নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দরিদ্র ও বেকার তরুণ-যুবকদের টার্গেট করেন তাঁরা। অস্ট্রেলিয়া এবং ইউরোপে চাকরি লোভ দেখিয়ে রাজি করান। এরর মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে পাচার করেন ভারতে। আবার সেখানে আটকে রেখে আদায় করা হয় মুক্তিপণ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম তিন হোতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে ভুয়া পাসপোর্ট, জাল ভিসা, দলিল এবং নগদ টাকাসহ মানবপাচার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা করা হয়।
গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে র্যাব-৪ রাজধানীর মিরপুর পল্লবী ও উত্তরা এলাকা থেকে তাঁদের আটক করে। আটককৃতরা হলেন-মল্লিক রেজাউল হক সেলিম (৬২), মো. বুলবুল আহমেদ মল্লিক (৫৫) এবং (নিরঞ্জন পাল (৫১)।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক।
মোজাম্মেল হক বলেন, ‘২০২০ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে জাহাঙ্গীরকে ভারতে পচার করে দেওয়া হয়। বেশ কিছুদিন কলকাতায় আটক থাকেন তিনি। কলকাতার টর্চার সেলে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করে দেশে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে পাচারকারী চক্র। দেশে এসে জাহাঙ্গীর র্যাব-৪-এর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি মানবপাচার চক্রের ফাঁদে পড়ে কীভাবে পার্শ্ববর্তী দেশে পাচার হয়েছিলেন, আটক অবস্থায় মানবেতর জীবনযাপন, তাঁর জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক কাহিনি ও শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে কীভাবে কৌশলে দেশে ফিরে আসেন তার বর্ণনা দেন। মানবপাচার চক্র সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও দিয়েছেন তিনি। প্রাথমিক তদন্তে সেসব তথ্যের সত্যতা পায় র্যাব।’
র্যাব-৪ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, ভারতে পাচার চক্রের মূল হোতা মল্লিক রেজাউল হক সেলিম। তাঁর সহযোগী বুলবুল আহমেদ মল্লিক ও নিরঞ্জন পাল। তাঁদের সহযোগী হিসেবে দেশে আরও ৫-৭ জন রয়েছেন। ভারতেও বেশ কয়েকজন সহযোগী রয়েছে। কলকাতার রাজিব খান, মানিক এবং দিল্লির রবিন সিং দের নাম বলেছেন তাঁরা। বেশ কয়েক বছর ধরে এই চক্রটি সক্রিয়। অস্ট্রেলিয়া এবং ইউরোপর বিভিন্ন দেশ যেমন-পর্তুগাল, নেদারল্যান্ডস, রোমানিয়া, গ্রিস, ফ্রান্স এবং মালটায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে দেয় এ চক্র। ভারত থেকে ভিসা পাওয়া সহজ-এই কথা বলে চক্রটি বিদেশ যেতে ইচ্ছুককে আগে বৈধ বা অবৈধ পথে ভারতে পাঠায়। ভারত গিয়ে ওই ব্যক্তি আসল ব্যাপার টের পান। ভারতে নিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়। সেই নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়।
র্যাব জানায়, এই চক্র রাজধানীসহ দেশের বেশ কয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে। ফেনী, কুমিল্লা, নবাবগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন আটককৃতরা। ভারতে মানব পাচারকারী চক্রের সদস্য রাজিব খান ও মানিক কলকাতায় এবং রবিন সিং দিল্লিতে টর্চার সেলের/সেফহোমে ভুক্তভোগীদের আটক রাখার মূল দায়িত্ব পালন করে থাকেন। চক্রটি এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে এভাবে ভারতে পাচার করেছে।
আটকদের জিজ্ঞাসাবাদে তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, অস্ট্রেলিয়া এবং ইউরোপে চাকরি দেওয়ার নামে প্রথমে ১২-১৫ লাখ টাকা নেওয়া হয়। এরপর ভারতের দিল্লি ও কলকাতার টর্চার সেলে আটক রেখে মুক্তিপণ হিসেবে আরও ১৫-২০ লাখ টাকা আদায় করে তারা। অভিযোগকারী জাহাঙ্গীরও পাচারের শিকার ও নিঃস্ব হয়েছেন।
জাহাঙ্গীর র্যাবকে জানান, বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করে বিভিন্ন উপায় খুঁজছিলেন তিনি। ২০১৯ সালে রেজাউল হক সেলিম ও বুলবুল আহমেদ মল্লিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা জাহাঙ্গীরকে অস্ট্রেলিয়া এবং জাহাঙ্গীরের ভাগনে আকাশকে নেদারল্যান্ডসে পাঠানোর জন্য ৩৪ লাখ টাকা দাবি করেন। চক্রের মূল হোতা রেজাউলকে নগদ ৮ লাখ টাকা এবং কিছুদিন পর আরও ৬ লাখ টাকা দেন জাহাঙ্গীর। চক্রটি ২০২০ সালের ডিসেম্বরে জাহাঙ্গীর ও তাঁর ভাগনেকে ভারতে পাচার করে। উভয়ে ভারতে নিরঞ্জন ও অন্যান্য সহযোগীর কাছে আটক ছিলেন। এ সময় তাঁদের ওপর অকথ্য নির্যাতন করা হয়।
দরিদ্র ও বেকার তরুণ-যুবকদের টার্গেট করেন তাঁরা। অস্ট্রেলিয়া এবং ইউরোপে চাকরি লোভ দেখিয়ে রাজি করান। এরর মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে পাচার করেন ভারতে। আবার সেখানে আটকে রেখে আদায় করা হয় মুক্তিপণ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম তিন হোতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে ভুয়া পাসপোর্ট, জাল ভিসা, দলিল এবং নগদ টাকাসহ মানবপাচার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা করা হয়।
গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে র্যাব-৪ রাজধানীর মিরপুর পল্লবী ও উত্তরা এলাকা থেকে তাঁদের আটক করে। আটককৃতরা হলেন-মল্লিক রেজাউল হক সেলিম (৬২), মো. বুলবুল আহমেদ মল্লিক (৫৫) এবং (নিরঞ্জন পাল (৫১)।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক।
মোজাম্মেল হক বলেন, ‘২০২০ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে জাহাঙ্গীরকে ভারতে পচার করে দেওয়া হয়। বেশ কিছুদিন কলকাতায় আটক থাকেন তিনি। কলকাতার টর্চার সেলে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করে দেশে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে পাচারকারী চক্র। দেশে এসে জাহাঙ্গীর র্যাব-৪-এর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি মানবপাচার চক্রের ফাঁদে পড়ে কীভাবে পার্শ্ববর্তী দেশে পাচার হয়েছিলেন, আটক অবস্থায় মানবেতর জীবনযাপন, তাঁর জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক কাহিনি ও শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে কীভাবে কৌশলে দেশে ফিরে আসেন তার বর্ণনা দেন। মানবপাচার চক্র সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও দিয়েছেন তিনি। প্রাথমিক তদন্তে সেসব তথ্যের সত্যতা পায় র্যাব।’
র্যাব-৪ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, ভারতে পাচার চক্রের মূল হোতা মল্লিক রেজাউল হক সেলিম। তাঁর সহযোগী বুলবুল আহমেদ মল্লিক ও নিরঞ্জন পাল। তাঁদের সহযোগী হিসেবে দেশে আরও ৫-৭ জন রয়েছেন। ভারতেও বেশ কয়েকজন সহযোগী রয়েছে। কলকাতার রাজিব খান, মানিক এবং দিল্লির রবিন সিং দের নাম বলেছেন তাঁরা। বেশ কয়েক বছর ধরে এই চক্রটি সক্রিয়। অস্ট্রেলিয়া এবং ইউরোপর বিভিন্ন দেশ যেমন-পর্তুগাল, নেদারল্যান্ডস, রোমানিয়া, গ্রিস, ফ্রান্স এবং মালটায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে দেয় এ চক্র। ভারত থেকে ভিসা পাওয়া সহজ-এই কথা বলে চক্রটি বিদেশ যেতে ইচ্ছুককে আগে বৈধ বা অবৈধ পথে ভারতে পাঠায়। ভারত গিয়ে ওই ব্যক্তি আসল ব্যাপার টের পান। ভারতে নিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়। সেই নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়।
র্যাব জানায়, এই চক্র রাজধানীসহ দেশের বেশ কয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে। ফেনী, কুমিল্লা, নবাবগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন আটককৃতরা। ভারতে মানব পাচারকারী চক্রের সদস্য রাজিব খান ও মানিক কলকাতায় এবং রবিন সিং দিল্লিতে টর্চার সেলের/সেফহোমে ভুক্তভোগীদের আটক রাখার মূল দায়িত্ব পালন করে থাকেন। চক্রটি এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে এভাবে ভারতে পাচার করেছে।
আটকদের জিজ্ঞাসাবাদে তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, অস্ট্রেলিয়া এবং ইউরোপে চাকরি দেওয়ার নামে প্রথমে ১২-১৫ লাখ টাকা নেওয়া হয়। এরপর ভারতের দিল্লি ও কলকাতার টর্চার সেলে আটক রেখে মুক্তিপণ হিসেবে আরও ১৫-২০ লাখ টাকা আদায় করে তারা। অভিযোগকারী জাহাঙ্গীরও পাচারের শিকার ও নিঃস্ব হয়েছেন।
জাহাঙ্গীর র্যাবকে জানান, বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করে বিভিন্ন উপায় খুঁজছিলেন তিনি। ২০১৯ সালে রেজাউল হক সেলিম ও বুলবুল আহমেদ মল্লিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা জাহাঙ্গীরকে অস্ট্রেলিয়া এবং জাহাঙ্গীরের ভাগনে আকাশকে নেদারল্যান্ডসে পাঠানোর জন্য ৩৪ লাখ টাকা দাবি করেন। চক্রের মূল হোতা রেজাউলকে নগদ ৮ লাখ টাকা এবং কিছুদিন পর আরও ৬ লাখ টাকা দেন জাহাঙ্গীর। চক্রটি ২০২০ সালের ডিসেম্বরে জাহাঙ্গীর ও তাঁর ভাগনেকে ভারতে পাচার করে। উভয়ে ভারতে নিরঞ্জন ও অন্যান্য সহযোগীর কাছে আটক ছিলেন। এ সময় তাঁদের ওপর অকথ্য নির্যাতন করা হয়।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১২ দিন আগে