নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিডিআর বিদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল বাতেন শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কাশিমপুর হাই সিকিউরিটি সেলের ডেপুটি জেলার শিল্পী আক্তার আব্দুল বাতেনের মৃত্যুর তথ্য আজকের পত্রিকা নিশ্চিত করেছেন।
২০১৩ সালের ২০ ডিসেম্বর থেকে আব্দুল বাতেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বলেও জানান শিল্পী আক্তার।
শিল্পী আক্তার বলেন, ‘৭০ বছর বয়সী আব্দুল বাতেনের হৃৎপিণ্ডে আগে থেকেই রিং বসানো ছিল। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু গতকাল রাতে হুট করেই অসুস্থ হয়ে যান তিনি। তখন প্রথমে কারা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তারপর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে রাতে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।’
বর্তমানে তাঁর মরদেহ মর্গে রাখা আছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।
জানা গেছে, বাতেন বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। ২০০৯ সালে পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা দুটি মামলার মধ্যে হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে ১৫২ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপি নেতা পিন্টু ও আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনের কারাদণ্ডের রায় হয়েছিল। ২০১৭ সালে দেওয়া হাইকোর্টের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। পিন্টু তার আগে কারাগারে মারা যান। তোরাব আলী খালাস পান হাইকোর্টের রায়ে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শাহপুর গ্রামে বাতেনের বাড়ি।
ঢাকা কারাগারের মাধ্যমে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কাশিমপুর হাই সিকিউরিটি সেলের ডেপুটি জেলার শিল্পী আক্তার।
বিডিআর বিদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল বাতেন শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কাশিমপুর হাই সিকিউরিটি সেলের ডেপুটি জেলার শিল্পী আক্তার আব্দুল বাতেনের মৃত্যুর তথ্য আজকের পত্রিকা নিশ্চিত করেছেন।
২০১৩ সালের ২০ ডিসেম্বর থেকে আব্দুল বাতেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বলেও জানান শিল্পী আক্তার।
শিল্পী আক্তার বলেন, ‘৭০ বছর বয়সী আব্দুল বাতেনের হৃৎপিণ্ডে আগে থেকেই রিং বসানো ছিল। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু গতকাল রাতে হুট করেই অসুস্থ হয়ে যান তিনি। তখন প্রথমে কারা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তারপর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে রাতে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।’
বর্তমানে তাঁর মরদেহ মর্গে রাখা আছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।
জানা গেছে, বাতেন বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। ২০০৯ সালে পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা দুটি মামলার মধ্যে হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে ১৫২ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপি নেতা পিন্টু ও আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনের কারাদণ্ডের রায় হয়েছিল। ২০১৭ সালে দেওয়া হাইকোর্টের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। পিন্টু তার আগে কারাগারে মারা যান। তোরাব আলী খালাস পান হাইকোর্টের রায়ে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শাহপুর গ্রামে বাতেনের বাড়ি।
ঢাকা কারাগারের মাধ্যমে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কাশিমপুর হাই সিকিউরিটি সেলের ডেপুটি জেলার শিল্পী আক্তার।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে