
ছিনতাইকারীকে ধরতে পারলেও মোবাইলটি এখনো পাওয়া যায়নি। ছিনতাইকারী সুমনের দাবি সে দৌড়ানোর সময় মোবাইলটি ছুড়ে ফেলেছে। থানায় আসার পরেও মোবাইলটি ফিরে না পাওয়ার আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েন ওই পোশাক শ্রমিক।
এদিকে খোয়া যাওয়া মোবাইলটি উদ্ধারের চেষ্টা করছে বলে জানায় আশুলিয়া থানা-পুলিশ।
আশুলিয়া থানা-পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) মিজানুর রহমান বলেন, ‘আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চলন্ত ভ্যান থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের পরপরই ছিনতাইকারীর পিছু নেন ভুক্তভোগী এক তরুণী। বেশ কিছু দূর ধাওয়া করে অবশেষে নিজেই ধরে ফেলেন ছিনতাইকারীকে। এ সময় তাঁর চিৎকার শুনে এগিয়ে আসেন পথচারীরা। এর তাদের সহায়তায় আজ সোমবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে ছিনতাইকারীকে আশুলিয়া থানার নিয়ে আসেন ওই তরুণী।
ভুক্তভোগী তরুণীর নাম সুমাইয়া। স্থানীয় একটি গার্মেন্টস শ্রমিকের কাজ করেন তিনি। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর গ্রামের বাড়ি বরিশাল। বর্তমানে আশুলিয়াতেই সপরিবারে বসবাস করছেন। অফিস ছুটির পর বাড়ি ফেরার সময় চলন্ত ভ্যান থেকে ছিনতাইয়ের শিকার হন তিনি। সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়া করণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে এ ঘটনা ঘটে।
আটক ছিনতাইকারী সুমন সরকার বগুড়া জেলার শেরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
তরুণীর এমন সাহসিকতার প্রশংসা করেন পথচারী ও প্রত্যক্ষদর্শীরা। জাহাঙ্গীর আলম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মেয়েটি আসলেই সাহসী। মোবাইল ছিনিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই মেয়েটি দৌড় দেয় ছিনতাইকারীর পেছনে। ছিনতাইকারীকে দৌড়ে বেশ কিছু দূর নিয়ে গেলেও পিছু ছাড়েনি তার। ওই মেয়েকে দেখে আরও কিছু মানুষ পিছু নেয় ছিনতাইকারীর। পরে আমরা সবাই মিলে তাকে ধরতে পেরেছি।’
ছিনতাইকারীকে ধরতে পারলেও মোবাইলটি এখনো পাওয়া যায়নি। ছিনতাইকারী সুমনের দাবি সে দৌড়ানোর সময় মোবাইলটি ছুড়ে ফেলেছে। থানায় আসার পরেও মোবাইলটি ফিরে না পাওয়ার আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েন ওই পোশাক শ্রমিক।
এদিকে খোয়া যাওয়া মোবাইলটি উদ্ধারের চেষ্টা করছে বলে জানায় আশুলিয়া থানা-পুলিশ।
আশুলিয়া থানা-পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) মিজানুর রহমান বলেন, ‘আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে