মোটরসাইকেল পার্কিংয়ের জেরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিবর্ষণ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ১৭: ২৮

নরসিংদীর রায়পুরায় রাস্তার পাশে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নাঈম মিয়া নামে এক যুবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। অভিযোগ উঠেছে সবুজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। 

এ ঘটনায় আজ আজ শনিবার দুপুরে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় রায়পুরা পৌর শহরের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী নাঈম ইসলাম পৌর এলাকার থানাহাটি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। অপরদিকে অভিযুক্ত সবুজ মিয়া পৌরসভার পূর্বপাড়া এলাকার আফসার উদ্দিন ওরফে আফসু মেকারের ছেলে। 

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে গুলির খোসা, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন তাঁরা। 

মোটরসাইকেল পার্কিং নিয়ে গুলিবর্ষণের পর ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় করেনপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সবুজ পৌর শহরের পূর্ব পাড়ার বাসিন্দা। তাঁর বাড়িতে ঢোকার রাস্তার এক পাশে একটি মোটরসাইকেল পার্কিং করেন স্থানীয় দোকান মালিক নাঈম মিয়া। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পার্কিং করা মোটরসাইকেলের দেখতে পেয়ে মালিককে অকথ্য ভাষায় গাল মন্দ করেন সবুজ। পরে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে একপর্যায়ে নাঈমকে লক্ষ্য করে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি করেন সবুজ। ওই সময় উপস্থিত একজন তাঁকে সরিয়ে নেওয়ায় নাঈমের শরীরে গুলি লাগেনি। এ ঘটনার পর থেকে সবুজ পলাতক রয়েছেন। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। 

ভুক্তভোগী নাঈম বলেন, ‘সবুজ মিয়ার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে অস্ত্র বের করে। শরীফুজ্জামান নামে এক ব্যক্তি সেখান থেকে আমাকে সরিয়ে নেওয়ায় শরীরে গুলি লাগেনি। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও পাশের একটি দোকান থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ 

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ওই দিন রাতেই ঘটনাস্থল থেকে গুলির খোসা, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নাঈমের কাছ থেকে আজ দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

স্বামীও জানতেন না স্ত্রী ঢাকা মেডিকেলের ছাত্রী নন

ঢাকার যানজট নিরসনে ৫ কোটির সিগন্যাল ব্যবস্থা, বাস্তবায়নে লাগবে ৬ মাস

১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন, আছেন যাঁরা

এস আলমের ঋণ জালিয়াতি: বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত